Class 5 Amader Paribesh Model Activity Task Part 2 February 2022 | পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২ ফেব্রুয়ারী

প্রিয় ছাত্রছাত্রীরা, এই আর্টিকেলে আমরা Class 5 Amader Paribesh Model Activity Task Part 2 February 2022 (পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২ ফেব্রুয়ারী ) সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি ।

Class 5 Amader Paribesh Model Activity Task Part 2 February 2022

Class 5 Amader Paribesh Model Activity Task Part 2 February 2022 এ মোট ১৫ নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে। তোমাদের সুবিধার্থে আমরা এখানে সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নীচের প্রশ্নোত্তর গুলি লিখবে এবং পড়বে।

Model Activity Task Part 2, February 2022

আমাদের পরিবেশ

পঞ্চম শ্রেণি  (Class – V)

পূর্ণমান – ১৫


Class 5 Amader Paribesh Model Activity Task Part 2 February 2022 Solution

১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে : ১x৩=৩ 

১.১ মাটির একটি স্বাভাবিক উপাদান হলাে – 

(ক) প্লাস্টিকের কুচি

(খ) অ্যালুমিনিয়ামের টুকরাে 

(গ) কাগজের কুচি

(ঘ) ঘাসের টুকরাে 

উত্তর: (ঘ) ঘাসের টুকরাে 

১.২ নীচের যেটির জল ধরে রাখার ক্ষমতা সবচেয়ে বেশি সেটি হলাে – 

(ক) এঁটেল মাটি

(খ) বেলে মাটি 

(গ) দোআঁশ মাটি

(ঘ) ইটের টুকরাে 

উত্তর: (ক) এঁটেল মাটি

১.৩ নীচের যেটির সাহায্যে মাটির নমুনাকে পরীক্ষা করা যায় সেটি হলাে – 

(ক) আয়না

(খ) স্টেথােস্কোপ 

(গ) আতশকাচ

(ঘ) দুরবিন 

উত্তর: (গ) আতশকাচ

২. একটি বাক্যে উত্তর দাও : ১x৩=৩

২.১ একটি রাসায়নিক পদার্থের নাম লেখাে যা জল শােধনে ব্যবহার করা হয়। 

উত্তর: জল পরিশোধন করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয় ।

২.২ তােমার চেনা একটি রাসায়নিক বিক্রিয়ার কথা লেখাে।

উত্তর: আমার চেনা একটি রাসায়নিক বিক্রিয়া হলো দুধে লেবুর রস মেশালে দুধ কেটে ছানা হয়ে যায় 

২.৩ বৃষ্টির জল ধরে সেই দিয়ে করা যাবে এমন একটি কাজের কথা লেখাে। 

উত্তর: বৃষ্টির জল ধরে রেখে তাতে আমরা গাছে জল দিতে পারি ।

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : ২x৩=৬

৩.১ পলিথিনের টুকরাে কীভাবে মাটির ক্ষতি করে? 

উত্তর: প্লাস্টিকের টুকরো কয়েকশো বছরেও ভাঙেনা ওগুলি মাটিকে আলো হাওয়া পেতে দেয় না, গাছের শিকড় কে মাটির ভেতরে প্রবেশে বাধা দেয় ফলে মাটি অনুর্বর হয়ে পড়ে ।

৩.২ কী কী উপায়ে মাটির উর্বরতা বাড়ানাে যায়?

উত্তর: মাটির উর্বরতা বাড়ানোর উপায় গুলি হল – 

i) মাটিতে নাইট্রোজেন, ফসফেট, কম্পোস্ট ও জৈব সার মেশাতে হবে

ii) মাটির সজীব উপাদান যেমন কেঁচো ইত্যাদির সংখ্যা বজায় রাখতে হবে ।

৩.৩ কী ধরনের মাটি ধান চাষের পক্ষে ভালাে? 

উত্তর: যে মাটির জল ধারণ ক্ষমতা বেশি সেই মাটিতে ধান চাষ ভালো হয় যেমন: এঁটেল মাটি ও দোয়াশ মাটি ।

৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও : ১x৩=৩

৪.১ পুকুরের জল পরিষ্কার রাখতে কী কী নিষেধাজ্ঞা জারি করা উচিত?

উত্তর: পুকুরের জল পরিষ্কার রাখতে যে যে নিষেধাজ্ঞা জারি করতে হবে তা হল – 

i) পুকুরের জলে কাপড় কাচা ও বাসন মাজা যাবে না ।

ii) পুকুরের জলে ময়লা আবর্জনা, প্লাস্টিক ফেলা যাবে না ।

iii) পুকুরের সঙ্গে কোন ময়লা জলের ড্রেন যুক্ত করা যাবে না ।iv) পুকুরের আশে পাশের জমিতে সার দেওয়া যাবেনা এবং পুকুরে গবাদিপশুর স্নান করানো যাবেনা।

Read Also:

Class 5 English মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২

Class 5 Bengali (বাংলা) মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২

Class 5 আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২

Class 5 স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২

Class 5 Mathematics (গণিত) মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment