মডেল অ্যাক্টিভিটি টাস্ক
ষষ্ঠ শ্রেণি
ইতিহাস
নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :
1. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQs) :
(i) 1/4 অংশ ডিম নষ্ট হলে, ডিম নষ্ট হয়েছে শতকরা
(a) 25%
(b) 25
(c) 100
(d) 400
উত্তর: (a) 25%
(ii) 500 গ্রাম =
(a) 0.05 কি.গ্রা.
(b) 500×1000 কি.গ্রা.
(c) 0.5 কি.গ্রা.
(d) 5 x 100 কি.গ্রা.।
উত্তর: (c) 0.5 কি.গ্রা.
(iii) 0.3,0.16,0.1 সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে পাওয়া যাবে
(a) 0.3, 0.16, 0.1
(b) 0-1,0.16, 0.3
(c) 0.1, 0.3, 0.16
(d) 0.3, 0.1, 0.16
উত্তর: (b) 0-1,0.16, 0.3
(iv) 3, 5 ও 1, 15-এর
(a) গ.সা.গু. সমান কিন্তু ল.সা.গু. অসমান
(b) গ.সা.গু. অসমান কিন্তু ল.সা.গু. সমান
(c) গ.সা.গু. অসমান এবং ল.সা.গু. অসমান
(d) গ.সা.গু. সমান এবং ল.সা.গু. সমান ।
উত্তর: (d) গ.সা.গু. সমান এবং ল.সা.গু. সমান ।
2. বামদিকের সঙ্গে ডানদিক মেলাও:
ক স্তম্ভ | খ স্তম্ভ |
(i)একটি নিরেট চোঙের বক্রতল এবং সমতলের সংখ্যা যথাক্রমে | (a) 1, 1 — (ii) |
(ii) একটি নিরেট শঙ্কুর বক্রতল এবং সমতলের সংখ্যা যথাক্রমে | (b) 1.2 — (i) |
(iii) বর্গাকার ভূমিযুক্ত প্রিজমের ধারসংখ্যা এবং তলসংখ্যা যথাক্রমে | (c) 8,5 — (iv) |
(iv) বর্গাকার ভূমিযুক্ত পিরমিডের ধারসংখ্যা এবং তলসংখ্যা যথাক্রমে | (d) 12,6 — (iii) |
নীচের শব্দগুলি উপরের কোন চিত্রগুলির সঙ্গে যুক্ত মেলাও (যে-কোনো 2টি)
ক | খ |
A. সমরেখ | চিত্র(b) |
B. সমবিন্দু | চিত্র(c) |
C. অসমরেখ | চিত্র(a) |
(ii) A হাতের কাজে 50-এর মধ্যে 20 নম্বর পেয়েছে কিন্তু B. 25-এর মধ্যে 10 নম্বর পেয়েছে। কে বেশি পেয়েছে শতকরার সাহায্যে নির্ণয় করো।
উত্তর: A 50 এর মধ্যে 20 পেয়েছে ।
∴ শতকরা পেয়েছে= (20/50)×100 % = 40%
B 25 এর মধ্যে 10 পেয়েছে ।
∴ শতকরা পেয়েছে= (10/25)×100 % = 40%
∴ A ও B দুজনেই সমান নম্বর পেয়েছে ।
(iii) একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি., ত্রিভুজটির 1টি বাহুর দৈর্ঘ্য দশমিক সংখ্যায় লেখো।
উত্তর: সমবাহু ত্রিভুজের পরিসীমা = 14.4 সেমি
∴ 1 টি বাহুর দৈর্ঘ্য = 14.4/3 = 4.8 সেমি
4. (i) সংখ্যারেখার সাহায্যে বিয়োগফল নির্ণয় করো (+7) – (-5)
(ii) সুজাতার তথ্য থেকে স্তম্ভচিত্র অঙ্কন করাে :
গান গাইতে ভালোবাসে | নাচ করতে ভালোবাসে | আঁকতে ভালোবাসে | |
সুজাতার বন্ধুর সংখ্যা | 4 | 5 | 7 |
Class 6 Mathematics (গণিত) Model Activity Task Part 7 (October 2021)
Class 6 All Subject Model Activity Task Part 7 (October 2021)
Class 6 Bangla (বাংলা) Model Activity Task Part 6 (September)
Class 6 ENGLISH (ইংরেজি) Model Activity Task Part 6 (September)
Class 6 Geography (পরিবেশ ও ভূগোল) Model Activity Task Part 6 (September)
Class 6 History (ইতিহাস) Model Activity Task Part 6 (September)
Class 6 Science (পরিবেশ ও বিজ্ঞান) Model Activity Task Part 6 (September)
Class 6 Health and Physical Education (স্বাস্থ্য ও শারীরশিক্ষা) Model Activity Task Part 6 (September)
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Thanks shair 🙏🙏🙏🙏