Class 6 Class 6 Math Class 6 Math Koshe Dekhi 1.2 Solution | কষে দেখি 1.2 সমাধান | গসাগু ও লসাগু | Class 6 | Wbbse

Class 6 Math Koshe Dekhi 1.2 Solution | কষে দেখি 1.2 সমাধান | গসাগু ও লসাগু | Class 6 | Wbbse

প্রিয় ছাত্রছাত্রীরা এই আর্টিকেলে আমরা Class 6 Math Koshe Dekhi 1.2 Solution নিয়ে এসেছি। তোমাদের ষষ্ঠ শ্রেণির গণিতপ্রভা পাঠ্যবইতে কষে দেখি 1.2 থেকে কিছু গসাগু ও লসাগু অঙ্ক রয়েছে। সেগুলির খুবই সহজ সমাধান আমরা এখান করে দিলাম। আশা করি সবার ভালো লাগবে।

কষে দেখি 1.2 – Class 6

পূর্বপাঠের পুনরালোচনা – গ.সা.গু ও ল.সা.গু


সমাধান:

(a) শূন্য ছাড়া 5 -এর 6 টি গুণিতক খুঁজি।
উত্তর: শূন্য ছাড়া 5 -এর 6 টি গুণিতক হল – 10, 15, 20, 25, 30, 35

(b) 7 -এর 3 টি গুণিতক খুঁজি যারা 50-এর চেয়ে বড়ো।
7 -এর গুণিতক গুলি হল -> 7, 14, 21, 28, 35, 42, 49, 56, 63, 70 …..
উত্তর: 50-এর চেয়ে বড়ো 7 -এর 3 টি গুণিতক হল – 56, 63, 70

(c) দুটি 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4 -এর গুণিতক ।
4 -এর গুণিতক গুলি হল -> 8, 12, 16, 20, 24, 28 …..
উত্তর: 4 -এর দুটি 2 অঙ্কের গুণিতক সংখ্যা হল – 12, 16

(d) 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন তিনটি সংখ্যা লিখি ।
উত্তর: 4 গুণনীয়ক এমন তিনটি সংখ্যা হল 8, 12, 20

সমাধান:

প্রথমে দেখি কোন দুটি সংখ্যা যোগ করলে 10 পাওয়া যায়:
1 + 9 = 10
2 + 8 = 10
3 + 7 = 10
4 + 6 = 10
5 + 5 = 10

এখন দেখি কোন জোড়াটির লসাগু 12 হয়:
1 এবং 9 এর ল.সা.গু হলো 9। (এটি হবে না)
2 এবং 8 এর ল.সা.গু হলো 8। (এটি হবে না)
3 এবং 7 এর ল.সা.গু হলো 21। (এটি হবে না)
4 এবং 6 এর ল.সা.গু:

24,6
2,3

= 2 × 2 × 3 = 12 (এটি শর্ত পূরণ করেছে।)

∴ নির্ণেয় সংখ্যাগুলি 4 ও 6 যাদের ল.সা.গু 12 এবং যোগফল 10 (উত্তর:)

214
7

∴ 14 -এর মৌলিক উৎপাদকগুলি হল 2, 7 (উত্তর:)

(b) সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা কী?
উত্তর: সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা হল 2

(c) কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়?
উত্তর: গণিতে 1 (এক) হল এমন একটি সংখ্যা যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়।

এর কারণগুলো নিচে সহজভাবে দেওয়া হলো:
মৌলিক সংখ্যা (Prime Number): যে সংখ্যার কেবল দুটি গুণনীয়ক থাকে (1 এবং সেই সংখ্যাটি নিজে), তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন: 2, 3, 5
** কিন্তু 1 -এর গুণনীয়ক শুধু 1 নিজেই।
যৌগিক সংখ্যা (Composite Number): যে সংখ্যার দুইয়ের অধিক গুণনীয়ক থাকে, তাকে যৌগিক সংখ্যা বলে। যেমন: 4, 6, 9
** কিন্তু 1 -এর গুণনীয়ক শুধু একটি (1 নিজেই)।

(a) 7 -এর গুণিতক: 7, 14, 21, 28, 35, 42, 49…
(b) 13 -এর গুণিতক: 13, 26, 39, 52…13
(c) 5 -এর গুণিতক: 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45…
(d) 6 -এর গুণিতক: 6, 12, 18, 24, 30, 36, 42, 48…

∴ 42 হল 7 ও 6 এর গুণিতক। (উত্তর:)

11 -এর গুণিতকগুলি হল 11, 22, 33, 44, 55, 66, 77, 88, 99, 110, 121

∴ 11 হল (c) 121 এর গুণনীয়ক। (উত্তর:)

পরস্পর মৌলিক সংখ্যা (Co-prime numbers) বলতে সেই সংখ্যাজোড়াকে বোঝায় যাদের মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। অর্থাৎ, সংখ্যা দুটির গ.সা.গু. 1 হতে হবে।

প্রশ্নে দেওয়া জোড়াগুলোর নিচে বিশ্লেষণ করা হলো:

(a) 5, 7
5 -এর গুণনীয়ক: 1, 5
7 -এর গুণনীয়ক: 1, 7
সাধারণ গুণনীয়ক: শুধুমাত্র 1
∴ এটি একটি পরস্পর মৌলিক সংখ্যা।

(b) 10, 21
10 -এর গুণনীয়ক: 1, 2, 5, 10
21 -এর গুণনীয়ক: 1, 3, 7, 21
সাধারণ গুণনীয়ক: শুধুমাত্র 1
∴ এটি একটি পরস্পর মৌলিক সংখ্যা।

(c) 10, 15
10-এর গুণনীয়ক: 1, 2, 5, 10
15-এর গুণনীয়ক: 1, 3, 5, 15
সাধারণ গুণনীয়ক: 1 এবং 5
∴ এটি পরস্পর মৌলিক সংখ্যা নয় (যেহেতু 5 সাধারণ গুণনীয়ক)।

(d) 16, 15
16-এর গুণনীয়ক: 1, 2, 4, 8, 16
15-এর গুণনীয়ক: 1, 3, 5, 15
সাধারণ গুণনীয়ক: শুধুমাত্র 1
∴ এটি একটি পরস্পর মৌলিক সংখ্যা।

পরস্পর মৌলিক হওয়ার জন্য সংখ্যা দুটিকে মৌলিক হতে হবে এমন কোনো নিয়ম নেই। দুটি যৌগিক সংখ্যাও পরস্পর মৌলিক হতে পারে যদি তাদের মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকে।

এমন দুটি যৌগিক সংখ্যা হলো 4 এবং 9।

বিশ্লেষণ:
4 একটি যৌগিক সংখ্যা: এর গুণনীয়কগুলো হলো 1, 2, 4
9 একটি যৌগিক সংখ্যা: এর গুণনীয়কগুলো হলো 1, 3, 9

∴ এখানে 4 এবং 9-এর মধ্যে 1 ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক নেই। তাই এরা পরস্পর মৌলিক। (উত্তর:)

উত্তর: পরস্পর মৌলিক সংখ্যার গ.সা.গু. সবসময় 1 হয়।

উদাহরণ: 5 এবং 7 পরস্পর মৌলিক সংখ্যা।

5-এর গুণনীয়ক: 1, 5
7-এর গুণনীয়ক: 1, 7
আমরা জানি যে, গ.সা.গু. বের করার জন্য শুধু সাধারণ গুণনীয়ক গুলির গুণ করতে হয়। এখানে সাধারণ গুণনীয়ক কেবল 1, তাই গ. সা. গু. হবে 1 × 1 = 1

উত্তর: পরস্পর মৌলিক সংখ্যার ল. সা. গু. হলো সংখ্যা দুটির গুণফল।

কারণ: পরস্পর মৌলিক সংখ্যার মধ্যে 1 ছাড়া কোনো সাধারণ গুণনীয়ক থাকে না। তাই ল. সা. গু. বের করতে হলে সব সংখ্যাকে সরাসরি গুণ করলেই হয়।

উদাহরণ: 5 এবং 7 দুটি পরস্পর মৌলিক সংখ্যা। এদের লসাগু হবে:

15,7
5,7

= 1 × 5 × 7 = 35

∴ পরস্পর মৌলিক সংখ্যার ল. সা. গু. = সংখ্যা দুটির গুণফল।

সমাধান:

222
11
244
222
11

22 = 2 × 11
44 = 2 × 2 × 11

∴ নির্ণেয় গ.সা.গু. = 2 × 11 = 22 (উত্তর:)

[যেহেতু, 2 এবং 11 কমন আছে]

সমাধান:

254
327
39
3
272
236
218
39
3

54 = 2 × 3 × 3 × 3
72 = 2 × 2 × 2 × 3 × 3

∴ নির্ণেয় গ.সা.গু. = 2 × 3 × 3 = 18 (উত্তর:)

[যেহেতু, 2, 3, 3 কমন আছে]

সমাধান:

327
39
33
1
264
232
216
28
24
22
1

27 = 3 × 3 × 3 × 1
64 = 2 × 2 × 2 × 2 × 2 × 2 × 1

∴ নির্ণেয় গ.সা.গু. = 1 × 1 = 1 (উত্তর:)

[যেহেতু, 1 ছাড়া কিছুই কমন নেই]

সমাধান:

230,36
315,18
5,6

∴ নির্ণেয় গ.সা.গু. = 2 × 3 = 6 (উত্তর:)

[গ.সা.গু. বের করার সবথেকে সহজ পদ্ধতি হলো উৎপাদকে বিশ্লেষণ করার পর তোমরা শুধু বাম পাশের সাধারণ উৎপাদকগুলো গুণ করলেই উত্তর পেয়ে যাবে]

সমাধান:

728,35,49
4,5,7

∴ নির্ণেয় গ.সা.গু. = 7 (উত্তর:)

[এক্ষেত্রে যেহেতু, 7 এর পর আর কিছু দিয়েই ভাগ করা যাচ্ছে না, তাই বাঁদিকে শুধুই 7 আছে]

সমাধান:

230,72,96
315,36,48
5,12,16

∴ নির্ণেয় গ.সা.গু. = 2 × 3 = 6 (উত্তর:)

[যেহেতু, গ.সা.গু. বের করার সময় শুধু সেই সংখ্যাই নিতে হয় যা দিয়ে সবগুলো সংখ্যাকে ভাগ করা যায়। এখানে, 2 এবং 3 এর পর আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না]

** শুন্য ছাড়া যে কোনো দুটি সংখ্যা বসিয়ে তোমরা একটা অঙ্ক বানাও আর সেটার গ.সা.গু বের করো।

28351
28
7284
28
0

∴ নির্ণেয় গ.সা.গু. = 7 (উত্তর:)

[শেষে, যে সংখ্যা দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকবে না, সেটিই হচ্ছে নির্ণেয় গ.সা.গু.]

54721
54
18543
54
0

∴ নির্ণেয় গ.সা.গু. = 18 (উত্তর:)

[শেষে, যে সংখ্যা দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকবে না, সেটিই হচ্ছে নির্ণেয় গ.সা.গু.]

27632
54
9273
27
0

∴ নির্ণেয় গ.সা.গু. = 9 (উত্তর:)

[শেষে, যে সংখ্যা দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকবে না, সেটিই হচ্ছে নির্ণেয় গ.সা.গু.]

(d) 25, 35, 45

25351
25
10252
20
5102
10
0
5459
45
0

আমরা দেখতে পেলাম, 5 দিয়ে তিনটি সংখ্যাই বিভাজ্য হয়।

∴ নির্ণেয় গ.সা.গু. = 5 (উত্তর:)

48721
48
24482
48
0
24964
96
0

আমরা দেখতে পেলাম, 24 দিয়ে তিনটি সংখ্যাই বিভাজ্য হয়।

∴ নির্ণেয় গ.সা.গু. = 24 (উত্তর:)

Note: লসাগুর সময় আমরা সব উৎপাদকগুলোকে গুণ করি, আর গ.সা.গু.-র সময় শুধু বাম পাশের সাধারণ উৎপাদকগুলো গুণ করি।

525,80
5,16

5 × 5 × 16 = 400

∴ নির্ণেয় ল.সা.গু. = 400 (উত্তর:)

336,39
12,13

3 × 12 × 13 = 468

∴ নির্ণেয় ল.সা.গু. = 468 (উত্তর:)

232,56
216,28
28,14
4,7

2 × 2 × 2 × 4 × 7 = 224

∴ নির্ণেয় ল.সা.গু. = 224 (উত্তর:)

236,48,72
218,24,36
39,12,18
33,4,6
21,4,2
1,2,1

2 × 2 × 3 × 3 × 2 × 1 × 2 × 1 = 144

∴ নির্ণেয় ল.সা.গু. = 144 (উত্তর:)

525,35,45
5,7,9

5 × 5 × 7 × 9 = 1575

∴ নির্ণেয় ল.সা.গু. = 1575 (উত্তর:)

232,40,84
216,20,42
28,10,21
4,5,21

2 × 2 × 2 × 4 × 5 × 21 = 3360

∴ নির্ণেয় ল.সা.গু. = 3360 (উত্তর:)

23472
46
12323
23
0

47, 23 এর গ.সা.গু. = 1

∴ 47, 23 পরস্পর মৌলিক সংখ্যা। (উত্তর:) [আমরা জানি যে, পরস্পর মৌলিক সংখ্যার গ.সা.গু. সবসময় 1 হয়।]

9252
18
791
7
273
6
122
2
0

25, 9 এর গ.সা.গু. = 1

∴ 25, 9 পরস্পর মৌলিক সংখ্যা। (উত্তর:) [আমরা জানি যে, পরস্পর মৌলিক সংখ্যার গ.সা.গু. সবসময় 1 হয়।

23472
46
12323
23
0

47, 23 এর গ.সা.গু. = 1

∴ 47, 23 পরস্পর মৌলিক সংখ্যা। (উত্তর:) [আমরা জানি যে, পরস্পর মৌলিক সংখ্যার গ.সা.গু. সবসময় 1 হয়।

36541
36
18362
36
0

36, 54 এর গ.সা.গু. = 18

∴ 36, 54 পরস্পর মৌলিক সংখ্যা নয়। (উত্তর:) [কারণ, পরস্পর মৌলিক সংখ্যার গ.সা.গু. সবসময় 1 হয়, এখানে 18 হয়েছে।

333,132
1111,44
1,4

∴ নির্ণেয় গ. সা. গু. = 3 × 11 = 33
এবং ল. সা. গু. = 3 × 11 × 1 × 4 = 132 (উত্তর:)

Note: লসাগুর সময় আমরা সব উৎপাদকগুলোকে গুণ করি, আর গ.সা.গু.-র সময় শুধু বাম পাশের সাধারণ উৎপাদকগুলো গুণ করি।

290,144
345,72
315,24
5,8

∴ নির্ণেয় গ. সা. গু. = 2 × 3 × 3 = 18
এবং ল. সা. গু. = 2 × 3 × 3 × 5 × 8 = 720 (উত্তর:)

Note: লসাগুর সময় আমরা সব উৎপাদকগুলোকে গুণ করি, আর গ.সা.গু.-র সময় শুধু বাম পাশের সাধারণ উৎপাদকগুলো গুণ করি।

232,40,72
216,20,36
28,10,18
4,5,9

∴ নির্ণেয় গ. সা. গু. = 2 × 2 × 2 = 8
এবং ল. সা. গু. = 2 × 2 × 2 × 4 × 5 × 9 = 1440 (উত্তর:)

Note: লসাগুর সময় আমরা সব উৎপাদকগুলোকে গুণ করি, আর গ.সা.গু.-র সময় শুধু বাম পাশের সাধারণ উৎপাদকগুলো গুণ করি।

728,49,70
24,7,10
2,7,5

∴ নির্ণেয় গ. সা. গু. = 7 [এখানে 2 ধরা হয়নি কারণ, 2 দিয়ে সবকয়টি সংখ্যাকে ভাগ করা যায়নি অর্থাৎ 2 সাধারণ উৎপাদক নয়।]
এবং ল. সা. গু. = 7 × 2 × 2 × 7 × 5 = 980 (উত্তর:)

Note: লসাগুর সময় আমরা সব উৎপাদকগুলোকে গুণ করি, আর গ.সা.গু.-র সময় শুধু বাম পাশের সাধারণ উৎপাদকগুলো গুণ করি।

সমাধান:

18, 24 ও 42 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোটো সংখ্যাটি হবে সংখ্যাগুলির ল.সা.গু.।

218,24,42
39,12,21
3,4,7

সংখ্যাগুলির ল.সা.গু. = 2 × 3 × 3 × 4 × 7 = 504

∴ সবচেয়ে ছোটো সংখ্যাটি হল 504 যা 18, 24 ও 42 দিয়ে বিভাজ্য। (উত্তর:)

সমাধান:

সবচেয়ে বড়ো সংখ্যাটি যা দিয়ে 45 ও 60-কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না সেটি হল 45 ও 60 এর গ.সা.গু.।

45601
45
15453
45
0

45 ও 60 এর গ.সা.গু. = 15

∴ সবচেয়ে বড়ো সংখ্যাটি হল 15 যা দিয়ে 45 ও 60-কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। (উত্তর:)

সমাধান:

দুটি সংখ্যার গুণফল = সংখ্যা দুটির ল.সা.গু. × গ.সা.গু.

= 252 × 6

= 1512

∴ সংখ্যা দুটির গুণফল হবে 1512 (উত্তর:)

সমাধান:

একটি সংখ্যা × অপর সংখ্যা = ল.সা.গু. × গ.সা.গু.

56 × অপর সংখ্যা = 280 × 8

অপর সংখ্যা =

280×8
56

= 40

∴ একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি হবে 40 (উত্তর:)

সমাধান:

এখানে বলা হয়েছে, দুটি সংখ্যার গ.সা.গু. 1, সংখ্যা দুটি কত হতে পারে দেখি –

আমরা জানি যে, পরস্পর মৌলিক সংখ্যার গ.সা.গু. সবসময় 1 হয়।

তাহলে যদি, 13 ও 17 দুটি পরস্পর মৌলিক সংখ্যা হয়, এদের গ.সা.গু. অবশ্যই 1 হবে।

∴ দুটি সংখ্যার গ.সা.গু. 1 হলে সংখ্যা দুটি হল 13, 17 (উত্তর:)

সমাধান:

48641
48
16483
48
0

∴ 48 টি রসগোল্লা ও 64 টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি 16 জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে। (উত্তর:)

সমাধান:

28,10
4,5

8 ও 10 এর ল.সা.গু. = 2 × 4 × 5 = 40

∴ কমপক্ষে 40 জন থাকলে উভয়প্রকার দল তৈরি করতে পারবে। (উত্তর:)

সমাধান:

220,24,30
210,12,15
35,6,15
55,2,5
1,2,1

20, 24 ও 30 এর ল.সা.গু. = 2 × 2 × 3 × 5 × 1 × 2 × 1 = 120

∴ পঞ্চায়েত থেকে 120টি চারা পাঠিয়েছিল। (উত্তর:)

সমাধান:

714,35
2,5

14 ও 35 এর ল.সা.গু. = 7 × 2 × 5 = 70

∴ 70 ডেসিমি. পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণসংখ্যক বার ঘুরবে। (উত্তর:)

সমাধান:

362
6
0

3 ও 6 -এর গ.সা.গু. 3 (উত্তর:)

12151
12
3124
12
0


এবং 12 ও 15 -এর গ.সা.গু. 3 (উত্তর:)

13,4
3,4

1 × 3 × 4 = 12

3 ও 4 -এর ল.সা.গু. 12 (উত্তর:)

26,12
33,6
1,2

2 × 3 × 1 × 2 = 12

এবং 6 ও 12 -এর ল.সা.গু. 12 (উত্তর:)

আরো পড়ুন

Class 6 Math Koshe Dekhi 1.1 Solution | কষে দেখি 1.1 সরল অঙ্ক সমাধান

Class 6 Math Koshe Dekhi 1.2 Solution | কষে দেখি 1.2 গসাগু ও লসাগু সমাধান

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment