Dear students, Class 6 Poribesh O Biggan First Unit Test Model Question 2022 will be discussed here. প্রিয় ছাত্রছাত্রীরা এখানে আমরা ষষ্ট শ্রেণী প্রথম ইউনিট টেস্ট পরিবেশ ও বিজ্ঞান নমুনা প্রশ্নপত্র নিয়ে এসেছি। ২০২২ এর গরমের ছুটির পর তোমাদের অনেকেরই স্কুলে প্রথম ইউনিট টেস্ট নেওয়া হবে। তাই তোমাদের সুবিধার্থে আমরা এখানে Class 6 Poribesh O Biggan First Unit Test Model Question 2022 পোস্ট করেছি। তোমরা এই প্রশ্নপত্র দেখে অনেকটাই বুঝতে পারবে তোমাদের First Unit Test Question কেমন হতে চলেছে।
First Unit Test Model Question 2022
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২২
পরিবেশ ও বিজ্ঞান (Poribesh O Biggan )
Class 6 (ষষ্ট শ্রেণী) পূর্ণমান – ১৫
সময় : ৩০ মিনিট
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে . 1×6=6
(i) কাঠের আসবাব পালিশ করতে কাজে লাগে –
(a) রেশম,
(b) রজন,
(c) পশম,
(d) রবার।
(ii) ল্যাকটোব্যাসিলাস প্রয়ােজন দুধ থেকে তৈরিতে। –
(a) চিজ,
(b) মাখন,
(c) দই,
(d) পনির।
(iii) পৃথিবীর শক্তির মূল উৎস হল –
(a) পেট্রোল,
(b) কয়লা,
(c) জল,
(d) সূর্য।
(iv) খাবার হজম করার পদ্ধতিটি কী ধরনের ঘটনা? –
(a) রাসায়নিক,
(b) যান্ত্রিক,
(c) রাসায়নিক ও যান্ত্রিক,
(d) কোনােটিই নয়।
(v) কোনটি ধাতু? –
(a) দস্তা,
(b) গন্ধক,
(c) অক্সিজেন,
(d) ফুওরিন।
(vi) জল, চিনি ও নুনের দ্রবণে দ্রাবক হল –
(a) নুন,
(b) চিনি,
(c) জল,
(d) বাতাস।
2. নীচের প্রশ্নগুলির এককথায় উত্তর দাও : 1×3=3
(i) দহনে সহায়ক বায়ু-উপাদানের নাম কী?
(ii) হাঙরের যকৃতে কী ভিটামিন সহজে পাওয়া যায়?
(iii) মিনামাটা রােগের কারণ কী?
3. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (যে-কোনাে তিনটি) 2×3=6
(i) মিথােজীবী সম্পর্ক উদাহরণ দিয়ে বােঝাও।
(ii) আমাদের পরিবেশের প্রধান উপাদান কী কী? উদাহরণ দাও।
(iii) পারদের মধ্যে থাকা ধাতব বৈশিষ্ট্যগুলি কী কী?
(iv) দুধ থেকে দই – কী ধরনের পরিবর্তন? উত্তরের সপক্ষে ব্যাখ্যা দাও।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।