Dear students, Class 5Amader Poribesh First Unit Test Question 2022 will be discussed here. প্রিয় ছাত্রছাত্রীরা এখানে আমরা পঞ্চম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট গণিত নমুনা প্রশ্নপত্র নিয়ে এসেছি। ২০২২ এর গরমের ছুটির পর তোমাদের অনেকেরই স্কুলে প্রথম ইউনিট টেস্ট নেওয়া হবে। তাই তোমাদের সুবিধার্থে আমরা এখানে Class 5 Mathematics First Unit Test Model Question 2022 পোস্ট করেছি। তোমরা এই প্রশ্নপত্র দেখে অনেকটাই বুঝতে পারবে তোমাদের First Unit Test Question কেমন হতে চলেছে।
First Unit Test Model Question 2022
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২২
গণিত (Mathematics)
Class 5 (পঞ্চম শ্রেণী) পূর্ণমান – ১০
১। নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ১ x ৩ = ৩
(ক) গসাগু কথাটির পূর্ণরূপ কী?
(খ) ০, ৮, ৩, ১ দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখাে।
(গ) মৌলিক জোড় সংখ্যাটি লেখাে।
২। যে-কোনাে দুটি প্রশ্নের উত্তর দাও : ২ x ২ = ৪
(ক) যােগ করাে : ৭০৪৩ + ২৬৪২।
(খ) স্থানীয় মানে বিস্তার করাে: ৬৫৩২১।
(গ) একটি মােটর বাইকের দাম ৩৫২২৫ টাকা। ২টি মােটর বাইকের দাম কত?
৩। যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : ৩
(ক) শ্যামলবাবু তার ৬ মাসের আয় দিয়ে ৭ মাসের খরচ চালান। তার মাসিক খরচ ১২,২৭০ টাকা হলে, মাসিক আয় কত?
(খ) তিনটি ঘণ্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে ১৫, ২০ ও ২৫ সেকেন্ড অন্তর বাজে। কতক্ষণ পর ঘণ্টাগুলি আবার একসঙ্গে বাজবে?
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।