Dear students, Class 7 First Unit Test Exam Geography Suggestion 2022 will be discussed here. প্রিয় ছাত্রছাত্রীরা এখানে সপ্তম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট ভূগোল পরীক্ষা সাজেশন নিয়ে এসেছি।
First Unit Test Exam Suggestion 2022
Geography (ভূগোল)
Class 7 ( সপ্তম শ্রেনী)
Class 7 First Unit Test Exam Geography Suggestion 2022
পৃথিবীরকেন্দ্রিক মহাবিশ্বের সর্বপ্রথম ধারণা দেন কে?
উওরঃ- টলেমি।
পৃথিবী গতিশীল এই কথাটি সর্বপ্রথম বলেছিলেন কে?
উওরঃ- আর্যভট্ট।
পৃথিবী অপেক্ষা সূর্য প্রায় কতগুণ বড়?
উওরঃ- ১৩ লক্ষ গুণ।
দিগন্তরেখার আকৃতি কেমন ?
উওরঃ-গােলাকার।
পৃথিবীর পরিধি নির্ণয় করেন কে?
উওর:- এরাটোসথেনিস।
বিষুব কথার অর্থ কি?
উওরঃ- দিন রাত্রির দৈর্ঘ্য সমান।
মহাবিষুব ও জলবিষুবের মধ্যে সময়ের ব্যবধান কত ?
উওরঃ- ৬ মাস।
কোন দিন থেকে সূর্যের উত্তরায়ন শুরু হয়?
উওরঃ- 23 ডিসেম্বর।
কোন দিন থেকে সূর্যের দক্ষিণায়ন শুরু হয়?
উওরঃ- 22 জুন।
নরওয়ের কোন বন্দর থেকে নিশীথ সূর্য পরিলক্ষিত হয়?
উওরঃ- হ্যামারফেস্ট।
চাঁদের পৃথিবীর পরিক্রমণের সময়কাল কত?
উওরঃ- 27 দিন ৪ ঘন্টা ।
পৃথিবীর আলােকিত অংশ ও অন্ধকারাচ্ছন্ন অংশের মধ্যবর্তী সীমারেখাকে কি বলে ?
উওরঃ- ছায়াবৃত্ত৷
আয়ন কথার অর্থ কি ?
উওরঃ- গতি বা গমন।
কোন দিনটিকে বসন্তকালীন বিষুব বলা হয় ?
উওরঃ- 21 মার্চ।
কোন ঋতুতে দুপুর 12 টায় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়?
উওরঃ- শীত ঋতুতে ৷
মার্গ কথাটির আক্ষরিক অর্থ কি ?
উওরঃ- পথ।
জলবিষুবের অপর নাম কি ?
উওরঃ- শারদ বিষুব ৷
অধিবর্ষের দিন সংখ্যা কত?
উওরঃ- 366 ৷
কত দিনে এক সৌরবছর হয় ?
উওরঃ- 365 ৷
পৃথিবীর কয় প্রকার গতি আছে?
উওরঃ- পৃথিবীর দুই প্রকার গতি আছে ৷
কোনাে স্থানের দ্রাঘিমার সঙ্গে তার প্রতিপাদ স্থানের দ্রাঘিমার ব্যবধান —
A) 480°
B)90°
C) 180°
D) 360°
উত্তরঃ C) 180°
উত্তর গােলার্ধে অক্ষাংশে নির্ণয় করা হয়—
A) নিরক্ষরেখার মাধ্যমে
B) ধ্রুবতারার মাধ্যমে
C) দ্রাঘিমার মাধ্যমে
D) কোনােটিই নয়
উত্তরঃ B) ধ্রুবতারার মাধ্যমে l
কোনাে স্থান ও তার প্রতিপাদস্থানের স্থানীয় সময়ের পার্থক্য —
A) 12 ঘণ্টা
B) 2 ঘণ্টা
C) 24 ঘণ্টা
D) 14 ঘণ্টা
উত্তরঃ D) 14 ঘণ্টা।
সবচেয়ে বেশি প্রমাণ দ্রাঘিমা আছে —
A) আমেরিকা যুক্তরাষ্ট্র
B) রাশিয়া
C) জার্মানি
D) চিন
উত্তর: B) রাশিয়া l
পৃথিবীতে মােট তাপমণ্ডল আছে —
A) 3 টি
B) 2 টি
C) 4 টি
D) 5 টি
উত্তর: D) 5 টি।
সমুদ্রে নাবিকেরা যে যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করে সেটি হল —
A) থিওডােলাইট
B) ব্যারােমিটার
C) সেক্সট্যান্ট
D) ল্যাটিমিটার
উত্তর: C) সেক্সট্যান্ট।
GMT এর মাধ্যমে জানা যায় —
A) এলাহাবাদ
B) গ্রিনিচ
C) ওয়াশিংটন
D) মেলবাের্ন-এর সময়
উত্তর: B) গ্রিনিচ।
সর্বোচ্চ অক্ষাংশের মান হল —
A) 50°
B) 75°
C) 90°
D) 180°
উত্তর: C) 90°।
মূল মধ্য রেখার মান —
A) 100° পূর্ব
B) 0°
C) 90° উত্তর
D) 120° উত্তর
উত্তর: B) 0° l
সুমেরু বৃত্তের অক্ষাংশের মান হল —
A) 231/2° উ.
B) 661/2° উ.
C) 231/2° দ.
D) 61/2° দ.
উত্তর: B) 661/2° উ.।
অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ —
A) বাড়তে থাকে
B) কমতে থাকে
C) একই থাকে
D) বাঁকতে থাকে
উত্তর: B) কমতে থাকে।
নিরক্ষরেখার মান —
A) 0°
B) 90°
C) 661/2°
D) 231/2°
উত্তর: A) 0° l
A) দিল্লি, B) কলকাতা, C) এলাহাবাদ, D) আমেদাবাদ — এর উপর দিয়ে ভারতের প্রমাণ দ্রাঘিমা ধরা হয়েছে।
উত্তর: C) এলাহাবাদ।
দ্রাঘিমারেখার অপর নাম কী?
উত্তর দেশান্তররেখা।
পৃথিবীর সবচেয়ে বড় সমাক্ষরেখার নাম কী?
উত্তর:নিরক্ষরেখা।
প্রতিটি সমাক্ষরেখার কৌণিক মান কত?
উত্তরঃ 360°।
180° দ্রাঘিমারেখার অপর নাম কী ?
উত্তর : আন্তর্জাতিক তারিখরেখা।
1°অন্তর দুটি অক্ষরেখার মধ্যে রৈখিক ব্যবধান কত?
উত্তর: 111.1 কিমি।
1° দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের ব্যবধান কত হয়?
উত্তরঃ 4 মিনিট।
ভারতের প্রমাণ দ্রাঘিমারেখার মান কত?
উত্তর: 82°30′ পূর্ব।
কলকাতা ও লন্ডনের মধ্যে সময়ের পার্থক্য কত?
উত্তর: 5 ঘণ্টা 30 মিনিট।
কে ক্রোনােমিটার যন্ত্রটি আবিষ্কার করেন?
উত্তর: জন হ্যারিসন।
মেরুবিন্দুর মান কত?
উত্তরঃ 90°।
GPS-এর পুরাে কথাটি লেখাে।
উত্তরঃ Global Positioning System
বায়ুর ওজনকে বলে বায়ুর —
A) উষ্ণতা
B) আর্দ্রতা
C) চাপ
D) আপেক্ষিক আর্দ্রতা
উত্তর: C) চাপ l
পৃথিবীপৃষ্ঠের স্বাভাবিক বায়ুচাপ হল প্রতি বর্গসেমিতে প্রায় —
A) কেজি
B) 2 কেজি
C) 3 কেজি
D) 4 কেজি
উত্তর: A) 1 কেজি।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Hello this is a best website for papers
This is batter for study