Class 5 Class 5 Health and Physical Education Model Activity Task Part 8 (Combined) Answer | কম্বাইন্ড মডেল অ্যাক্টিভিটি টাস্ক পঞ্চম শ্রেণী স্বাস্থ্য ও শারীরশিক্ষা

Class 5 Health and Physical Education Model Activity Task Part 8 (Combined) Answer | কম্বাইন্ড মডেল অ্যাক্টিভিটি টাস্ক পঞ্চম শ্রেণী স্বাস্থ্য ও শারীরশিক্ষা

এখানে আমরা Class 5 Health and Physical Education Model Activity Task Part 8 (Combined) (পঞ্চম শ্রেণী স্বাস্থ্য ও শারীরশিক্ষা কম্বাইন্ড অ্যাক্টিভিটি টাস্ক) এর সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি । Combined Activity Task (কম্বাইন্ড অ্যাক্টিভিটি টাস্ক) হল ২০২১ এর জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত তোমাদের যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছিল সেখান থেকে বাছাই করা কিছু প্রশ্ন ।

২০২১ এর এটাই সর্বশেষ অ্যাক্টিভিটি টাস্ক। এই অ্যাক্টিভিটি টাস্কে ৪০ নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে । এর উপর ভিত্তি করেই সম্ভবত তোমরা পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হবে । সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নিচের প্রশ্নোত্তর গুলি লিখবে ।

Model Activity Task Part 8 (Combined)

স্বাস্থ্য ও শারীরশিক্ষা

পঞ্চম শ্রেণী


Class 5 Health and Physical Education Model Activity Task Part 8 (Combined) Solution :

(ক) বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে (✔) চিহ্ন দাও (যেকোনাে ২৫টি প্রশ্নের উত্তর দাও) : ১ × ২৫ = ২৫

(১) কোনটি ভিটামিন-A জাতীয় খাবার নয়? 

(i) গাজর

(ii) পাকা আম 

(iii) হলুদ বর্ণের ফল

(iv) আমলকী 

উত্তর: (iv) আমলকী 

(২) কোনটি শর্করা জাতীয় খাবার নয়?

(i) পাতিলেবু ও আমলকী 

(ii) আখ ও আলু 

(iii) চাল 

উত্তর: (i) পাতিলেবু ও আমলকী

(৩) ডাক্তারের অনুমােদন ছাড়া যথেচ্ছ পরিমাণে নানান রকমের ভিটামিন ওষুধ খাওয়া —

(i) রােগ প্রতিরােধ ক্ষমতা বাড়ায় 

(ii) করােনা রােগকে প্রতিরােধ করা যায়

(iii) স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর 

উত্তর: (iii) স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর 

(৪) কোনটি স্নেহ পদার্থ জাতীয় খাবার নয়?

(i) ডিমের কুসুম ও মাখন 

(ii) নারকেল ও চিনাবাদাম 

(iii) খই ও থােড় 

উত্তর: (iii) খই ও থােড় 

(৫) যেখানে ফুটপাত নেই সেখানে রাস্তার কোনদিক দিয়ে হাঁটতে হয়? 

(i) রাস্তার মাঝখান দিয়ে

(ii) রাস্তার বামদিক দিয়ে 

(iii) রাস্তার ডানদিক দিয়ে

(iv) বাম ও ডান উভয় দিক দিয়ে 

উত্তর: (ii) রাস্তার বামদিক দিয়ে 

(৬) যদি ট্রাফিকের আলাের সংকেতের লাল আলাের সংকেত বন্ধ হয়ে যদি হলুদ রঙের আলাের সংকেত দেওয়া হয় তাহলে গাড়ির চালককে কী করতে হবে? 

(i) গাড়ি থামাবার জন্য প্রস্তুত হতে হবে 

(ii) গাড়ি চালাবার জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে

(iii) গাড়ি চালাতে শুরু করতে হবে 

(iv) গাড়ি থামিয়ে দিতে হবে 

উত্তর: (ii) গাড়ি চালাবার জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে

(৭) কোনটি প্রােটিন জাতীয় খাবার নয়?

(i) মাছ, মাংস ও পনির 

(ii) ছানা, সয়াবিন ও ডিম 

(iii) টম্যাটো, কুমড়াে ও শশা 

উত্তর: (iii) টম্যাটো, কুমড়াে ও শশা 

(৮) রাস্তার কোথা দিয়ে রাস্তা পার হতে হয়? 

(i) হলুদ দাগ দেওয়া অংশ দিয়ে

(ii) জেব্রা ক্রসিং দিয়ে 

(iii) জেব্রা ক্রসিং দিয়ে পার হওয়ার সময় অবশ্যই পথচারীর রাস্তা পার হওয়ার সবুজ সংকেত থাকলে

(iv) কার্ভ এলাকা দিয়ে 

উত্তর: (iii) জেব্রা ক্রসিং দিয়ে পার হওয়ার সময় অবশ্যই পথচারীর রাস্তা পার হওয়ার সবুজ সংকেত থাকলে

(৯) ভিটামিন-ডি আমরা কোথা থেকে পায়? 

(i) সূর্যের আলাে

(ii) মাছের যকৃতের তেল

(iii) দুধ ও ডিমের কুসুম

(iv) সব কয়টি ক্ষেত্র থেকেই

উত্তর: (iv) সব কয়টি ক্ষেত্র থেকেই

(১০) কোন খাদ্যটিতে আমিষ (প্রােটিন) জাতীয় খাদ্যের প্রাধান্য আছে? 

(i) ভাত 

(ii) ডিম

(iii) ডাবের জল  

উত্তর: (ii) ডিম

(১১) রাস্তা পার হওয়ার সময় কী করতে হয়?

(i) চারদিকটা দেখে রাস্তা পার হতে হয় 

(ii) ডানদিকটা দেখে রাস্তা পার হতে হয় 

(iii) বামদিকটা দেখে রাস্তা পার হতে হয়

(iv) সামনের দিকটা ফাঁকা থাকলেই রাস্তা পার হতে হয়

উত্তর: (i) চারদিকটা দেখে রাস্তা পার হতে হয় 

(১২) রাস্তায় পথচারীদের কোথা দিয়ে হাঁটা উচিত? 

(i) রাস্তা দিয়ে

(ii) ফুটপাত দিয়ে 

(iii) ফুটপাত দিয়ে এবং যেখানে ফুটপাত নেই সেখানে রাস্তার ডানদিক দিয়ে

(iv) ফুটপাত দিয়ে এবং যেখানে ফুটপাত নেই সেখানে রাস্তার বামদিক দিয়ে

উত্তর: (iv) ফুটপাত দিয়ে এবং যেখানে ফুটপাত নেই সেখানে রাস্তার বামদিক দিয়ে

(১৩) কোন পানীয় থেকে আমরা সােডিয়াম যুক্ত খনিজ মৌলটি বেশি পরিমাণে গ্রহণ করে থাকি? 

(i) ডাবের জল 

(ii) চা

(iii) তালের রস 

উত্তর: (i) ডাবের জল 

(১৪) কোন খাদ্য উপকরণ থেকে আমরা আয়ােডিনযুক্ত খনিজ মৌলটি গ্রহণ করে থাকি?

(i) দুধ 

(ii) খাবার লবণ 

(iii) জল 

উত্তর: (ii) খাবার লবণ 

(১৫) ট্রাফিক পুলিশ কী কাজ করে?

(i) ট্রাফিক ও পথচারীদের রাস্তা পথ চলার দিক নির্দেশ দেয় এবং আইন ভঙ্গকারীদের কাছ থেকে জরিমানা আদায় করে 

(ii) পথচারীদের রাস্তা পার হতে সহায়তা করে 

(iii) ট্রাফিক পুলিশ আলাের সংকেত দেয়

(iv) নিয়ম ভঙ্গকারীদের কাছ থেকে জরিমানা আদায় করে 

উত্তর: (i) ট্রাফিক ও পথচারীদের রাস্তা পথ চলার দিক নির্দেশ দেয় এবং আইন ভঙ্গকারীদের কাছ থেকে জরিমানা আদায় করে 

(১৬) কোন আলাের সংকেতে গাড়ি চলতে শুরু করে? 

(i) লাল জ্বললে

(ii) হলুদ জ্বললে 

(iii) সবুজ জ্বললে

(iv) হলুদ আলাের পরে সবুজ আলাে জ্বললে

উত্তর: (iii) সবুজ জ্বললে

(১৭) ভিটামিন বেশি পাওয়া যায় কোন খাদ্যে ?

(i) অঙ্কুরিত ছােলা 

(ii) খই 

(iii) রসগােল্লা 

উত্তর: (i) অঙ্কুরিত ছােলা 

(১৮) কোন খাবারটিতে লৌহঘটিত খনিজ মৌল বেশি আছে?

(i) শশা 

(ii) নারকেল 

(iii) থােড় ও ডুমুর 

উত্তর: (iii) থােড় ও ডুমুর 

(১৯) করােনা কালে দীর্ঘ সময় ঘরবন্দি থাকার ফলে শিশুদের ভিটামিন-ডি এর অভাবজনিত সমস্যা দেখা দিচ্ছে। এর প্রতিকারে কী করতে হবে? 

(i) সূর্যের আলােয় থাকতে হবে কিছু সময় 

(ii) ডিমের কুসুম, মাছের যকৃতের তেল, ঘি, দুধ, পনির খেতে হবে 

(iii) (i) + (ii)

(iv) কোনােটিই নয়। 

উত্তর: (iii) (i) + (ii)

(২০) ভিটামিন – সি’ আমরা কোন কোন খাবার থেকে পাই?

(i) পেয়ারা ও তাজাফল 

(ii) তাজা শাকসবজি ও মৌসম্বি

(iii) বাদাম ও দুধ 

(iv) (i) + (ii) 

(v) সব কয়টি থেকেই

উত্তর: (iv) (i) + (ii)

(২১) কোন খাবারটিতে ক্যালশিয়াম ঘটিত খনিজ মৌল বেশি আছে?

(i) দুধ 

(ii) খাবার লবণ 

(iii) ডাবের জল 

উত্তর: (i) দুধ 

(২২) কোন খাদ্যটিতে শর্করা জাতীয় খাদ্যের প্রাধান্য আছে?

(i) চিনি 

(ii) মাছ 

(iii) লালশাক 

উত্তর: (i) চিনি 

(২৩) ভিটামিন-কে আমাদের দেহে কী কাজে লাগে? 

(i) রক্ত জমাট বাঁধতে সাহায্য করে

(ii) নার্ভ ও পেশির স্বাভাবিক ক্রিয়া-প্রতিক্রিয়ায় সাহায্য করে 

(iii) (i) + (ii)

(iv) কোনােটিই নয়

উত্তর: (iii) (i) + (ii)

(২৪) কোন খাদ্যে তেল বা চর্বি (স্নেহ পদার্থ) জাতীয় খাদ্য উপাদান বেশি আছে?

(i) ঘি ও মাখন 

(ii) আখ ও আলু 

(iii) কলা ও শশা

উত্তর: (i) ঘি ও মাখন 

(২৫) জেব্রা ক্রসিং-এ কী রং-এর দাগ থাকে? 

(i) লাল সাদা দাগ থাকে

(ii) সাদা কালাে দাগ থাকে 

(iii) হলুদ দাগ থাকে

(iv) সাদা ডটেড দাগ থাকে 

উত্তর: (ii) সাদা কালাে দাগ থাকে 

(২৬) যদি ট্রাফিকের আলাের সংকেতের হলুদ আলাের সংকেত বন্ধ হয়ে গিয়ে সবুজ আলাের সংকেত জ্বলে তাহলে কী করতে হবে? 

(i) সাথে সাথে গাড়ি চালাতে হবে | 

(ii) সাথে সাথে গাড়ি থামাতে হবে

(iii) গাড়ি চালানাের জন্য প্রস্তুত হতে হবে 

(iv) গাড়ি থামানাের জন্য প্রস্তুত হতে হবে 

উত্তর: (i) সাথে সাথে গাড়ি চালাতে হবে | 

(২৭) যদিও উত্তরটি হয় ভিটামিন-এ’ তাহলে প্রশ্নটি কী ছিল?

(i) দেহকে শক্তি জোগান দেয় কে? 

(ii) কোন ভিটামিনের অভাবে রাতকানা রােগ হয় ? 

(iii) হৃৎস্পন্দনের ছন্দ স্বাভাবিক রাখে 

(iv) কোন ভিটামিনের অভাবে রােগ সংক্রমণ প্রতিরােধ কোন ভিটামিন?

শক্তি কমে যায়? 

উত্তর: (ii) কোন ভিটামিনের অভাবে রাতকানা রােগ হয় ? 

(২৮) দৃষ্টিহীন ব্যক্তিকে রাস্তা পার হতে কে সবচেয়ে বেশি সাহায্য করতে পারেন?

(i) দৃষ্টিহীন ব্যক্তির সাহায্যকারী ট্রাফিক পুলিশ 

(ii) দৃষ্টিহীন ব্যক্তি নিজেই 

(iii) দৃষ্টিহীন ব্যক্তির কাছাকাছি থাকা যেকোনাে পথচারী

(iv) দৃষ্টিহীন ব্যক্তির সঙ্গে থাকা সহায়তাকারী সহযােগী 

উত্তর: (iii) দৃষ্টিহীন ব্যক্তির কাছাকাছি থাকা যেকোনাে পথচারী

(২৯) কোনটি শিশুদের ক্ষেত্রে সুষম খাদ্য ? 

(i) জল

(ii) দুধ

(iii) ডাবের জল 

উত্তর: (ii) দুধ

Read Also:

Class 5 English Combined Activity Task / মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8

Class 5 Bengali (বাংলা) Combined Activity Task / মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8

Class 5 Mathematics (গণিত) Combined Activity Task / মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8

Class 5 আমাদের পরিবেশ Combined Activity Task / মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8

All Class Combined Activity Task / মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8

(খ) বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে নিয়ে শূন্যস্থানটি পূরণ করা : ১ × ৬ = ৬

(১) মাম্পস

__________ এটি এক রােগ শিশুদের হয়ে থাকে, বড়ােদেরও ওই রােগ হতে পারে

হঠাৎ যেকোনাে ফাঁকে ! 

(১) সংক্রামক (২) অসংক্রামক

উত্তর: (১) সংক্রামক

(২) মাম্পস 

শরীর গরম, কান মাথা ব্যথা বমি বমি ভাব হয়, __________ দিকটা ফুলে ফেঁপে ওঠে মাম্পস তা নিশ্চয়।

(১) মুখের (২) কাঁধের 

উত্তর: (১) মুখের

(৩) ডায়ারিয়া 

খাবার তৈরি যিনি করবেন যেন __________ নেন হাত, পরিচ্ছন্নতা বড়ােই জরুরি কিবা দিন কিবা রাত।

(১) মুছে (২) ধুয়ে 

উত্তর: (২) ধুয়ে 

(৪) ডায়ারিয়া

__________ খেয়ে উপশম হলে নেই কোনাে চিন্তার, নয়তাে স্বাস্থ্য কেন্দ্রে তাকে নিয়ে যাওয়া দরকার। 

(১) OSR  (২) ORS

উত্তর: (২) ORS

(৫) আগুন

__________ গন্ধ যদি নাকে আসে হতে হবে সাবধান, দ্রুততার সাথে বন্ধ করবে গ্যাসেরই তাে নবখান। 

(১) গ্যাসের (২) কেরােসিনের

উত্তর: (১) গ্যাসের

(৬) আগুন 

শাড়ির __________ খাবার নামালে বিপদ হতেই পারে, সাঁড়াশিটা কাছে রাখতেই হবে ঠিকমতাে ব্যবহারে।

(১) আঁচলে (২) সাঁড়াশিতে

উত্তর: (১) আঁচলে

(গ) নীচের ছবিগুলিতে যে সমস্যাগুলি তুলে ধরা হয়েছে তা কয়েকটি বাক্যে বর্ণনা করাে। ৩ × ৩ = ৯

(ক)

উত্তর: (1) গ্যাসের গন্ধ নাকে এলে গ্যাসের নবটি তাড়াতাড়ি বন্ধ করতে হবে। 

(2) এরপরেও গ্যাস বেরােলে দরজা-জানলা খুলে দিতে হবে এবং নাকে রুমাল বা কাপড় চাপা দিতে হবে। 

(3) বিপদের গুরুত্ব বিবেচনা করে গ্যাস সরবরাহকারী বা দমকলে খবর দিতে হবে।

(খ) 

উত্তর: (1) জ্বলন্ত স্টোভে কখনােই কেরােসিন তেল ঢালা উচিত নয়। 

(2) জ্বলন্ত স্টোভে কেরােসিন তেল ঢাললে বাড়ির জিনিসপত্রে বা শরীরে আগুন লেগে যেতে পারে। 

(3) বাড়ির বড়রা এমন করলে ছােটদেরই তাদের সঠিকটি বােঝানাের দায়িত্ব নিতে হবে।

(গ)

উত্তর: (1) ঘরে মােমবাতি জ্বললে দরজা জানালাগুলি খােলা রাখা উচিত। 

(2) দরজা-জানালা বন্ধ থাকলে এবং মােমবাতি জ্বললে সমস্ত ঘর কার্বন মনােক্সাইড গ্যাসে ভরে যায়। 

(3) এতে ঘরের মধ্যে থাকা ব্যক্তির মৃত্যুও ঘটতে পারে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “Class 5 Health and Physical Education Model Activity Task Part 8 (Combined) Answer | কম্বাইন্ড মডেল অ্যাক্টিভিটি টাস্ক পঞ্চম শ্রেণী স্বাস্থ্য ও শারীরশিক্ষা”

Leave a Comment

error: Content is protected !!