Class 5 Mathematics Model Activity Task Combined / Part 8 October 2021 Answer | কম্বাইন্ড টাস্ক পঞ্চম শ্রেণী গণিত

এখানে আমরা Class 5 Mathematics Model Activity Task Combined / Part 8 এর সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি । Combined Activity Task (কম্বাইন্ড অ্যাক্টিভিটি টাস্ক) হল ২০২১ এর জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত তোমাদের যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছিল সেখান থেকে বাছাই করা কিছু প্রশ্ন ।

২০২১ এর এটাই সর্বশেষ অ্যাক্টিভিটি টাস্ক। এই অ্যাক্টিভিটি টাস্কে ৪০ নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে । এর উপর ভিত্তি করেই সম্ভবত তোমরা পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হবে । সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নিচের প্রশ্নোত্তর গুলি লিখবে ।

মডেল অ্যাক্টিভিটি টাস্ক কম্বাইন্ড / Part 8

গণিত

পঞ্চম শ্রেণী


Class 5 Mathematics Model Activity Task Combined / Part 8 Solution :

নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে : 

১. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQs) : 

১.১. ৬- এর স্থানীয় মান ৬ × ১০০ এই স্থানীয় মানযুক্ত সংখ্যাটি হলাে

(a) ৬০৩০ 

(b) ০৬৩০ 

(c) ০৩৬০ 

(d) ০৩০৬

উত্তর: (b) ০৬৩০

১.২. নীচের সংখ্যা চারটির ক্ষুদ্রতম সংখ্যাটি হলাে

(a) ১৮২৩২৭ 

(b) ১৮৮০৮৪ 

(c) ১৮০৭৭৬

(d) ১৮৬০৩০

উত্তর: (c) ১৮০৭৭৬

১.৩. ১৩৮ × ২৯ = 

(a) ১৩৮ × ২ + ১৩৮ × ৯

(b) ১৮৩ × ২ + ১৮৩ × ৯

(c) ১৩৮ × ৯ + ১৩৮ × ২০

(d) ১৮৩ × ৯ + ১৮৩ × ২০

উত্তর: (c) ১৩৮ × ৯ + ১৩৮ × ২০

১.৪. নীচের যে দুটি সংখ্যার সাধারণ উৎপাদক ৩ সেই সংখ্যা দুটি হলাে

(a) ২১ ও ১০ 

(b) ১৭ ও ২৪ 

(c) ১৮ ও ১৪ 

(d) ১২ ও ১৫

উত্তর: (d) ১২ ও ১৫

১.৫. `\frac২{৩}` -এর একটি সমতুল্য ভগ্নাংশ হলাে

(a) `\frac{২×৩}{৩×২}`

(b) `\frac{২×২}{৩×৩}`

(c) `\frac{২}{৩}×২`

(d) `\frac{২×৫}{৩×৫}`

উত্তর: d) `\frac{২×৫}{৩×৫}`

১.৬. `\frac{১}{৪}`, `\frac{৩}{৩২}` -কে একই হরবিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে পাওয়া যাবে

(a) `\frac৩{১২}`, `\frac৩{৩২}`

(b) `\frac৩{৮}`, `\frac৩{৩২}`

(c) `\frac৮{৩২}`, `\frac৩{৩২}`

(d) `\frac৪{৩২}`, `\frac৩{৩২}`

উত্তর: (c) `\frac৮{৩২}`, `\frac৩{৩২}`

১.৭. `\frac১{৫}` + `\frac২{৫}` =

(a) `\frac৩{১০}`

(b) `\frac{১৩}{১০}`

(c) `\frac{১৩}{৫}`

(d) `\frac৩{৫}`

উত্তর: (d) `\frac৩{৫}`

২. সত্য/মিথ্যা (T/F) লেখাে : 

২.১. দুটি মৌলিক সংখ্যার গ.সা.গু, সংখ্যা দুটির প্রত্যেকটির থেকে বড়াে হবে। 

উত্তর: মিথ্যা

২.২. দশ হাজার এক সংখ্যাটিতে দশকের ঘরের অঙ্কটির স্থানীয় মান ১০। 

উত্তর: মিথ্যা

২.৩. ২২৫ টাকা মূল্যের ২২১টি বই-এর দাম (২২৫ + ২২১) টাকা। 

উত্তর: মিথ্যা

২.৪. সবচেয়ে বড়াে সংখ্যা ১১ দিয়ে ৫৫ ও ২২ বিভাজ্য। 

উত্তর: সত্য

২.৫. ০.৫ < ০.০৫

উত্তর: মিথ্যা

২.৬

সরলরেখা দুটি পরস্পরছেদী সরলরেখা।

উত্তর: সত্য

২.৭. আয়তাকার চিত্রের পরিসীমা = ২ দৈর্ঘ্য + প্রস্থ।

উত্তর: মিথ্যা

৩. স্তম্ভ মেলাও : 

৩. ১ 

২৫০২৫০
২৫২৫০পঁচিশ হাজার পাঁচ শত কুড়ি
২৫৫২০২০০০০০ + ৫০০০০ + ২০০ + ৫০

উত্তর: 

২৫০২৫০২০০০০০ + ৫০০০০ + ২০০ + ৫০
২৫২৫০
২৫৫২০পঁচিশ হাজার পাঁচ শত কুড়ি

৩.২.

সরলরেখাদুটি প্রান্তবিদু আছে
সরলরেখাংশপ্রান্তবিদু নেই
রশ্মিএকটি নির্দিষ্ট ছেদবিন্দুগামী
সমবিন্দু সরলরেখাএকটি প্রান্তবিদু আছে

উত্তর:

সরলরেখাপ্রান্তবিদু নেই
সরলরেখাংশদুটি প্রান্তবিদু আছে
রশ্মিএকটি প্রান্তবিদু আছে
সমবিন্দু সরলরেখাএকটি নির্দিষ্ট ছেদবিন্দুগামী

Read Also:

Class 5 English Combined Activity Task / মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8

Class 5 Bengali (বাংলা) Combined Activity Task / মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8

Class 5 স্বাস্থ্য ও শারীরশিক্ষা Combined Activity Task / মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8

Class 5 আমাদের পরিবেশ Combined Activity Task / মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8

All Class Combined Activity Task / মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8

৪. ফাঁকা স্থান পূরণ করাে: 

৪.১. `\sqrt{\text{১৪৪}} = \square`

উত্তর: 

`\sqrt{\text{১৪৪}} = \sqrt{\text{২×২×২×২×৩×৩}}`

= ২×২×৩

= ১২

৪.২. `\frac{১৮}{১৮}- \frac{১৫}{১৮} = \square` (লঘিষ্ঠ আকারে লেখো)।

উত্তর: 

`\frac{১৮}{১৮}- \frac{১৫}{১৮}`

= `\frac{১৮-১৫}{১৮}`

= `\frac{\overset১{\cancel{৩}}}{\underset৬{\cancel{১৮}}}`

= `\frac{১}{৬}`

৪.৩. `৬\frac{৫}{৩} = \square` (অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো)

উত্তর: 

`৬\frac{৫}{৩} = \frac{৩×৬+৫}{৩}`

= `\frac{১৮+৫}{৩}`

= `\frac{২৩}{৩}`

৪.৪. তােমার কাছে ৪.৫০ টাকা জমা ছিল। আমি ১৫.৫০ টাকা দিলাম। তােমার কাছে মােট কত টাকা হলাে?

উত্তর: 

৫. 

৫.১. তুমি তােমার মায়ের থেকে ২৫ বছরের ছােটো। বর্তমানে তােমার মায়ের বয়স ৩৬ বছর। দুই বছর পর তােমাদের বয়সের সমষ্টি কত হবে? 

উত্তর: বর্তমানে আমার মায়ের বয়স ৩৬ বছর 

আমার বয়স, আমার মায়ের থেকে ২৫ বছরের ছোট

∴ আমার বর্তমান বয়স = (৩৬-২৫) বছর = ১১ বছর

∴ দুই বছর পর আমার বয়স হবে = (১১+২) বছর = ১৩ বছর

এবং আমার মায়ের বয়স হবে = (৩৬+২) বছর = ৩৮ বছর

∴ দুই বছর পর আমাদের বয়সের সমষ্টি হবে = (১৩+৩৮) বছর = ৫১ বছর

৫.২. মৌলিক উৎপাদকের সাহায্যে ল.সা.গু নির্ণয় করাে : ৪৫,৭৫ 

উত্তর: ৪৫ এর মৌলিক উৎপাদকগুলি হল = ১×৩×৩×৫

এবং ৭৫ এর মৌলিক উৎপাদকগুলি হল = ১×৩×৫×৫

∴ নির্ণেয় ল.সা.গু = ১×৩×৫×৩×৫ = ২২৫

৫.৩. একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য ৪০ মিটার। প্রতি বর্গমিটার ৬ টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে?

উত্তর: বর্গাকার মাঠের দৈর্ঘ্য = ৪০ মিটার

∴ বর্গাকার মাঠের ক্ষেত্রফল = (৪০×৪০) বর্গমিটার = ১৬০০ বর্গমিটার

∴ ১ বর্গমিটারে খরচ হয় = ৬ টাকা

১৬০০ বর্গমিটারে খরচ হয় = (৬×১৬০০) টাকা = ৯৬০০ টাকা

৫.৪.

ঘষা অঞ্চলের পরিসীমা নির্ণয় করাে।

উত্তর: 

ঘষা অঞ্চলের দৈর্ঘ্য = ৬ মি. এবং প্রস্থ = ৪ মি.

∴ ঘষা অঞ্চলের পরিসীমা = ২ (দৈর্ঘ্য+প্রস্থ) একক

= ২(৬+৪) মিটার

= ২×১০ মিটার

= ২০ মিটার

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

4 thoughts on “Class 5 Mathematics Model Activity Task Combined / Part 8 October 2021 Answer | কম্বাইন্ড টাস্ক পঞ্চম শ্রেণী গণিত”

Leave a Comment