প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে আমরা Class 6 History Model Activity Task January 2022 (ষষ্ঠ শ্রেণি ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২) এর সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। ২০২২ সালে তোমরা যারা নতুন Class 6 (ষষ্ঠ শ্রেণি ) -এ উঠেছো তাদের জন্য এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক।
Class 6 History Model Activity Task January 2022 Answer
২০২২ এর এটাই প্রথম অ্যাক্টিভিটি টাস্ক। Class 6 History Model Activity Task January 2022 এ মোট ২০ নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে। তোমাদের সুবিধার্থে আমরা এখানে সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নীচের প্রশ্নোত্তর গুলি লিখবে এবং পড়বে।
Model Activity Task January 2022
History (ইতিহাস)
Class – VI (ষষ্ঠ শ্রেণি)
পূর্ণমান – ২০
Class 6 History Model Activity Task January 2022 Solution
১. ঠিক – ভুল নির্ণয় করো : ১ × ৩ = ৩
(ক) বিন্ধ্য পর্বতের দক্ষিণভাগকে বলা হতো দাক্ষিণাত্য।
উত্তর: ঠিক
(খ) হর্ষচরিত লিখেছিলেন হর্ষবর্ধন।
উত্তর: ভুল
(গ) জাদুঘরে থাকে পুরোনো দিনের নানা প্রত্নবস্তু।
উত্তর: ঠিক
২. স্তম্ভ মেলাও : ১ × ৩ = ৩
ক – স্তম্ভ | খ – স্তম্ভ |
শকাব্দ | হর্ষবর্ধন |
গুপ্তাব্দ | কণিষ্ক |
হর্ষাব্দ | প্রথম চন্দ্রগুপ্ত |
উত্তর:
ক – স্তম্ভ | খ – স্তম্ভ |
শকাব্দ | কণিষ্ক |
গুপ্তাব্দ | প্রথম চন্দ্রগুপ্ত |
হর্ষাব্দ | হর্ষবর্ধন |
৩. অতি সংক্ষেপে উত্তর দাও (একটি – দুটি বাক্যে) : ২ × ২ = ৪
(ক) কোন অঞ্চলকে আর্যাবর্ত বলা হয় ?
উত্তর: ভারতবর্ষের উত্তর ও দক্ষিণ অংশকে ভাগ করেছে বিন্ধ্য পর্বত । সাধারণভাবে আর্যরা উত্তর অংশে বাস করত বলে ওই অঞ্চলকে আর্যাবর্ত বলা হত ।
(খ) প্রায় ঐতিহাসিক যুগ কাকে বলে ?
উত্তর: যে ঐতিহাসিক যুগের লিপির ব্যবহার শুরু হয়েছে কিন্তু সেই লিপির পাঠোদ্ধার করা সম্ভব হয়নি সেই যুগের ইতিহাসকে প্রায় ঐতিহাসিক যুগ বলে।
৪. নিজের ভাষায় লেখো (তিন – চারটি বাক্য) : ৫ × ২ = ১০
(ক) প্রশক্তি কী ? মুদ্রা কীভাবে ইতিহাস নির্মাণে সাহায্য করে ?
উত্তর: প্রশক্তি মানে গুনোগান করা । অনেক সময় শাসকের গুনোগান দেখে লেখ হিসেবে খোদাই করা হতো সে গুলোকে বলা হয় প্রশক্তি ।
প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য মুদ্রার ভূমিকা গুরুত্বপূর্ণ । মুদ্রায় শাসকের নাম, মূর্তি প্রভৃতি খোদাই করা থাকে । অব্দ ও পাওয়া যায় মুদ্রায় । এর ফলে মুদ্রা থেকে নানারকম তথ্য জানতে পারা যায় । শক-কুষাণদের ইতিহাস তো তাদের মুদ্রা থেকে জানা যায়
(খ) সাহিত্য উপাদানের সমস্যাগুলি কী কী ?
উত্তর: সাহিত্য উপাদানের কিছু সমস্যা আছে সেগুলি হল – বিদেশীরা ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি বুঝতেন না । ফলে অনেক কিছুর মানে বুঝতে তাদের ভুল হয়েছিল । তাছাড়া অনেক লেখার মধ্যে পক্ষপাতিত্ব ছিল । দেশীয় সাহিত্য ও পক্ষপাতিত্বের উদাহরণ আছে তাছাড়া কাব্য – নাটকে সমাজের নীচু তলার মানুষের কথা বিশেষ জানা যায় না অধিকাংশ সাহিত্যের বর্ণনা মনগড়া । তবুও প্রাচীন ভারতীয় উপমহাদেশের ইতিহাস জানার জন্য সাহিত্য উপাদানগুলোর গুরুত্ব রয়েছে ।
Read Also:
Class 6 English মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২
Class 6 Bengali (বাংলা) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২
Class 6 Science (পরিবেশ ও বিজ্ঞান) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২
Class 6 History (ইতিহাস) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২
Class 6 Geography (পরিবেশ ও ভূগোল) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২
Class 6 স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২
Class 6 Mathematics (গণিত) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Thank you