Model Activity Task September 2021 Model Activity Task Part 6 Class 7 Geography (পরিবেশ ও ভূগোল) Model Activity Task Part 6 September 2021 | Answer PDF Download

Class 7 Geography (পরিবেশ ও ভূগোল) Model Activity Task Part 6 September 2021 | Answer PDF Download

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

সপ্তম শ্রেণি

পরিবেশ ও ভূগোল


 

১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :-

১.১ ‘পৃথিবীর ছাদ’ – যে মালভূমিকে বলা হয় সেটি হলো—

ক) ছোটোনাগপুর মালভূমি

খ) মালব মালভূমি

গ) পামীর মালভূমি

ঘ) লাদাখ মালভূমি

উত্তর : পামীর মালভূমি

১.২ নদীর উচ্চ প্রবাহে ’।’ আকৃতির উপত্যকা সৃষ্টির অন্যতম প্রধান কারণ হলো—

ক) ভূমির ঢাল কম থাকা

খ) উপনদীর সংখ্যা বেশি থাকা

গ) নদীর নিম্নক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া

ঘ) নদীর পার্শ্বক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া

উত্তর : নদীর নিম্নক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া

১.৩ যে রূপান্তরিত শিলা বিভিন্ন সৌধ নির্মাণে কাজে লাগে তা হলো—

ক) চুনাপাথর

খ) কাদাপাথর

গ) ব্যাসল্ট

ঘ) মার্বেল

উত্তর : মার্বেল

 

২. স্তম্ভ মেলাও:

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.১ কিলিমাঞ্জারো i) আগ্নেয় শিলা  (২.২)
২.২ গ্রানাইট ii) নদীর মধ্যপ্রবাহ (২.৩)
২.৩ মিয়েন্ডার ii) আগ্নেয় পর্বত (২.১)

 

৩. সংক্ষিপ্ত উত্তর দাও:-

 

৩.১ ভূমির ঢাল ও উচ্চতার ভিত্তিতে মালভূমি ও সমভূমির পার্থক্য নিরূপণ করো।

উত্তর :  

উচ্চতা :-

সমভূমি-  সমভূমি সমুদ্র পৃষ্ঠ থেকে 300 মিটারের কম উচ্চতা বিশিষ্ট হয়। 

মালভূমি-  মালভূমিগুলি সমুদ্র পৃষ্ঠ থেকে 300 মিটারের অধিক উচ্চতা বিশিষ্ট হয়।

 

ঢাল:-

সমভূমি-  সমভূমিগুলি মৃদু ঢাল বিশিষ্ট হয়।

মালভূমি-  মালভূমিগুলির উপরি ভাগ সমতল কিন্তু পার্শ্ব দেশ খাড়া ঢাল যুক্ত হয়।

 

৩.২ নীলনদের উপর কী উদ্দেশ্যে আসোয়ান বাঁধ নির্মাণ করা হয়েছিল?

উত্তর :   ১৯৭০ সালে নির্মিত নীলনদের ওপর আসোয়াণ বাঁধ নীল নদের বার্ষিক বন্যা নিয়ন্ত্রণ করে, আসোয়ান বাঁধটি মিশরের উপকার করে এবং প্লাবনভূমিতে যে ক্ষতি হয় তা রোধ করে। আসওয়ান উচ্চ বাঁধ মিশরের বিদ্যুৎ সরবরাহের প্রায় অর্ধেক সরবরাহ করে এবং জলের প্রবাহকে সামঞ্জস্য রেখে নদীর ধারে নৌ চলাচল উন্নত করেছে।

উপরিউক্ত কারণ গুলির জন্য মিশরের নীল নদের ওপর আসোয়ান বাঁধ গড়ে ওঠে।

 

8. ‘মানুষের নানাবিধ ক্রিয়াকলাপ নদীর উপর নেতিবাচক প্রভাব ফেলে’— বক্তব্যটির যথার্থতা বিচার করো।

উত্তর :   

1.শিল্পকারখানা থেকে দূষণ:

পেট্রো-রাসায়নিক শিল্পে, পলিথিন প্লাস্টিক শিল্পে, জ্বালানি শিল্পে খনিজতেল পরিশোধন শিল্পে, বিভিন্নরকম যানবাহন নির্মাণ, ছোটো ও মাঝারি ইলেকট্রিকাল এবং ইঞ্জিনিয়ারিং শিল্পে প্রচুর পরিমাণে দুষিত রাসায়নিক পদার্থ, যেমন অ্যামোনিয়া, ক্লোরিন, ফেনল, সায়ানাইড এবং বিভিন্ন ধাতু, জিঙ্ক, পারদ,সিসা, ক্রোমিয়াম ঘটিত দুষক নালা নর্দমা দিয়ে নদী বা সমুদ্রের জলে মিশেজল দূষিত করছে।

2.গৃহস্থালীথেকে জলদূষণ:

গ্রাম এবং শহর এলাকার বিভিন্ন আবর্জনা ও বর্জ্য পদার্থ যেমন গৃহস্থালীর  দৈনন্দিন রান্না খাবারের টুকরো, দূষিত বস্তু, শৌচাগারের মল-মূত্র, সাবান,ডিটারজেন্ট, ফিনাইল প্রভৃতি নিকাশি নালার মাধ্যমে ভূগর্ভের জলে, নদীতে,জলাশয়ে পড়ে জলকে দূষিত করে তোলে। এছাড়াও বিভিন্ন খাটাল, পশুশালা,বড়ো বাজার, হাসপাতাল, চিকিৎসাকেন্দ্র থেকে উৎপন্ন বর্জ্য জলকে দূষিত করে |

3.কৃষিক্ষেত্রথেকে জলদূষণ: 

চাষের খেতে বিভিন্ন প্রকার রাসায়নিক সার,কীটনাশক, আগাছানাশক ব্যবহার  করা হয়। বৃষ্টির জলে ধুয়ে এই সমস্ত বিষাক্ত রাসায়নিক ভূগর্ভের জলে, জলাশয়ে,নদীতে মিশে জল দূষিত করে। এই সারে থাকা নাইট্রেট এর কারণে ক্যান্সার হতে পারে, শিশুদের মাথায় রক্ত চলাচলে অসুবিধা ঘটায়।

4.তেজস্ক্রিয় পদার্থ থেকে দূষণ :

পারমাণবিক চুল্লি, চিকিৎসাকেন্দ্র বা বৈজ্ঞানিক পরীক্ষাগারে ব্যবহৃত তেজস্ক্রিয়  পদার্থগুলো ব্যবহারের পর সমুদ্রে বা নদীতে ফেলা হয়। পারমাণবিক বিস্ফোরণের পর তেজস্ক্রিয় পদার্থ জলে মিশে জলদূষণ ঘটায়।

5.খনিজ তেল থেকে দূষণ:

দুর্ঘটনাগ্রস্ত তেলবাহী জাহাজ থেকে অথবা সমুদ্রে অবস্থিত তেলের খনির তেল সমুদ্রে মিশে জলদূষণ ঘটায়।

6.বায়ুদূষণের কারণে জলদূষণ:

কলকারখানা এবং যানবাহনের ধোঁয়ার মাধ্যমে বাতাসে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড, কার্বন মনোক্সাইড ইত্যাদি জমা হয়। বৃষ্টির জলের সঙ্গে সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাই বিক্রিয়া করে।বিভিন্ন জলাশয়ের জলকে আম্লিক করে দেয় |

 

 

Class 7 Model Activity Task Part 7 October 

Bangla (বাংলা) | Math (গণিত) | ENGLISH (ইংরেজি) | Geography (পরিবেশ ও ভূগোল) | History (ইতিহাস) | Science (পরিবেশ ও বিজ্ঞান) | স্বাস্থ্য ও শারীরশিক্ষা

Class 7 Model Activity Task Part 6 September

Bangla (বাংলা) | Math (গণিত) | ENGLISH (ইংরেজি) | Geography (পরিবেশ ও ভূগোল) | History (ইতিহাস) | Science (পরিবেশ ও বিজ্ঞান) | স্বাস্থ্য ও শারীরশিক্ষা

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment