Class 5 Class 5 Bengali বোম্বাগড়ের রাজা কবিতার প্রশ্ন উত্তর | সুকুমার রায় | Class 5 Bengali Bomba Gorer Raja Question Answer | Wbbse

বোম্বাগড়ের রাজা কবিতার প্রশ্ন উত্তর | সুকুমার রায় | Class 5 Bengali Bomba Gorer Raja Question Answer | Wbbse

প্রিয় শিক্ষার্থীরা, এখানে ক্লাস ৫-এর শঙ্খ ঘোষের লেখা বোম্বাগড়ের রাজা কবিতার প্রশ্ন উত্তর দেওয়া হলো। আশা করি সবার ভালো লাগবে।

পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের সকল অধ্যায়ের প্রশ্ন উত্তরের জন্য এখানে CLICK করো

বোম্বাগড়ের রাজা

সুকুমার রায়


১. ‘বোম্বাগড়ের রাজা’ কবিতাটি পড়ে সেখানকার মানুষ ও নিয়মকানুন তোমার কেমন লাগল, তা নিজের ভাষায় লেখো।
উত্তর :
সুকুমার রায় রচিত ‘বোম্বাগড়ের রাজা’ কবিতাটি দারুণ মজার একটি কবিতা। এই কবিতায় উল্লিখিত বোম্বাগড়ের মানুষজনের নিয়মকানুন ও আচার আচরণ বড়ো অদ্ভুত এবং মজার। বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে আমসত্ত্ব ভাজা বাঁধিয়ে রাখেন। রানি অষ্টপ্রহর মাথায় বালিশ বেঁধে রাখে। রানির দাদা পাঁউরুটিতে পেরেক ঠোকে। বোম্বাগড়ের লোকেরা সর্দি হলে ডিগবাজি খায়, জ্যোৎস্না রাতে সবাই চোখে আলতা মাখায়। এখানকার পন্ডিতেরা টাকের উপর ডাক টিকিট মারে। এখানে রাজার কোলে বসে মন্ত্রী কলসি বাজায়, রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে, রাজার খুড়ো হুঁকোর মালা পরে নাচ করে। এই সমস্ত মজাদার মানুষ ও নিয়মকানুন আমার খুবই ভালো লেগেছে।

২ . বোম্বাগড়ে যাওয়ার পরে, রাজার সঙ্গে যদি তোমার বন্ধুত্ব হয়ে যায়, আর তোমাকেই নিয়মকানুন একটু-আধটু বদলে নিতে বলেন তিনি, কিংবা, বলেন জুড়ে দিতে নতুন কোনো নিয়ম, অথবা, একটি দিনের জন্য তোমাকেই করে দেন বোম্বাগড়ের রাজা, তবে তুমি কী কী করবে?
উত্তর :
বোম্বাগড়ের রাজার সঙ্গে যদি আমার বন্ধুত্ব হয়ে যায়, আর আমাকেই নিয়মকানুন একটু-আধটু বদলে নিতে বলেন তিনি, কিংবা বলেন জুড়ে দিতে নতুন কোনো নিয়ম, অথবা একটি দিনের জন্য আমাকেই বোম্বাগড়ের রাজা করে দেন। তাহলে, আমি জ্যোৎস্না রাতে মন্ত্রীদের মধ্যে ফুটবল খেলার আয়োজন করব। কেউ অন্যায় বা বদমায়েশি করলে শাস্তি হিসেবে তাকে সুড়সুড়ি দেওয়াবো। শিশুদের পাঠশালাতে বইয়ের সাথে খেলনা উপহার দেব। মন্ত্রী যদি আমার কোলে বসে কলসি বাজায় তবে মন্ত্রীর গলায় ব্যাঙ ঝুলিয়ে রাখব।

৩. ‘বোম্বাগড়ের রাজা’ কবিতাটির সঙ্গে সুকুমার রায়ের লেখা ‘একুশে আইন’ কবিতাটির খুব ভাবগত মিল রয়েছে। শিক্ষকের থেকে কবিতাটি শোনো। ভালো লাগলে খাতায় লিখে নাও ৷ এমন আরো কবিতা সংগ্রহ করো, যেখানে অদ্ভুত সব নিয়মের কথা রয়েছে।
উত্তর :

একুশে আইন
(সুকুমার রায় )

শিব ঠাকুরের আপন দেশে,
আইন কানুন সর্বনেশে !
কেউ যদি যায় পিছলে পড়ে
প্যায়দা এসে পাকড়ে ধরে,
কাজির কাছে হয় বিচার—
একুশ টাকা দণ্ড তার ।।

সেথায় সন্ধ্যে ছ’টার আগে,
হাঁচতে হ’লে টিকিট লাগে ;
হাঁচলে পরে বিটিকিটে—
দমদমাদম্ লাগায় পিঠে,
কোটাল এসে নস্যি ঝাড়ে—
একুশ দফা হাঁচিয়ে মারে ।।

কারুর যদি দাঁতটি নড়ে,
চারটি টাকা মাশুল ধরে,
কারুর যদি গোঁফ গজায়,
একশো আনা ট্যাক্স চায়—
খুঁচিয়ে পিঠে গুঁজিয়ে ঘাড়,
সেলাম ঠোকায় একুশ বার ।।

চলতে গিয়ে কেউ যদি চায়,
এদিক ওদিক ডাইনে বাঁয়,
রাজার কাছে খবর ছোটে,
পল্টনেরা লাফিয়ে ওঠে,
দুপুর রোদে ঘামিয়ে তায়
একুশ হাতা জল গেলায় ।।

যে সব লোকে পদ্য লেখে,
তাদের ধ’রে খাঁচায় রেখে,
কানের কাছে নানান্ সুরে,
নামতা শোনায় একশো উড়ে,
সামনে রেখে মুদীর খাতা
হিসেব কষায় একুশ পাতা ৷৷

হঠাৎ সেথায় রাত দুপুরে,
নাক ডাকলে ঘুমের ঘোরে,
অনি তেড়ে মাথায় ঘষে,
গোবর গুলে বেলের কষে,
একুশটি পাক ঘুরিয়ে তাকে
একুশ ঘন্টা ঝুলিয়ে রাখে ৷৷

৪.১ সুকুমার রায়ের বাবার নাম কী ?
উত্তর :
সুকুমার রায়ের বাবার নাম উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।

৪.২ ‘আবোল তাবোল’ কবিতার বইটি কার লেখা?
উত্তর :
 ‘আবোল তাবোল’ বইটি সুকুমার রায়ের লেখা।

৪.৩ তাঁর লেখা অন্য দুটি বইয়ের নাম লেখো।
উত্তর :
সুকুমার রায়ের লেখা অন্য দুটি বইয়ের নাম, ‘পাগলা দাশু’ ও ‘অবাক জলপান’ ।

আরো পড়ুন

পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের সকল অধ্যায়ের প্রশ্ন উত্তরের জন্য এখানে CLICK করো

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!