Dear students, Class 5 Bengali First Unit Test Model Question 2022 will be discussed here. প্রিয় ছাত্রছাত্রীরা এখানে আমরা পঞ্চম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট বাংলা নমুনা প্রশ্নপত্র নিয়ে এসেছি। ২০২২ এর গরমের ছুটির পর তোমাদের অনেকেরই স্কুলে প্রথম ইউনিট টেস্ট নেওয়া হবে। তাই তোমাদের সুবিধার্থে আমরা এখানে Class 5 Bengali First Unit Test Model Question 2022 পোস্ট করেছি। তোমরা এই প্রশ্নপত্র দেখে অনেকটাই বুঝতে পারবে তোমাদের First Unit Test Question কেমন হতে চলেছে।
First Unit Test Model Question 2022
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২২
বাংলা (Bengali)
Class 5 (পঞ্চম শ্রেণী) পূর্ণমান – ১৫
১। সঠিক উত্তর বেছে নিয়ে লেখাে : (যে-কোনাে তিনটি)
১.১ রূপকথার গল্পে যেটি থাকে না— (দত্যি-দানাে / পক্ষীরাজ / রাজপুত্তুর / উড়ােজাহাজ)।
১.২ পাখির ডানার – (বোঁ বোঁ / শন শন / শোঁ শোঁ / গাঁক গাঁক) শব্দ শােনা যায়।
১.৩ হাবু ও তার দাদাদের পােষা মােট পশু-পাখির সংখ্যা – (১৭৫ | ১৫০/১৭০ / ২৫)।
১.৪ মােতিবাবু ছিলেন গ্রামের – (আদিপুরুষ/ ভগবান / জমিদার / মাস্টার)।
১.৫ ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটি হল – (গােবি / সাহারা / থর)।
২। অর্থ লেখাে (যে-কোনাে দুটি) :
২.১ প্রত্যুষ, ২.২ জখম, ২.৩ নালিশ, ২.৪ বাগাল।
৩। নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : (যে-কোনাে দুটি)
৩.১ দুটো বুনাে হাঁস দলছুট হয়েছিল কেন?
৩.২ গল্পবুড়াের ঝােলায় কী কী ধরনের গল্প রয়েছে?
৩.৩ এখন গ্রামে ইস্কুল, তবু…’— বক্তা কে? আগে কী ছিল?
৩.৪ দারােগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হল না কেন?
8। সন্ধিবিচ্ছেদ করাে :
৪.১ সংসার, ৪.২ উল্লাস, ৪.৩ সজ্জন, ৪.৪ চিন্ময়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
I hope I can get good results in the exam for this😃