Dear students, Class 7 Bengali First Unit Test Model Question 2022 will be discussed here. প্রিয় ছাত্রছাত্রীরা এখানে আমরা সপ্তম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট বাংলা নমুনা প্রশ্নপত্র নিয়ে এসেছি। ২০২২ এর গরমের ছুটির পর তোমাদের অনেকেরই স্কুলে প্রথম ইউনিট টেস্ট নেওয়া হবে। তাই তোমাদের সুবিধার্থে আমরা এখানে Class 7 Bengali First Unit Test Model Question 2022 পোস্ট করেছি। তোমরা এই প্রশ্নপত্র দেখে অনেকটাই বুঝতে পারবে তোমাদের First Unit Test Question কেমন হতে চলেছে।
First Unit Test Model Question 2022
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২২
বাংলা (Bengali)
Class 7 (সপ্তম শ্রেণী) পূর্ণমান – ১৫
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে উত্তর লেখাে :
১.১ গণেশবাবু কলকাতার সায়েন্স কলেজে পড়াতেন –
(ক) মাইক্রোবায়ােলজি, (খ) মাইক্রো ইলেকট্রনিক্স, (গ) মলিকুলার সায়েন্স, (ঘ) ইকনমিক্স।
১.২ “My Native land, Good night!” লিখেছেন — (ক) শেলি, (খ) কিট, (গ) বায়রন, (ঘ) টেনিসন।
১.৩ সােনা হােটেলওলার কাছে মাকুর কী নাম বলেছিল? – (ক) পানুয়া, (খ) বেহারি, (গ) ঘড়িওলা, (ঘ) জাদুকর।
১.৪ প্রদত্ত কোটি অর্ধ-তৎসম শব্দ? (ক) কানাই, (খ) কেষ্ট, (গ) কার্য, (ঘ) কৃয়।
২। অনধিক তিনটি বাক্যে প্রশ্নগুলির উত্তর লেখাে :
২.১ ‘আত্মকথা’ গল্পটি কার জীবনকথা?
২.২ “মধুহীন কোরাে না গাে”– ‘মধু’ শব্দটি কোন দুটি অর্থে প্রযুক্ত হয়েছে?
২.৩ হােটেলওলা আসলে কে?
২.৪ তদ্ভব শব্দ কাকে বলে?
৩। কমবেশি পাঁচটি বাক্যে একটি প্রশ্নের উত্তর লেখাে :
৩.১ “চিনবে তারা ভুবনটাকে”- কারা, কীভাবে ভুবন চিনবে?
৩.২ ‘আমিই প্রথম শুরু করি।’- কে, কীভাবে, কী শুরু করেন?
৪। কমবেশি সাতটি বাক্যে একটি প্রশ্নের উত্তর লেখাে :
৪.১ গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে। গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে কেন তা আলােচনা করাে।
৪.২ “চিরস্থির কবে নীর, হায় রে, জীবন-নদে?”– ‘জীবন-নদ’ কী? কবি জীবনকে নদীর সঙ্গে তুলনা করেছেন কেন?
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।