Class 5 Amader Poribesh Bahuvikalpa Vittik Prashna (MCQ) Answer 2021 | বহু বিকল্পভিত্তিক প্রশ্নউত্তর পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ

Class 5 Amader Poribesh Bahuvikalpa Vittik Prashna Parichiti o Anusilon Is The New MCQ Adaption Package Given by Banglar Shiksha Portal and NAS (National Academic Survey). In This Article We Will Will Discuss About Class 5 Amader Poribesh Bahuvikalpa Vittik Prashna Parichiti o Anusilon (MCQ) With Answers.

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন হল NAS (National Academic Survey) প্রদত্ত বাংলার শিক্ষা পোর্টাল এর MCQ (Multi Choice Question) যেগুলো ছাত্রছাত্রীদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে । এই আর্টিকেল এ পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের বহুবিকল্পভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন (MCQ) উত্তরসহ আলোচনা করা হয়েছে ।

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন পরিচিতি উত্তরসহ

আমাদের পরিবেশ

পঞ্চম শ্রেণি


Class 5 Amader Poribesh MCQ :

১. সুপ্রিয়ার পরিবার বৃক্ষটি নীচে দেখানো হলো । এটি দেখে প্রশ্নের উত্তর দাও ।

Class 5 Amader Poribesh Bahuvikalpa Vittik Prashna Scr1

সুপ্রিয়ার মামার নাম কী ?

( ক ) বিনয়

( খ ) আশিস

( গ ) সুবিনয়

( ঘ ) বিজয়

উত্তর: ( খ ) আশিস

২. মানবদেহে খাবার যে পথে হজম হয় তার সঠিক ক্রমটি খুঁজে বার করো ।

( ক ) মুখবিবর → পাকস্থলি → গ্রাসনালি → ক্ষুদ্রান্ত্র

( খ ) মুখবিবর → গ্রাসনালি → পাকস্থলি → ক্ষুদ্রান্ত্র

( গ ) মুখবিবর → পাকস্থলি → ক্ষুদ্রান্ত্র→ গ্রাসনালি

( ঘ ) মুখবিবর → গ্রাসনালি → ক্ষুদ্রান্ত্র → পাকস্থলি

উত্তর: ( খ ) মুখবিবর → গ্রাসনালি → পাকস্থলি → ক্ষুদ্রান্ত্র

৩.

 Class 5 Amader Poribesh Bahuvikalpa Vittik Prashna Scr2

উপরের ছবিতে পৃথিবীর ‘ ঘ ’ চিহ্নিত স্থানে কী হবে ?

(ক) পূর্ণগ্রাস সূর্যগ্রহণ 

(খ) খণ্ডগ্রাস সূর্যগ্রহণ 

(গ) খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ

(ঘ) সূর্যগ্রহণ দেখা যাবে না 

উত্তর: (ঘ) সূর্যগ্রহণ দেখা যাবে না 

৪. বিভিন্ন ধরনের যানবাহন প্রচলনের সঠিক ক্রমটি বেছে নাও।

(ক) পালকি → দু-চাকা রিকশা → গােরুর গাড়ি → সাইকেল 

(খ) গােরুর গাড়ি → পালকি → সাইকেল → দু-চাকা রিকশা 

(গ) পালকি — গােরুর গাড়ি → দু-চাকা রিকশা → সাইকেল 

(ঘ) গােরুর গাড়ি → পালকি → দু-চাকা রিকশা – সাইকেল

উত্তর: (গ) পালকি — গােরুর গাড়ি → দু-চাকা রিকশা → সাইকেল 

৫.

 Class 5 Amader Poribesh Bahuvikalpa Vittik Prashna Scr3

একটি এলাকার পরিবহণ মাধ্যমের মানচিত্রটি দেওয়া আছে। মানচিত্রটি দেখে বলাে কোন যানটি সব রাস্তা দিয়ে যেতে পারে? 

(ক) সাইকেল 

(খ) বাস 

(গ) মােটরগাড়ি

(ঘ) লরি 

উত্তর: (ক) সাইকেল 

৬. নীচের চিত্রলেখ দুটি দেখাে।

 Class 5 Amader Poribesh Bahuvikalpa Vittik Prashna Scr4

2010 সাল থেকে 2020 সালের মধ্যে কোন কোন মাছের যােগান কমে গেছে? 

(ক) রুই ও কাতলা 

(খ) রুই ও ভেটকি 

(গ) কাতলা ও ভেটকি

(ঘ) মৌরলা ও ন্যাদোশ 

উত্তর: (ঘ) মৌরলা ও ন্যাদোশ 

৭. একটুকরাে বরফ রােদে রাখলে দু ঘণ্টা পরে তাকে আর দেখা যায় না। একাধিক ধাপে সংঘটিত এই পরিবর্তনকে তির চিহ্নের সাহায্যে দেখালে ঠিক ক্রম হবে— 

(ক) কঠিন → গ্যাস → তরল 

(খ) কঠিন → তরল → গ্যাস 

(গ) তরল → গ্যাস → কঠিন 

(ঘ) গ্যাস → তরল → কঠিন 

উত্তর: (খ) কঠিন → তরল → গ্যাস 

৮. এক চামচ নুন এক কাপ জলে গােলার পরে সেই নুনজলকে দুদিন রােদে রাখলে যা হবে তা হলাে— 

(ক) নুনজল যেমন ছিল তেমনই থাকবে 

(খ) নুন উবে যাবে জল পড়ে থাকবে 

(গ) নুন বা জল কিছুই পড়ে থাকবে না 

(ঘ) জল উবে যাবে নুন পড়ে থাকবে

উত্তর: (ঘ) জল উবে যাবে নুন পড়ে থাকবে

৯. মাছ কেটে ছােটো ছােটো টুকরাে করে ধুয়ে রাখা হল। কী করা হলে মাছ তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে?

(ক) বেশি করে নুন মাখিয়ে রােদে শুকিয়ে রাখলে 

(খ) খুব ঠান্ডায় রাখা হলে 

(গ) নুন-হলুদ মাখিয়ে খুব ঠান্ডায় রাখা হলে

(ঘ) ঢাকা দিয়ে রান্নাঘরে সাধারণ উষ্ণতায় রাখলে

উত্তর: (ঘ) ঢাকা দিয়ে রান্নাঘরে সাধারণ উষ্ণতায় রাখলে

১০. একই রকমের তিনটে বালতিতে কানায় কানায় জল ভরে রাখা আছে। প্রথমটায় একটা ফুটবল আকারের নিরেট লােহার বল দ্বিতীয়টায় একটা ক্রিকেট বল আর তৃতীয়টায় পাঁচটা কাচের মার্বেল দেওয়া হল। প্রত্যেক বালতি থেকেই কিছুটা জল উপছে পড়ল। বালতি থেকে যতটা জল উপছে পড়বে তার ক্রম হল—

(ক) প্রথম > দ্বিতীয় > তৃতীয় 

(খ) তৃতীয় > দ্বিতীয় > প্রথম 

(গ) দ্বিতীয় > তৃতীয় > প্রথম 

(ঘ) প্রথম > তৃতীয় > দ্বিতীয়

উত্তর: (ক) প্রথম > দ্বিতীয় > তৃতীয় 

Read Also:

Class 5 Mathematics (গণিত) বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ)

Class 5 Mathematics (গণিত) বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ)

Class 3 MCQ Adaptation Package (বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন) 2021

Class 8 MCQ Adaptation Package (বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন) 2021

Class 10 MCQ Adaptation Package (বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন) 2021

১১. চাকার ব্যবহার সভ্যতাকে অনেক এগিয়ে দিয়েছে। সভ্যতার প্রথম থেকে আজ পর্যন্ত মানুষ চাকা তৈরিতে কোথাও ব্যবহার করেছে ধাতু, কোথাও রাবারের টায়ার। প্রাচীন কাল থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত মানুষ চাকা তৈরিতে যা যা জিনিস ব্যবহার করেছে তার ঠিক ক্রম হল – 

(ক) রাবার → কাঠ → ধাতু 

(খ) ধাতু → কাঠ → রাবার 

(গ) কাঠ → ধাতু → রাবার

(ঘ) রাবার → ধাতু → কাঠ 

উত্তর: (গ) কাঠ → ধাতু → রাবার

১২. লােহা আর লােহা থেকে তৈরি ইস্পাত দিয়ে বহু জিনিস তৈরি করা হয়। নানান কাজে লােহার ব্যাপক ব্যবহারের প্রধান অসুবিধা হল এই যে 

(ক) লােহা খুব শক্ত ধাতু 

(খ) লােহার দাম অত্যন্ত বেশি 

(গ) লােহা খুব সহজে পৃথিবীতে পাওয়া যায় না।

(ঘ) জল-হাওয়াতে দীর্ঘদিন থাকলে লােহায় মরচে পড়ে নষ্ট হয়ে যায় 

উত্তর: (ঘ) জল-হাওয়াতে দীর্ঘদিন থাকলে লােহায় মরচে পড়ে নষ্ট হয়ে যায় 

১৩. তােমরা সকলেই জানাে স্বাস্থ্যই আমাদের সম্পদ। তাই শরীরকে সুস্থ রাখতে আমাদের কী করা উচিত নয়?

(ক) প্রতিদিন সকালে হাঁটা 

(খ) পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া 

(গ) বেশি পরিমাণে ভাজা খাবার খাওয়া

(ঘ) সাঁতারের অভ্যাস করা।

উত্তর: (গ) বেশি পরিমাণে ভাজা খাবার খাওয়া

১৪. ‘আগামী ২৪ ঘণ্টায় ৯০ কিমি/ঘণ্টা বেগে ঝােড়াে হাওয়া বইবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা আছে’– টেলিভিশনে এই খবরটা শােনার পর তুমি তােমার আশপাশের মানুষদের কীভাবে সতর্ক করবে? 

(ক) ক্ষেতে চাষ করতে যেতে বলবে 

(খ) নদীতে বা সমুদ্রে মাছ ধরতে যেতে বলবে 

(গ) মাঠে খেলতে যেতে বলবে

(ঘ) ঝড়ের সময় পাকাবাড়িতে আশ্রয় নিতে বলবে 

উত্তর: (ঘ) ঝড়ের সময় পাকাবাড়িতে আশ্রয় নিতে বলবে 

১৫. নীচের কোন কারণের জন্য মাটির গুণ নষ্ট হয় না?

(ক) বৃষ্টির জলে মাটির কণা জলে ধুয়ে গেলে 

(খ) অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করলে 

(গ) চাযের সময় পরিমিত জৈব সার ব্যবহার করলে 

(ঘ) কলকারখানা থেকে নিঃসৃত নােংরা জল মাটিতে মিশলে

উত্তর: (গ) চাযের সময় পরিমিত জৈব সার ব্যবহার করলে 

১৬. ছবিগুলি দেখে নীচের প্রশ্নটির উত্তর দাও :

Class 5 Amader Poribesh Bahuvikalpa Vittik Prashna Scr5

কোন প্রাণীটি মেরুদণ্ডী এবং তার পাখনা আছে?

(ক) প্রজাপতি

(খ) মাছ

(গ) গিরগিটি

(ঘ) চিংড়ি 

উত্তর: (খ) মাছ

১৭. ঠিক জোড়াটি নির্বাচন করাে –

(ক) জলে ভাসমান গাছ – জবা 

(খ) পাহাড়ি অঞ্চলের গাছ – পাইন

(গ) বালিতে জন্মানাে গাছ – বট

(ঘ) স্যাতস্যাতে জায়গায় জন্মানাে গাছ – ফণীমনসা 

উত্তর: (খ) পাহাড়ি অঞ্চলের গাছ – পাইন

১৮, সূর্যের আলাে সােলার প্যানেলে ফেলে বিদ্যুৎশক্তি তৈরি করা হয়। এইভাবে শক্তি উৎপাদন খুব প্রচলিত না হওয়ায় একে বলে অপ্রচলিত শক্তি। এইরকম আরেকটি অপ্রচলিত শক্তির উৎস কী? 

(ক) খনিজ তেল 

(খ) কয়লা 

(গ) জৈব গ্যাস 

(ঘ) কাঠ

উত্তর: (গ) জৈব গ্যাস 

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment