প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে আমরা Class 7 Mathematics Activity Task January 2022 (সপ্তম শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২) এর সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। ২০২২ সালে তোমরা যারা নতুন Class 7 (সপ্তম শ্রেণী) -এ উঠেছো তাদের জন্য এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক।
Class 7 Mathematics Model Activity Task January 2022 Answer
২০২২ এর এটাই প্রথম অ্যাক্টিভিটি টাস্ক। Class 7 Mathematics Model Activity Task January 2022 এ মোট ২০ নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে। তোমাদের সুবিধার্থে আমরা এখানে সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নীচের প্রশ্নোত্তর গুলি লিখবে এবং পড়বে।
Model Activity Task January 2022
Mathematics (গণিত)
Class – VII (সপ্তম শ্রেণী)
পূর্ণমান – ২০
Class 7 Mathematics Model Activity Task January 2022 Solution
নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে – 1×3=3
1.ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে :
(ক) `\frac{1}{2}` ভগ্নাংশটির মধ্যে `\frac{1}{6}` আছে—
(a) 2 বার
(b) 3 বার
(e) `\frac{1}{3}` বার
(d) `\frac{1}{12}` বার
উত্তর : `\frac{1}{2}` ভগ্নাংশটির মধ্যে `\frac{1}{6}` আছে— (b) 3 বার
ব্যাখ্যা: `\frac1{2} ÷ \frac1{6} = \frac1{\cancel{2}}×\frac{\overset3{\cancel{6}}}{1}` = 3 → (b)
(খ) গণেশবাবু দুদিনে একটি কাজের `\frac{1}{14}` অংশ ও `\frac{5}{14}` অংশ শেষ করেছেন। তিনি দুদিনে মােট করেছেন —
(a) `\frac{2}{14}` অংশ
(b) `\frac{15}{14}` অংশ
(c) 1 অংশ
(d) `\frac{8}{14}` অংশ
উত্তর : গণেশবাবু দুদিনে একটি কাজের `\frac{1}{14}` অংশ ও `\frac{5}{14}` অংশ শেষ করেছেন। তিনি দুদিনে মােট করেছেন – সঠিক উত্তর দেওয়া নেই।
ব্যাখ্যা: গনেশবাবু দুদিনে মোট কাজ করেছেন = `(\frac1{14}+\frac5{14})` অংশ
= `\frac{1+5}{14} = \frac6{14}` অংশ।
(গ) (+4) -(-3) -এর মান হলাে,
(a) 1
(b) -1
(c) 7
(d) -7
উত্তর : (+4) -(-3) -এর মান হলাে – (c) 7
ব্যাখ্যা: (+4)-(-3)
= +4 +3
= 7→ (c)
2. সত্য/মিথ্যা লেখাে : 1×3=3
(ক) পূর্ণসংখ্যার যােগ সংযােগ নিয়ম মেনে চলে।
উত্তর : প্রদত্ত বিবৃতিটি সত্য l
উত্তর : প্রদত্ত বিবৃতিটি মিথ্যা l
ব্যাখ্যা: আয়তক্ষেত্রাকার চিত্রের দৈর্ঘ্য = 20 সেমি.
” ” প্রস্থ = 10 সেমি.
∴ আয়তক্ষেত্রাকার চিত্রের পরিসীমা = 2×(20+10) সেমি.
= 2 × 30 সেমি.
= 60 সেমি.
(গ) রম্বসের কর্ণদুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
উত্তর : সত্য l
ব্যাখ্যা:
3. সংক্ষিপ্ত উত্তর দাও : 2×3=6
(ক) 1.25 টাকা, 5 টাকার শতকরা কত নির্ণয় করাে।
উত্তর :
ধরি, 1.25 টাকা, 5 টাকার x %
∴ 5 টাকার x % = 1.25 টাকা
বা, `5\times \frac{x}{100}`=1.25
বা, `x= \frac{1.25\times100}{5}`
= `\frac{\overset{25}{\cancel{125}}}{5}`
=25
∴ 1.25 টাকা হল 5 টাকার 25% l
(খ) একটি চাকা 22 বার ঘুরে 33 মিটার পথ যায়। তবে 42 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে।
উত্তর :
গণিতের ভাষায় সমস্যাটি হল —
রাস্তার দৈর্ঘ্য (মিটার) | চাকার পাক খাওয়ার সংখ্যা |
33 | 22 |
42 | ? (x ধরি) |
এখানে রাস্তার দৈর্ঘ্য ও চাকার পাক খাওয়ার মধ্যে সম্পর্কটি হলো সরল সমানুপাত সম্পর্ক
∴ 33 : 42 : : 22 : x
বা, `x = \frac{\overset{14}{\cancel{42}}\times\overset{2}{\cancel{22}}}{\underset{\cancel{3}}{\cancel{33}}}`
বা, x = 14×2
= 28
∴ 42 মিটার পথ যেতে চাকাটি 28 বার ঘুরবে l
(গ) একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যােগ করলে 35 হয়, সংখ্যাটি কত হবে নির্ণয় করাে।
উত্তর :
ধরি সংখ্যাটি = x
`x\times \frac{1}{3}`+20=35
বা, `x \times \frac{1}{3}`=35-20=15
বা, `x = \frac{15\times3}{1}` = 45
∴ নির্ণেয় সংখ্যাটি হল = 45 l
4. (ক) চার অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য ? 4×2=8
উত্তর :
∴ 12,18 ও 30 -এর লসাগু = 2×2×3×3×5 = 180
∴ 12,18 ও 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা = 180
∴ 12,18 ও 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা = 180×5 = 900
12,18 ও 30 দ্বারা বিভাজ্য 900 এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাগুলি হলো –
900×2×2 = 3600
900×3×3 = 8100 (চার অঙ্কের সংখ্যা)
900×4×4 = 14400
∴ 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি হলো 8100
(খ) চাঁদার সাহায্যে 72° কোণ আঁকো। পেনসিল কম্পাসের সাহায্যে কোণটিকে সমদ্বিখণ্ডিত করাে। চাঁদা দিয়ে মেপে কোণদুটির মান লেখাে।
উত্তর :
প্রথমে `\angle`PQR = 72° অঙ্কন করলাম চাঁদার সাহায্যে l
`\angle`PQR -কে সমদ্বিখণ্ডিত করা হলো চাঁদার সাহায্যে পরিমাপ করে দেখলাম `\angle`PQS = 36° এবং `\angle`SQR = 36° l
Read Also:
Class 7 English মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২
Class 7 Bengali (বাংলা) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২
Class 7 Science (পরিবেশ ও বিজ্ঞান) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২
Class 7 History (ইতিহাস) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২
Class 7 Geography (পরিবেশ ও ভূগোল) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২
Class 7 স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২
Class 7 Mathematics (গণিত) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Thank you
Thanxx
thanks for emergancy
Name-AVIJIT SARKAR