প্রিয় ছাত্রছাত্রীরা, এই আর্টিকেলে আমরা Class 6 Mathematics Model Activity Task February 2022 Part 2 (ষষ্ঠ শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২) সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি ।
Class 6 Mathematics Model Activity Task February 2022 Part 2 Answer
Class 6 Mathematics February 2022 New Model Activity Task – এ মোট ২০ নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে। তোমাদের সুবিধার্থে আমরা এখানে সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নীচের প্রশ্নোত্তর গুলি লিখবে এবং পড়বে।
Model Activity Task Part 2 February 2022
গণিত – Mathematics
ষষ্ঠ শ্রেণী (Class – VI)
পূর্ণমান – ২০
Class 6 Mathematics Model Activity Task February 2022 Part 2 Answer
নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে :
1. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে : 1×3=3
(i) 7- অঙ্কবিশিষ্ট সার্থক সংখ্যাটি হলাে
(a) 7
(b) 07
(c) 0707020
(d) 7070700
উত্তর: 7- অঙ্কবিশিষ্ট সার্থক সংখ্যাটি হলাে – (d) 7070700
(ii) কুড়ি লক্ষ নব্বই হাজার বারাে সংখ্যাটি হলাে
(a) 290012
(b) 2900012
(c) 209012
(d) 2090012
উত্তর: কুড়ি লক্ষ নব্বই হাজার বারাে সংখ্যাটি হলাে (d) 2090012
(iii) 2234200 সংখ্যাটিতে 3-এর স্থানীয় মান হলাে
(a) 3
(b) 300
(c) 3000
(d) 30000
উত্তর: 2234200 সংখ্যাটিতে 3-এর স্থানীয় মান হলাে (d) 30000
2. স্তম্ভ মেলাও (যে কোনাে তিনটি) : 1×3=3
স্তম্ভ – ক | স্তম্ভ – খ |
(ক) 52020830 | (ক) 84184267 |
(খ) আট কোটি একচল্লিশ লক্ষ তিরাশি হাজার দুশাে সাতষট্টি | (খ) পাঁচ কোটি কুড়ি লক্ষ বাইশ। হাজার তিনশাে পঁয়তাল্লিশ |
(গ) 52022345 | (গ) 84183267 |
(ঘ) আট কোটি একচল্লিশ লক্ষ চুরাশি হাজার দুশাে | (ঘ) পাঁচ কোটি কুড়ি লক্ষ কুড়ি হাজার আটশাে ত্রিশ |
উত্তর:
স্তম্ভ – ক | স্তম্ভ – খ |
(ক) 52020830 | (ঘ) পাঁচ কোটি কুড়ি লক্ষ কুড়ি হাজার আটশাে ত্রিশ |
(খ) আট কোটি একচল্লিশ লক্ষ তিরাশি হাজার দুশাে সাতষট্টি | (গ) 84183267 |
(গ) 52022345 | (খ) পাঁচ কোটি কুড়ি লক্ষ বাইশ হাজার তিনশাে পঁয়তাল্লিশ |
(ঘ) আট কোটি একচল্লিশ লক্ষ চুরাশি হাজার দুশাে সাতষট্টি | (ক) 84184267 |
3.
(i) 7007007 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তৃত করে লেখাে।
উত্তর: স্থানীয় মানে বিস্তৃত করে পাই –
7007007 = 7000000+000000+00000+7000+000+00+7
(ii) 7,3,2,1,9,5,6 এবং 0 দিয়ে 8 অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা দুটি লেখাে।
উত্তর: 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো – 10235679
ও 8 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো – 97653210
(iii) 4503210, 4503201, 4503120 এবং 4502210 সংখ্যাগুলিকে মানের উর্ধ্বক্রমানুসারে সাজাও।
উত্তর: মানের উর্ধ্বক্রমানুসারে সাজিয়ে পাই,
4502210 < 4503120 < 4503201 < 4503210
(iv) 37452129 সংখ্যাটির 2-এর স্থানীয় মান দুটির পার্থক্য লেখাে।
উত্তর: 37452129 সংখ্যাটিতে হাজার এর ঘরে 2 এর স্থানীয় মান হলো 2000 এবং দশকের ঘরে 2 এর স্থানীয় মান 20
∴ 37452129 সংখ্যাটির 2 এর স্থানীয় মান দুটির পার্থক্য হলো = (2000-20) = 1980
4. (i) একটি দেশে 7403485 মেট্রিক টন গম উৎপন্ন হয়। কিন্তু ঐ দেশের লােকেদের খাওয়ানাের জন্য 8010200 মেট্রিক টন গমের প্রয়ােজন। চাহিদা মেটানাের জন্য কত পরিমাণ গম কম পড়বে।
উত্তর: গম প্রয়োজন = 8010200 মেট্রিক টন
গম উৎপন্ন হয় = 7403485 মেট্রিক টন
∴ গম কম পড়বে = (8010200-7403485) = 606715 মেট্রিক টন
(ii ) ভাগ করাে : 30439872 ÷ 516
উত্তর:
Read Also:
Class 6 English মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২
Class 6 Bengali (বাংলা) মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২
Class 6 Science (পরিবেশ ও বিজ্ঞান) মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২
Class 6 History (ইতিহাস) মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২
Class 6 Geography (পরিবেশ ও ভূগোল) মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২
Class 6 স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২
Class 6 Mathematics (গণিত) মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।