এই আর্টিকেলে আমরা Class 4 Mathematics Model Activity Task Part 8 Combined (চতুর্থ শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৮) এর সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি ।
মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8, October 2021
গণিত (পূর্ণমান ৪০)
চতুর্থ শ্রেণী
Class 4 Mathematics Model Activity Task Part 8 Solution :
নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে :
১. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQs) : ১ × ৭ = ৭
১.১ চার অঙ্কের সংখ্যাটি হলাে
(a) ০৩০০
(b) ০৩০
(c) ০০৩০
(d) ৩০০০
উত্তর: (d) ৩০০০
১.২ ৬৬৬৬ সংখ্যাটির শতকের ঘরের অঙ্কটির স্থানীয় মান
(a) ৬
(b) ৬০
(c) ৬০০
(d) ৬০০০
উত্তর: (c) ৬০০
১.৩ পাঁচ হাজার শূন্য শতক চার দশক পাঁচ সংখ্যাটি হলাে
(a) ৫৪০৫
(b) ৫৪৫০
(c) ৫৫০৪
(d) ৫০৪৫
উত্তর: (d) ৫০৪৫
১.৪ ৩, ৫, ৪, ৭ এই চারটি অঙ্ক দিয়ে গঠিত সব থেকে বড়াে চার অঙ্কের সংখ্যাটি হলাে
(a) ৭৪৫৩
(b) ৩৪৫৭
(c) ৭৫৩৪
(d) ৭৫৪৩
উত্তর: (d) ৭৫৪৩
১.৫ সমান ৩ ভাগের ১ ভাগ হলাে
(a) ৩/১
(b) ১
(c) ১/৩
(d) ৩-১
উত্তর: (c) ১/৩
১.৬ লব ৩ ও হর ৮ হলে, ভগ্নাংশটি হবে
(a) ৩/৮
(b) ৮/৩
(c) ১-এর থেকে বড়াে
(d) ১-এর সমান
উত্তর: (a) ৩/৮
১.৭ রং করা অংশটি হলাে
(a) ১/৩
(b) ১/৬
(c) ৩/৬
(d) ৬/৩
উত্তর: (c) ৩/৬
২. সত্য / মিথ্যা (T/F) লেখাে : ১ × ৭ = ৭
২.১
উত্তর: ৩৮০০
২.২ ৯ × ১১ গুণফলটি ৭ × ১১ গুণফল থেকে ২২ বেশি।
উত্তর: সত্য
২.৩ ২০৩ সংখ্যাটিতে ০-এর স্থানীয় মান ১০।
উত্তর: মিথ্যা
২.৪ ৯৯৯ -এর পরের সংখ্যাটি তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা।
উত্তর: মিথ্যা
২.৫ ১/৩ > ১/২
উত্তর: মিথ্যা
২.৬ ১০০ মিটার = ১ সেন্টিমিটার।
উত্তর: মিথ্যা
২.৭ ৩ × ১০০০ গ্রাম = ৩ কিগ্রা.।
উত্তর: সত্য
৩. ৩.১. স্তম্ভ মেলাও : ৩ × ২ = ৬
প্রথম স্তম্ভ | দ্বিতীয় স্তম্ভ |
২০০০+৩০০+৪০+৫ | দুই হাজার চারশত পয়ত্রিশ |
২৪৩৫ | |
২৩৫৪ | ২৩৫০ থেকে ৫ কম |
উত্তর:
প্রথম স্তম্ভ | দ্বিতীয় স্তম্ভ |
২০০০+৩০০+৪০+৫ | ২৩৫০ থেকে ৫ কম |
২৪৩৫ | দুই হাজার চারশত পয়ত্রিশ |
২৩৫৪ |
৩.২. ফাকা ঘর পূরণ করাে :
উত্তর:
Read Also:
Class 4 English Combined Activity Task / মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8
Class 4 Bengali (বাংলা) Combined Activity Task / মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8
Class 4 আমাদের পরিবেশ Combined Activity Task / মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8
Class 4 স্বাস্থ্য ও শারীরশিক্ষা Combined Activity Task / মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8
All Class Combined Activity Task / মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8
৪. ৪.১. ছকটি পূরণ করাে : ৪ × ৫ = ২০
সামান্য ভগ্নাংশ | দশমিক ভগ্নাংশ | ||
(a) | সমান ১০ ভাগের ৫ ভাগ | ||
(b) | ০.৭ |
উত্তর:
সামান্য ভগ্নাংশ | দশমিক ভগ্নাংশ | ||
(a) | সমান ১০ ভাগের ৫ ভাগ | ৫/১০ | ০.৫ |
(b) | সমান ১০ ভাগের ৭ ভাগ | ৭/১০ | ০.৭ |
৪.২. a) ৭-এর একটি জোড় গুণিতক এবং একটি বিজোড় গুণিতক লেখাে।
উত্তর: ৭-এর একটি জোড় গুণিতক হল ১৪ এবং একটি বিজোড় গুণিতক হল ৭
b) ৩ এবং ৫-এর দুটি সাধারণ গুণিতক লেখাে।
উত্তর: ৩ এর গুণিতক গুলি হল – ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১, ২৪, ২৭, ৩০…….
৫ এর গুণিতক গুলি হল – ৫, ১০, ১৫, ২০, ২৫, ৩০, ৩৫…….
৩ এবং ৫-এর দুটি সাধারণ গুণিতক হল – ১৫, ৩০
৪.৩. যােগ করাে :
উত্তর:
৪.৪. চিকুর ৫ মিটার লম্বা একটি সবুজ ফিতে আছে, সে তার থেকে ২ মিটার ৩০ সেমি দৈর্ঘ্যের একটি টুকরাে কেটে নিলে কতটা লম্বা সবুজ ফিতে পড়ে থাকবে?
উত্তর:
৫ মিটার ০০ সেমি.
– ২ মিটার ৩০ সেমি.
___________________________________
২ মিটার ৭০ সেমি.
∴ ২ মিটার ৭০ সেমি. লম্বা সবুজ ফিতে পড়ে থাকবে।
৪.৫. আজ শিশু দিবস। আমাদের স্কুলের বড়দি স্কুলের প্রত্যেক শিশুকে লজেন্স ও বিস্কুট খাওয়াবেন। দিদি দোকান থেকে ৬৭০ টাকার বিস্কুট ও ৭৭৫ টাকার লজেন্স কিনবেন। দিদির কাছে ১০০০ টাকা আছে। আর কতাে টাকা লাগবে?
উত্তর:
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।