প্রিয় ছাত্রছাত্রীরা, এই আর্টিকেলে আমরা Class 7 Geography Model Activity Task Part 9 (সপ্তম শ্রেণি পরিবেশ ও ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৯) এর সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি । ২০২২ এর জানুয়ারী মাস থেকে তোমাদের আবার নতুন করে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে।
Class 7 Geography Model Activity Task Part 9 Answer January 2022
২০২২ এর এটাই প্রথম অ্যাক্টিভিটি টাস্ক। Class 7 Geography Model Activity Task Part 9 এ মোট ২০ নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে। তোমাদের সুবিধার্থে আমরা এখানে সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নীচের প্রশ্নোত্তর গুলি লিখবে এবং পড়বে।
Model Activity Task January 2022
Geography (পরিবেশ ও ভূগোল)
সপ্তম শ্রেণী (Class – VII)
পূর্ণমান – ২০
Class 7 Geography Model Activity Task Part 9 Solution
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে : ১ x ৩ = ৩
১.১ অধিবর্ষের বছরটি হলাে –
(ক) ১৯৯৬
(খ) ১৯৯৪
(গ) ১৯৯৮
(ঘ) ১৯৯০
উত্তর: (ক) ১৯৯৬
১.২ তােমার ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছােটো হবে –
(ক) সকাল ৭ টায়
(খ) সকাল ১০ টায়
(গ) দুপুর ১২ টায়
(ঘ) বিকেল ৪ টে
উত্তর: (গ) দুপুর ১২ টায়
১.৩ যে তারিখে মহাবিষুব হয় সেটি হলাে –
(ক) ১৭ মার্চ
(খ) ২১ মার্চ
(গ) ২৫ মার্চ
(ঘ) ২৯ মার্চ
উত্তর: (খ) ২১ মার্চ
২.১ বাক্যটি সত্য হলে ‘ঠিক’ এবং অসত্য হলে ‘ভুল’ লেখাে : ১ x ২ = ২
২.১.১ ২২ শে ডিসেম্বর পৃথিবীর সর্বত্র দিন-রাত্রি সমান হয়।
উত্তর: ভুল
২.১.২ আমাদের দেশে যখন শরৎকাল, দক্ষিণ গােলার্ধে তখন বসন্তকাল।
উত্তর: ঠিক
২.২ একটি বা দুটি শব্দে উত্তর দাও : ১ x ৩ = ৩
২.১.১ যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে তার নাম লেখাে।
উত্তর: যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে তার নাম পৃথিবীর অক্ষ।
২.২.২ ‘বিষুব’ কথাটির অর্থ কী?
উত্তর: ‘বিষুব’ কথাটির অর্থ সমান দিন ও রাত্রি।
২.২.৩ কোন মাসে পৃথিবী সূর্যের সবথেকে কাছে অবস্থান করে?
উত্তর: জানুয়ারি মাসে পৃথিবী সূর্যের সবথেকে কাছে অবস্থান করে।
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় সমান হয় না কেন? ২ x ২ = ৪
উত্তর: উপবৃত্তাকার কক্ষপথের একটা ফোকাসে সূর্য অবস্থান করে। এইকারণে পৃথিবীর সূর্য প্রদক্ষিণের সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় সমান থাকে না। একসময়ে পৃথিবী সূর্যের বেশি কাছে আসে আবার একসময় দূরে চলে যায়।
৩.২ পৃথিবীর পরিক্রমণ গতির আরেক নাম বার্ষিক গতি কেন?
উত্তর: পৃথিবী সূর্যকে প্রায় ৩৬৫ দিনে একবার প্রদক্ষিণ করে। এই সময়টাকে ‘সৌর বছর’ ধরা হয়। পরিক্রমণ গতির সময়কে ধরে বছর গণনা করা হয় বলেই একে ‘বার্ষিক গতি’ও বলা হয়।
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও : ৩ x ১ = ৩
অপসূর ও অনুসূরের মধ্যে পার্থক্য লেখাে।
উত্তর:
অপসূর | অনুসূর |
(i) ৪ জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়। একে পৃথিবীর অপসূর অবস্থান বলা হয়। | (i) ৩ জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়। একে পৃথিবীর অনুসূর অবস্থান বলা হয়। |
(ii) অপসূর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় ১৫ কোটি ২০ লক্ষ কিমি। | (ii) অনুসূর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় ১৪ কোটি ৭০ লক্ষ কিমি। |
৫. নীচের প্রশ্নটির উত্তর দাও : ৫ x ১ = ৫
চিত্রসহ সংক্ষেপে ঋতু পরিবর্তনের বর্ণনা দাও।
উত্তর: যখন উত্তর গােলার্ধ সূর্যের দিকে ঝুঁকে থাকে, তখন উত্তর গােলার্ধে ক্রমশ দিন গুলাে বড়াে আর রাত ছােট হতে থাকে। অর্থাৎ দিনের আলাে অনেকক্ষন পাওয়া যায়। সারাদিন ধরে সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয়। অথচ রাত ছােটো হওয়ায় তেমন ঠান্ডা হওয়ার সময় পায়না। দিনের পর দিন এমন হলে গরম বাড়তে থাকে। এই সময়ে উত্তর গােলার্ধে সূর্য রশ্মি পড়ে অনেক লম্বা ভাবে। তাই সূর্যের তাপও প্রবল হয়। এই সময় উত্তর গােলার্ধে গ্রীষ্মকাল আর দক্ষিণ গােলার্ধে শীতকাল। আবার যখন দক্ষিণ গােলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে, উত্তর গােলার্ধে তখন ক্রমশ দিন ছােট আর রাত বড় হতে থাকে। দিনের আলাে বেশিক্ষণ থাকে না বলে পৃথিবী বেশিক্ষণ ধরে উত্তপ্ত হয় না। রাতে ঠান্ডা হওয়ার সময় বেশি পায়। এই সময় উত্তর গােলার্ধে সূর্য রশ্মি বাকা পড়ে, তাই কম উত্তপ্ত হয়। এই সময় উত্তর গোলার্ধে শীতকাল আর দক্ষিণ গােলার্ধে গ্রীষ্মকাল।

Read Also:
Class 7 English মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২
Class 7 Bengali (বাংলা) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২
Class 7 Science (পরিবেশ ও বিজ্ঞান) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২
Class 7 History (ইতিহাস) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২
Class 7 Geography (পরিবেশ ও ভূগোল) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২
Class 7 স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২
Class 7 Mathematics (গণিত) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
This is so cool🥇
This is so helpful
This is so helpful for students
This is very helpful to the students .plz give the part 2 when that is come.Plz plz plz plz 🙏 🙏🙏🙏.ok bye bye .
Sure.
Thank you 🤗
Tanks for you
Thanks shikkhok Der Onek Sahajo Hoyech
Thank you so much
Thank you so much
Thank you
Thank you so much
😊😊😊😊
Thank you