Dear students, Class 5Amader Poribesh First Unit Test Model Question 2022 will be discussed here. প্রিয় ছাত্রছাত্রীরা এখানে আমরা পঞ্চম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট আমাদের পরিবেশ নমুনা প্রশ্নপত্র নিয়ে এসেছি। ২০২২ এর গরমের ছুটির পর তোমাদের অনেকেরই স্কুলে প্রথম ইউনিট টেস্ট নেওয়া হবে। তাই তোমাদের সুবিধার্থে আমরা এখানে Class 5 Amader Poribesh First Unit Test Model Question 2022 পোস্ট করেছি। তোমরা এই প্রশ্নপত্র দেখে অনেকটাই বুঝতে পারবে তোমাদের First Unit Test Question কেমন হতে চলেছে।
First Unit Test Model Question 2022
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২২
আমাদের পরিবেশ (Amader Poribesh)
Class 5 (পঞ্চম শ্রেণী) পূর্ণমান – ১৫
১। নীচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও :
১.১ মানুষের দেহে মােট কটি হাড় থাকে?
১.৪ গন্ডারের খঙ্গ আসলে কী ধরনের অঙ্গ?
১.২ কোন্ রােগে DOT চিকিৎসা করতে হয়?
১.৫ চামড়ার রং কেন কালাে হয় ?
১.৩ স্টেথােস্কোপ কে আবিষ্কার করেছিলেন?
১.৬ কনুই থেকে কবজি পর্যন্ত হাড়ের নাম কী?
২। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে :
২.১ ত্বকে রােদ লাগলে ভিটামিন – (A/ D) তৈরি হয়।
২.২ কোন অঙ্গটি আসলে একটি পেশি? – (মুখ / জিভ / হাত / নাক)।
২.৩ রসিক বিল কোথায় অবস্থিত ? – (কোচবিহার / পুরুলিয়া / সাঁতরাগাছি / কলকাতা)।
২.৪ পর্ব কলকাতার জলাভূমিতে মাছের ঘাট কবে তৈরি হয়? – (১৮৭২ খ্রি / ১৮৬০ খ্রি / ১৯১৮ খ্রি। ১৯২৯ খ্রি)।
৩। নীচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও :
৩.১ আকর্ষ আছে এমন দুটি গাছের নাম লেখাে।
৩.৩ লেন্সকে বাংলায় কী বলে?
৩.২ আমাদের শরীরের বর্ম কোনটি?
৩.৪ বাঁশের কেল্লা কে বানিয়েছিলেন?
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।