Dear students, Class 6 Mathematics First Unit Test Model Question 2022 will be discussed here. প্রিয় ছাত্রছাত্রীরা এখানে আমরা ষষ্ঠ শ্রেণী প্রথম ইউনিট টেস্ট গণিত নমুনা প্রশ্নপত্র নিয়ে এসেছি। ২০২২ এর গরমের ছুটির পর তোমাদের অনেকেরই স্কুলে প্রথম ইউনিট টেস্ট নেওয়া হবে। তাই তোমাদের সুবিধার্থে আমরা এখানে Class 6 Mathematics First Unit Test Model Question 2022 পোস্ট করেছি। তোমরা এই প্রশ্নপত্র দেখে অনেকটাই বুঝতে পারবে তোমাদের First Unit Test Question কেমন হতে চলেছে।
First Unit Test Model Question 2022
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২২
গণিত (Mathematics) সময় : ৩০ মিনিট
Class 6 (ষষ্ঠ শ্রেণী) পূর্ণমান – ১৫
1. যে-কোনাে চারটি প্রশ্নের উত্তর দাও : 1 x 4 = 4
(i) পরস্পর দুটি মৌলিক সংখ্যার গসাগু কত?
(ii) কথায় লেখাে : 43211234।
(iii) 2.567-এর মধ্যে 5-এর স্থানীয় মান কত?
(iv) 89 সংখ্যাটিকে রােমান সংখ্যায় লেখাে।
(v) কাজের পরিমাণ একই থাকলে, জনসংখ্যা ও দিনসংখ্যার মধ্যে কীরূপ সম্পর্ক হবে?
2. যে-কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও : 1 x 5 = 5
(i) ‘y, 10-এর থেকে বড়াে নয়’ এটিকে চিহ্নের সাহায্যে প্রকাশ করাে।
(ii) কথায় লেখাে : 9x + 2।
(iii) 7 এবং 21-এর দুটি সাধারণ গুণিতক লেখাে।
(iv) সঠিক উত্তরটি লেখাে: 93° কোণটি – (a) সরলকোণ, (b) স্থূলকোণ, (c) প্রবৃদ্ধকোণ।
(v) সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণ তিনটির মান লেখাে।
(vi) XLIX-কে হিন্দু আরবিক সংখ্যায় প্রকাশ করাে।
3. যে-কোনাে দুটি প্রশ্নের উত্তর দাও : 3 x 2 = 6
(i) সরল করাে :
(ii) মিটার লম্বা ফিতের অংশ কেটে নিয়ে তাকে সমান 5 টি ভাগে কাটলে একটি টুকরাের দৈর্ঘ্য কত হবে?
(iii) 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4 টি ট্র্যাক্টর লাগে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে, কটি ট্রাক্টর লাগবে?
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Thanks to help