Class 6 Geography Model Activity Task Part 9 Answer January 2022 | ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও ভূগােল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৯

প্রিয় ছাত্রছাত্রীরা, এই আর্টিকেলে আমরা ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও ভূগােল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৯ (Class 6 Geography Model Activity Task Part 9) এর সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। ২০২২ এর জানুয়ারী মাস থেকে তোমাদের আবার নতুন করে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে।

Class 6 Geography Model Activity Task Part 9 Answer January 2022

২০২২ এর এটাই প্রথম অ্যাক্টিভিটি টাস্ক। Class 6 Geography Model Activity Task Part 9 এ মোট ২০ নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে। তোমাদের সুবিধার্থে আমরা এখানে সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নীচের প্রশ্নোত্তর গুলি লিখবে এবং পড়বে।

Model Activity Task January 2022

Geography (পরিবেশ ও ভূগােল)

Class – VI (ষষ্ঠ শ্রেণী)

পূর্ণমান – ২০


Class 6 Geography Model Activity Task Part 9 Solution

১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে :   ১x৩=৩

১.১ সূর্যের আলােয় আলােকিত হয় না – 

(ক) বুধ

(খ) চাঁদ 

(গ) প্রক্সিমা সেনটাউরি

(ঘ) বৃহস্পতি 

উত্তর : (গ) প্রক্সিমা সেনটাউরি

১.২ মহাবিশ্ব সৃষ্টির সময় অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ নিয়ে সৃষ্টি হয়েছিল – 

(ক) ছায়াপথ

(খ) নীহারিকা 

(গ) ধূমকেতু

(ঘ) উল্কা 

উত্তর : (খ) নীহারিকা 

১.৩ সৌর জগতের যে গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে সেটি হলাে – 

(ক) বুধ

(খ) শুক্র 

(গ) মঙ্গল

(ঘ) পৃথিবী 

উত্তর : (খ) শুক্র 

২.১ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করাে :  ১x২=২

২.১.১ একটি বামন গ্রহের উদাহরণ হলাে __________ l 

উত্তর : একটি বামন গ্রহের উদাহরণ হলাে প্লুটো

২.১.২ সৌরজগতের আটটি গ্রহের মধ্যে  __________  গ্রহের অভিকর্ষ বল সবচেয়ে বেশি।

উত্তর :  সৌরজগতের আটটি গ্রহের মধ্যে বৃহস্পতি গ্রহের অভিকর্ষ বল সবচেয়ে বেশি।

২.২ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :  ১x৩=৩

‘ক’ স্তম্ভ‘খ স্তম্ভ
২.২.১. আকাশ গঙ্গা১. সেরেস
২.২.২. নীল গ্রহের চারদিকে ঘােরে২. ছায়াপথ
২.২.৩. বৃহত্তম গ্রহাণু৩. চাঁদ 
‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও

উত্তর : 

‘ক’ স্তম্ভ‘খ স্তম্ভ
২.২.১. আকাশ গঙ্গা২. ছায়াপথ
২.২.২. নীল গ্রহের চারদিকে ঘােরে৩. চাঁদ 
২.২.৩. বৃহত্তম গ্রহাণু১. সেরেস
‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও

৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : ২x২=৪

৩.১ সৌরঝড় হলে পৃথিবীর উপগ্রহ যােগাযােগ ব্যবস্থায় সমস্যা সৃষ্টি হয় কেন?

উত্তর : সৌরঝড়ের সময় প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস, রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে। আয়নিত কণার সংস্পর্শে এসে কৃত্রিম উপগ্রহ ক্ষতিগ্রস্ত হয় এবং যােগাযােগ ব্যবস্থায় সমস্যার সৃষ্টি হয়। তড়িদাহত কণার প্রভাবে সেগুলির আয়ুও কমে যেতে পারে বলে গবেষকদের দাবি। প্রতি ১১ বছর অন্তর এই ঝড় লক্ষ করা যায়।

৩.২ ধূমকেতুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করাে। 

উত্তর : 

১. ধুমকেতু নিয়মিত অর্ধবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে।
২. ধূমকেতুকে দেখতে অনেকটা ঝাটার মত।
৩. ধূমকেতুর দেহ লােহা ,নিকেল প্রভৃতি ধাতু ও পাথর দিয়ে তৈরি।

৪. নীচের প্রশ্নটির উত্তর দাও : ৩x১=৩

গ্রহ ও নক্ষত্রের মধ্যে তিনটি পার্থক্য লেখাে। 

উত্তর :  গ্রহ ও নক্ষত্রের মধ্যে তিনটি পার্থক্য হলো :

গ্রহ নক্ষত্র
১. গ্রহের নিজস্ব আলো নেই l১. নক্ষত্রের নিজস্ব আলো আছে l
২.গ্রহ-নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে l২.নক্ষত্র গ্রহ কে কেন্দ্র করে ঘোরে না l
৩.গ্রহ-নক্ষত্রের তুলনায় বড় হয় না l৩. নক্ষত্র গ্রহ তুলনায় অনেক বড় হতে পারে l

৫. নীচের প্রশ্নটির উত্তর দাও : ৫x১=৫

আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রটির সংক্ষিপ্ত পরিচয় দাও।

উত্তর :  আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রটি হলাে সূর্য l

আকাশগঙ্গার লক্ষ কোটি তারার মধ্যে একটি মাঝারি হলুদ তারা হল সূর্য। ৪৬০ কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয় সূর্য। সদ্য জন্মানাে নক্ষত্রে মহাকর্ষের কারণে পরমাণু পরমাণুতে ধাক্কা লেগে প্রচণ্ড তাপ আর শক্তি তৈরি হয়। এর ফলে জ্বলন্ত আগুনের গােলার মতাে সূর্য থেকে আলাে, উত্তাপ ছড়িয়ে পড়তে থাকে। সূর্যের বাইরের দিকের উষ্ণতা প্রায় ৬০০০ ডিগ্রি সেলসিয়াস। আর ভিতরের দিকের উষ্ণতা প্রায় ১.৫ কোটি ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর চেয়ে সূর্য ১৩ লক্ষ গুণ বড় আর ৩ লক্ষ গুণ ভারী। সূর্যরশ্মির 200 কোটি ভাগের এক ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়।

Read Also:

Class 6 English মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২

Class 6 Bengali (বাংলা) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২

Class 6 Science (পরিবেশ ও বিজ্ঞান) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২

Class 6 History (ইতিহাস) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২

Class 6 Geography (পরিবেশ ও ভূগোল) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২

Class 6 স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২

Class 6 Mathematics (গণিত) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

15 thoughts on “Class 6 Geography Model Activity Task Part 9 Answer January 2022 | ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও ভূগােল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৯”

Leave a Comment