প্রিয় ছাত্রছাত্রীরা, এই আর্টিকেলে আমরা Class 7 Geography Model Activity Task Part 2 February 2022 (সপ্তম শ্রেণি পরিবেশ ও ভূগােল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২ ফেব্রুয়ারী) সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি ।
Class 7 Geography Model Activity Task Part 2 February 2022
Class 7 Geography Model Activity Task Part 2 February 2022 এ মোট ২০ নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে। তোমাদের সুবিধার্থে আমরা এখানে সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নীচের প্রশ্নোত্তর গুলি লিখবে এবং পড়বে।
Model Activity Task Part 2, February 2022
পরিবেশ ও ভূগােল (Geography)
সপ্তম শ্রেণি (Class – VII)
পূর্ণমান : ২০
Class 7 Geography Model Activity Task Part 2 February 2022
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে : ১x৩=৩
১.১ নিরক্ষরেখার সাপেক্ষে ভারত অবস্থিত –
(ক) উত্তর গােলার্ধে
(খ) দক্ষিণ গােলার্ধে
(গ) পূর্ব গােলার্ধে
(ঘ) পশ্চিম গােলার্ধে
উত্তর: নিরক্ষরেখার সাপেক্ষে ভারত অবস্থিত – (ক) উত্তর গােলার্ধে
১.২ ভূ-গােলকে একটি অক্ষরেখা একটি দ্রাঘিমারেখাকে যত ডিগ্রি কোণে ছেদ করে তা হলাে –
(ক) ০°
(খ) ৯০°
(গ) ৬০°
(ঘ) ৩০°
উত্তর: ভূ-গােলকে একটি অক্ষরেখা একটি দ্রাঘিমারেখাকে যত ডিগ্রি কোণে ছেদ করে তা হলাে – (খ) ৯০°
১.৩ ভূ-গােলকে অঙ্কিত প্রত্যেকটি দ্রাঘিমারেখা –
(ক) উপবৃত্ত
(খ) পূর্ণবৃত্ত
(গ) অর্ধবৃত্ত
(ঘ) সরলরৈখিক
উত্তর: ভূ-গােলকে অঙ্কিত প্রত্যেকটি দ্রাঘিমারেখা – গ) অর্ধবৃত্ত
২.১ শূন্যস্থান পূরণ করাে : ১x২=২
২.১.১. ১° দ্রাঘিমা ঘুরতে পৃথিবীর সময় লাগে_________ঘণ্টা।
উত্তর: ১° দ্রাঘিমা ঘুরতে পৃথিবীর সময় লাগে 4 মিনিট
২.১.২ দুটি দ্রাঘিমার মধ্যে দূরত্ব_______উপর সবচেয়ে বেশি।
উত্তর: দুটি দ্রাঘিমার মধ্যে দূরত্ব নিরক্ষরেখা উপর সবচেয়ে বেশি
২.২ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও : ১x৩=৩
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
২.২.১. ২৩° ৩০’ উ: | ১. মূলমধ্যরেখা |
২.২.২. ০° | ২. ভারতের প্রমাণ সময় |
২.২.৩. ৮২° ৩০’ পূ: | ৩. কর্কটক্রান্তি রেখা |
উত্তর:
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
২.২.১. ২৩° ৩০’ উ: | ৩. কর্কটক্রান্তি রেখা |
২.২.২. ০° | ১. মূলমধ্যরেখা |
২.২.৩. ৮২° ৩০’ পূ: | ২. ভারতের প্রমাণ সময় |
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : ২x২=৪
৩.১ অক্ষরেখা কাকে বলে?
উত্তর: নিরক্ষরেখার উভয়দিকে নিরক্ষরেখার সমান্তরালভাবে পৃথিবীর পূর্বদিক থেকে পশ্চিমদিকে ১০ পরপর যে ৯০টি পরস্পর সমান্তরাল যে সমস্ত রেখাবৃত্ত কল্পনা করা হয়েছে তাদের প্রত্যেকটিকে অক্ষরেখা বলা হয়।
৩.২ GPS-এর দুটি উপযােগিতা উল্লেখ করাে।
উত্তর: GPS বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। যেমন –
i) অবস্থান নির্ণয-GPS এর সাহায্যে পৃথিবীর যে কোনাে স্থানের অবস্থান খুব নিখুঁতভাবে জানা যায়।
ii) দিক নির্ণয়-GPS এর সাহায্যে জাহাজ, স্টিমার ও নৌকার নাবিকরা সহজে দিক নির্নয় করতে পারে।
iii) ট্রেনের গতিবেগ নির্ণয়-যেকোনাে স্থান থেকে ট্রেনের গতিবিধি সম্পর্কে জানার জন্য GPS ব্যবহার করা হয়। Future Point
iv) মানচিত্র তৈরি-বিভিন্ন দেশের সীমানা চিহ্নিতকরণে ও বিভিন্ন প্রকার মানচিত্র তৈরিতে GPS ব্যবহার করা হয়।
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও : ৩x১=৩
অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে তিনটি পার্থক্য লেখাে।
উত্তর:
অক্ষরেখা | দ্রাঘিমা রেখা |
(১) একই অক্ষাংশ বিশিষ্ট রেখাকে অক্ষরেখা বলে । | (১) একই দ্রাঘিমাংশ বিশিষ্ট রেখাকে দ্রাঘিমারেখা বলে । |
(২) অক্ষরেখাগুলাে পৃথিবীর পূর্ব-পশ্চিমে বিস্তৃত। | (২) দ্রাঘিমারেখাগুলাে পৃথিবীর উত্তর-দক্ষিণে বিস্তৃত। |
(৩) অক্ষরেখাগুলাে নিরক্ষরেখা এবং নিজেদের মধ্যে সর্বদা সমান্তরালভাবে অবস্থিত থাকে। | (৩) দ্রাঘিমারেখাগুলাে পরস্পরের মধ্যে মধ্যে সর্বদা সমান্তরালভাবে বিন্যস্ত থাকে না, কারণ প্রতিটি দ্রাঘিমারেখা উত্তর ও দক্ষিণ মেরুতে পরস্পরের সঙ্গে মিলিত হয়েছে। |
৪) সমাক্ষরেখাগুলাে পূর্ণবৃত্ত। | (৪) দ্রাঘিমারেখাগুলাে অর্ধবৃত্ত। |
(৫) উওর বা দক্ষিণ গােলার্ধের প্রত্যেকটি অক্ষরেখার দৈর্ঘ্যে পার্থক্য লক্ষ করা যায়। নিরক্ষরেখা হল দীর্ঘতম অক্ষরেখা, এই রেখা থেকে উত্তরে বা দক্ষিণে মেরুদ্বয়ের দিকে অক্ষরেখাগুলাের দৈর্ঘ্য কিন্তু ক্রমশ কমতে থাকে । | (৫) প্রতিটি দ্রাঘিমারেখার দৈর্ঘ্য সমান। |
(৬) একই অক্ষরেখায় অবস্থিত স্থানগুলাে পরস্পরের পূর্ব বা পশ্চিম দিকে বিস্তৃত । | (৬) একই দ্রাঘিমারেখায় অবস্থিত স্থানগুলাে পরস্পরের উত্তরে বা দক্ষিণে অবস্থিত থাকে। |
৫. নীচের প্রশ্নটির উত্তর দাও : ৫x১=৫
চিত্রসহ কোনাে স্থানের দ্রাঘিমা নির্ণয়ের পদ্ধতিটি লেখাে।
উত্তর: দ্রাঘিমা নির্ণয় : মূলমধ্যরেখা (০° ) থেকে পূর্বদিকে ১৮০° পর্যন্ত বিস্তৃত। দ্রাঘিমাকে পূর্ব দ্রাঘিমা বলে। আর, মূলমধ্যরেখা থেকে পশ্চিম দিকে ১৮০° পর্যন্ত বিস্তৃত দ্রাঘিমাকে পশ্চিম দ্রাঘিমা বলে। পৃথিবী গােলাকার হওয়ায় ১৮০° পূর্ব ও ১৮০° পশ্চিম দ্রাঘিমা রেখা হল একই রেখা।
Read Also:
Class 7 English মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২
Class 7 Bengali (বাংলা) মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২
Class 7 Science (পরিবেশ ও বিজ্ঞান) মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২
Class 7 History (ইতিহাস) মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২
Class 7 Geography (পরিবেশ ও ভূগোল) মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২
Class 7 স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২
Class 7 Mathematics (গণিত) মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Good