মডেল অ্যাক্টিভিটি টাস্ক
পঞম শ্রেণি
স্বাস্থ্য ও শারীরশিক্ষা
২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
(ক) মাম্পস রােগের উপসর্গগুলি নিজের ভাষায় লেখাে।
উত্তরঃ মাম্পস রােগের উপসর্গ গুলি হল
(১) অল্প গা গরম, মাথা ধরা, ক্ষুধামান্দ্য, ক্লান্তি ভাব দেখা যায় ।
(২) কানের কাছে ও অপরের চোয়ালের গ্রন্থি ফুলে ওঠে ।
(৩) মুখের দিকে ফুলে উঠতে পারে ।
(৪) কানে ব্যথা হয় ।
(৫) বমি ভাব ও বমিও হতে পারে ।
(৬) বড়দের ক্ষেত্রে অন্য গ্রন্থিও ফুলে ওঠে ।
(৭) সাধারণত একবার মাম্পস হলে পরবর্তী সময়ে আর এই অসুখ হয় না ।
(খ) টীকা লেখাে : প্রতিষেধক টিকা
উত্তরঃ যে জৈব রাসায়নিক যৌগ যা অ্যান্টিবডি তৈরি হওয়ার প্রক্রিয়াকে উত্তেজিত করে দেহে কোন একটি রােগের জন্য প্রতিরােধ ক্ষমতা বা অনাক্রমতা জন্মাতে সাহায্য করে তাকে প্রতিষেধক টিকা বলে।
কোন প্রাণীর দেহে রােগ সৃষ্টিকারী ভাইরাস ব্যাকটেরিয়া ইত্যাদির জীবিত বা মৃত দেহ অংশবিশেষ থেকে প্রস্তুত ঔষধ যা প্রাণীর দেহে ওই ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করে।
Class 5 স্বাস্থ্য ও শারীরশিক্ষা Model Activity Task Part 7 (October 2021)
Class 5 All Subject Model Activity Task Part 7 (October 2021)
Class 5 Bangla (বাংলা) Model Activity Task Part 6 (September)
Class 5 Math (গণিত) Model Activity Task Part 6 (September)
Class 5 ENGLISH (ইংরেজি) Model Activity Task Part 6 (September)
Class 5 Poribesh (আমাদের পরিবেশ) Model Activity Task Part 6 (September)
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।