এখানে আমরা Class 7 History Model Activity Task Part 9 এর সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের 2022 এর জানুয়ারী মাস থেকে আবার নতুন করে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে।
২০২২ এর এটাই প্রথম অ্যাক্টিভিটি টাস্ক। Class 7 History Model Activity Task Part 9 এ ২০ নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে। তোমাদের সুবিধার্থে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৯ এর সমস্ত বিষয়ের প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নিচের প্রশ্নোত্তর গুলি লিখবে এবং পড়বে।
Part 9 মডেল অ্যাক্টিভিটি টাস্ক
ইতিহাস (পূর্ণমান – ২০)
সপ্তম শ্রেণী
Class 7 History Model Activity Task Part 9 Solution :
১. শূন্যস্থান পূরণ করাে : ১ x ৩ = ৩
(ক) ‘ইন্ডিয়া’ নামটি প্রথম ব্যবহার করেছিলেন ___________ ।
উত্তর: ‘ইন্ডিয়া’ নামটি প্রথম ব্যবহার করেছিলেন গ্রীক ঐতিহাসিক হেরোডোটাস।
(খ) তাজমহল বানিয়েছেন সম্রাট ___________ ।
উত্তর: তাজমহল বানিয়েছেন সম্রাট শাহজাহান।
(গ) বর্ধমান পশ্চিমবঙ্গ রাজ্যের একটি ___________ মাত্র।
উত্তর: বর্ধমান পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা মাত্র।
২. ঠিক বা ভুল নির্ণয় করাে : ১ x ৩ = ৩
(ক) “হিন্দুস্থান’ শব্দ দ্বারা সমগ্র ভারতকে বােঝানাে হতাে।
উত্তর: ঠিক
(খ) পাের্তুগিজদের হাত ধরে ভারতে আলু খাওয়ার চল শুরু হয়।
উত্তর: ঠিক
(গ) সাসানীয়দের শাসন ছিল ইরানে।
উত্তর: ঠিক
৩. অতি সংক্ষেপে উত্তর দাও (একটি-দুটি বাক্য) : ২ x ২ = ৪
(ক) ইতিহাসের সময়কে কয়টি যুগে ভাগ করা হয়? কী কী?
উত্তর: ইতিহাসের সময়কে সাধারণ ভাবে তিনটি যুগে ভাগ করা হয়।
যথা- প্রাচীন, মধ্য ও আধুনিক যুগ।
(খ) কোন সময়কালকে আদি-মধ্যযুগ বলা হয়?
উত্তর: রাতারাতি ইতিহাসের যুগ বদলে যায় না। ধরাে দুপুর বেলার কথা সেটা না সকাল না বিকেল। তেমনই ভারতের ইতিহাসে একটা বড়াে সময় ছিলাে, যখন প্রাচীন যুগ ধীরে ধীরে শেষ হয়ে আসছে আর মধ্যযুগ ও পুরােপুরি শুরু হয়নি। ঐতিহাসিকরা সেই সময়টিকে বলে আদি মধ্যযুগ।
৪. নিজের ভাষায় লেখাে (তিন-চারটি বাক্য) : ৫ x ২ = ১০
(ক) ইতিহাসের উপাদান কী? উপাদানের বিভিন্ন ভাগগুলির উল্লেখ করাে।
উত্তর: ইতিহাসের সব উপাদান একরকম নয়। একটি পুরােনাে মূর্তি, পুরােনাে মুদ্রা বা পুরােনাে বই এক জিনিস নয়। তাই ইতিহাসের উপাদানগুলিকেও নানা ভাগে ভাগ করা হয়। যেমন লেখ, মুদ্রা, স্থাপত্য-ভাস্কর্য ও লিখিত উপাদান। পাথর বা ধাতুর পাতে লেখা থেকে পুরনাে দিনের অনেক কথা জানা যায়। সেগুলি কে বলে লেখ। তামার পাতের লেখা হলে তা হয় তাম্ৰলেখ। আবার পাথরের উপর লেখা হলে তা হয় শিলালেখ। আর কাগজে লেখা গুলিকে বলা হয় লিখিত উপাদান।
(খ) মধ্যযুগের ভারত কেমন ছিলাে?
উত্তর: আগে অনেকে বলতেন, সেসময়ে অন্ধকারে ডুবে গিয়েছিল মানুষের জীবন। কোনাে কিছুতেই নাকি কোনাে উন্নতি হয়নি। তবে আজকাল আর সে কথা মানা হয় না। টুকরাে টুকরাে উপাদান জুড়ে ঐতিহাসিকরা সেসময়ের ইতিহাস লিখেছেন। তাতে দেখা যায়, তখন জীবনের নানান দিকে অনেক কিছুরই উন্নতি করেছিল ভারতের মানুষ।
এক দিকে ছিল নানান নতুন যন্ত্র ও কৌশলের ব্যবহার। কুয়াে থেকে জল তােলা, তাঁত বােনা বা যুদ্ধের অস্ত্র- বিজ্ঞানের ছোঁয়ায় বদলে গিয়েছিল অনেক কিছুই। অনেক নতুন খাবার ও পানীয়ের কথা এই সময় জানতে পারে ভারতের লােক। এর সবচেয়ে মজার উদাহরণ হলাে রান্নায় আলুর ব্যবহার। পাের্তুগিজদের হাত ধরে এদেশে আলু খাওয়ার চল শুরু হয়।
দেশ শাসনে আর রাজনীতিতেও নতুন অনেক দিক দেখা গিয়েছিল। শুধু রাজ্য বিস্তার নয়, জনগণের ভালাে-মন্দের কথাও শাসকদের ভাবতে হয়েছিল। অর্থনীতিতে একদিকে ছিল কৃষি, অন্যদিকে ব্যাবসা-বাণিজ্য। তৈরি হয়েছিল নতুন নতুন শহর। বন কেটে চাষবাস করার অনেক উদাহরণ পাওয়া যায়। কিন্তু শিল্প হােক বা সাহিত্য- সবেতেই সাধারণ গরিব মানুষের কথা খুব বেশি ছিল না। সেসবের বেশির ভাগই ছিল শাসকের গুণগানে ভরা।
Read Also:
Class 7 English মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২
Class 7 Bengali (বাংলা) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২
Class 7 Science (পরিবেশ ও বিজ্ঞান) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২
Class 7 History (ইতিহাস) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২
Class 7 Geography (পরিবেশ ও ভূগোল) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২
Class 7 স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২
Class 7 Mathematics (গণিত) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
সপ্তম শ্রেণির ভূগোলের উত্তরের জায়গায় ইতিহাসের উত্তর আপলোড করা হয়েছে।
Thank you so much for notify me. Now we corrected this please check
geography post is wrong post
Thank you so much for notify me. Now we corrected this please check
this answer are correct pls reply
Yes
Thank you so much for notify me. Now we corrected this please check
Correct answer thank you
Thank you sir
ধন্যবাদ আপনাকে আমাদের কে সাহায্য করার জন্য । ভালো থাকবেন ✋
ধন্যবাদ আমাদের সাহয্য করার জন্য। ভালো থাকবেন🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thanks sar
Thank you sir
welcome
Thank you
Thank you sir