এখানে আমরা Class 5 Mathematics Model Activity Task Combined / Part 8 এর সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি । Combined Activity Task (কম্বাইন্ড অ্যাক্টিভিটি টাস্ক) হল ২০২১ এর জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত তোমাদের যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছিল সেখান থেকে বাছাই করা কিছু প্রশ্ন ।
২০২১ এর এটাই সর্বশেষ অ্যাক্টিভিটি টাস্ক। এই অ্যাক্টিভিটি টাস্কে ৪০ নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে । এর উপর ভিত্তি করেই সম্ভবত তোমরা পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হবে । সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নিচের প্রশ্নোত্তর গুলি লিখবে ।
মডেল অ্যাক্টিভিটি টাস্ক কম্বাইন্ড / Part 8
গণিত
পঞ্চম শ্রেণী
Class 5 Mathematics Model Activity Task Combined / Part 8 Solution :
নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে :
১. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQs) :
১.১. ৬- এর স্থানীয় মান ৬ × ১০০ এই স্থানীয় মানযুক্ত সংখ্যাটি হলাে
(a) ৬০৩০
(b) ০৬৩০
(c) ০৩৬০
(d) ০৩০৬
উত্তর: (b) ০৬৩০
১.২. নীচের সংখ্যা চারটির ক্ষুদ্রতম সংখ্যাটি হলাে
(a) ১৮২৩২৭
(b) ১৮৮০৮৪
(c) ১৮০৭৭৬
(d) ১৮৬০৩০
উত্তর: (c) ১৮০৭৭৬
১.৩. ১৩৮ × ২৯ =
(a) ১৩৮ × ২ + ১৩৮ × ৯
(b) ১৮৩ × ২ + ১৮৩ × ৯
(c) ১৩৮ × ৯ + ১৩৮ × ২০
(d) ১৮৩ × ৯ + ১৮৩ × ২০
উত্তর: (c) ১৩৮ × ৯ + ১৩৮ × ২০
১.৪. নীচের যে দুটি সংখ্যার সাধারণ উৎপাদক ৩ সেই সংখ্যা দুটি হলাে
(a) ২১ ও ১০
(b) ১৭ ও ২৪
(c) ১৮ ও ১৪
(d) ১২ ও ১৫
উত্তর: (d) ১২ ও ১৫
১.৫. `\frac২{৩}` -এর একটি সমতুল্য ভগ্নাংশ হলাে
(a) `\frac{২×৩}{৩×২}`
(b) `\frac{২×২}{৩×৩}`
(c) `\frac{২}{৩}×২`
(d) `\frac{২×৫}{৩×৫}`
উত্তর: d) `\frac{২×৫}{৩×৫}`
১.৬. `\frac{১}{৪}`, `\frac{৩}{৩২}` -কে একই হরবিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে পাওয়া যাবে
(a) `\frac৩{১২}`, `\frac৩{৩২}`
(b) `\frac৩{৮}`, `\frac৩{৩২}`
(c) `\frac৮{৩২}`, `\frac৩{৩২}`
(d) `\frac৪{৩২}`, `\frac৩{৩২}`
উত্তর: (c) `\frac৮{৩২}`, `\frac৩{৩২}`
১.৭. `\frac১{৫}` + `\frac২{৫}` =
(a) `\frac৩{১০}`
(b) `\frac{১৩}{১০}`
(c) `\frac{১৩}{৫}`
(d) `\frac৩{৫}`
উত্তর: (d) `\frac৩{৫}`
২. সত্য/মিথ্যা (T/F) লেখাে :
২.১. দুটি মৌলিক সংখ্যার গ.সা.গু, সংখ্যা দুটির প্রত্যেকটির থেকে বড়াে হবে।
উত্তর: মিথ্যা
২.২. দশ হাজার এক সংখ্যাটিতে দশকের ঘরের অঙ্কটির স্থানীয় মান ১০।
উত্তর: মিথ্যা
২.৩. ২২৫ টাকা মূল্যের ২২১টি বই-এর দাম (২২৫ + ২২১) টাকা।
উত্তর: মিথ্যা
২.৪. সবচেয়ে বড়াে সংখ্যা ১১ দিয়ে ৫৫ ও ২২ বিভাজ্য।
উত্তর: সত্য
২.৫. ০.৫ < ০.০৫
উত্তর: মিথ্যা
২.৬
সরলরেখা দুটি পরস্পরছেদী সরলরেখা।
উত্তর: সত্য
২.৭. আয়তাকার চিত্রের পরিসীমা = ২ দৈর্ঘ্য + প্রস্থ।
উত্তর: মিথ্যা
৩. স্তম্ভ মেলাও :
৩. ১
ক | খ |
২৫০২৫০ | |
২৫২৫০ | পঁচিশ হাজার পাঁচ শত কুড়ি |
২৫৫২০ | ২০০০০০ + ৫০০০০ + ২০০ + ৫০ |
উত্তর:
ক | খ |
২৫০২৫০ | ২০০০০০ + ৫০০০০ + ২০০ + ৫০ |
২৫২৫০ | |
২৫৫২০ | পঁচিশ হাজার পাঁচ শত কুড়ি |
৩.২.
ক | খ |
সরলরেখা | দুটি প্রান্তবিদু আছে |
সরলরেখাংশ | প্রান্তবিদু নেই |
রশ্মি | একটি নির্দিষ্ট ছেদবিন্দুগামী |
সমবিন্দু সরলরেখা | একটি প্রান্তবিদু আছে |
উত্তর:
ক | খ |
সরলরেখা | প্রান্তবিদু নেই |
সরলরেখাংশ | দুটি প্রান্তবিদু আছে |
রশ্মি | একটি প্রান্তবিদু আছে |
সমবিন্দু সরলরেখা | একটি নির্দিষ্ট ছেদবিন্দুগামী |
Read Also:
Class 5 English Combined Activity Task / মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8
Class 5 Bengali (বাংলা) Combined Activity Task / মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8
Class 5 স্বাস্থ্য ও শারীরশিক্ষা Combined Activity Task / মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8
Class 5 আমাদের পরিবেশ Combined Activity Task / মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8
All Class Combined Activity Task / মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8
৪. ফাঁকা স্থান পূরণ করাে:
৪.১. `\sqrt{\text{১৪৪}} = \square`
উত্তর:
`\sqrt{\text{১৪৪}} = \sqrt{\text{২×২×২×২×৩×৩}}`
= ২×২×৩
= ১২
৪.২. `\frac{১৮}{১৮}- \frac{১৫}{১৮} = \square` (লঘিষ্ঠ আকারে লেখো)।
উত্তর:
`\frac{১৮}{১৮}- \frac{১৫}{১৮}`
= `\frac{১৮-১৫}{১৮}`
= `\frac{\overset১{\cancel{৩}}}{\underset৬{\cancel{১৮}}}`
= `\frac{১}{৬}`
৪.৩. `৬\frac{৫}{৩} = \square` (অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো)
উত্তর:
`৬\frac{৫}{৩} = \frac{৩×৬+৫}{৩}`
= `\frac{১৮+৫}{৩}`
= `\frac{২৩}{৩}`
৪.৪. তােমার কাছে ৪.৫০ টাকা জমা ছিল। আমি ১৫.৫০ টাকা দিলাম। তােমার কাছে মােট কত টাকা হলাে?
উত্তর:
৫.
৫.১. তুমি তােমার মায়ের থেকে ২৫ বছরের ছােটো। বর্তমানে তােমার মায়ের বয়স ৩৬ বছর। দুই বছর পর তােমাদের বয়সের সমষ্টি কত হবে?
উত্তর: বর্তমানে আমার মায়ের বয়স ৩৬ বছর
আমার বয়স, আমার মায়ের থেকে ২৫ বছরের ছোট
∴ আমার বর্তমান বয়স = (৩৬-২৫) বছর = ১১ বছর
∴ দুই বছর পর আমার বয়স হবে = (১১+২) বছর = ১৩ বছর
এবং আমার মায়ের বয়স হবে = (৩৬+২) বছর = ৩৮ বছর
∴ দুই বছর পর আমাদের বয়সের সমষ্টি হবে = (১৩+৩৮) বছর = ৫১ বছর
৫.২. মৌলিক উৎপাদকের সাহায্যে ল.সা.গু নির্ণয় করাে : ৪৫,৭৫
উত্তর: ৪৫ এর মৌলিক উৎপাদকগুলি হল = ১×৩×৩×৫
এবং ৭৫ এর মৌলিক উৎপাদকগুলি হল = ১×৩×৫×৫
∴ নির্ণেয় ল.সা.গু = ১×৩×৫×৩×৫ = ২২৫
৫.৩. একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য ৪০ মিটার। প্রতি বর্গমিটার ৬ টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে?
উত্তর: বর্গাকার মাঠের দৈর্ঘ্য = ৪০ মিটার
∴ বর্গাকার মাঠের ক্ষেত্রফল = (৪০×৪০) বর্গমিটার = ১৬০০ বর্গমিটার
∴ ১ বর্গমিটারে খরচ হয় = ৬ টাকা
১৬০০ বর্গমিটারে খরচ হয় = (৬×১৬০০) টাকা = ৯৬০০ টাকা
৫.৪.
ঘষা অঞ্চলের পরিসীমা নির্ণয় করাে।
উত্তর:
ঘষা অঞ্চলের দৈর্ঘ্য = ৬ মি. এবং প্রস্থ = ৪ মি.
∴ ঘষা অঞ্চলের পরিসীমা = ২ (দৈর্ঘ্য+প্রস্থ) একক
= ২(৬+৪) মিটার
= ২×১০ মিটার
= ২০ মিটার
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
সব উত্তর নেই
ছবি হিসাবে অনেক উত্তর দেওয়া হয়েছে। অন্য কোনো Web Browser থেকে চেষ্টা করো দেখবে Show হবে।
Very good
Khub bhalo