Class 7 Mathematics First Unit Test Question 2022 | সপ্তম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট গণিত নমুনা প্রশ্নপত্র

Dear students, Class 7 Mathematics First Unit Test Model Question 2022 will be discussed here. প্রিয় ছাত্রছাত্রীরা এখানে আমরা সপ্তম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট গণিত নমুনা প্রশ্নপত্র নিয়ে এসেছি। ২০২২ এর গরমের ছুটির পর তোমাদের অনেকেরই স্কুলে প্রথম ইউনিট টেস্ট নেওয়া হবে। তাই তোমাদের সুবিধার্থে আমরা এখানে Class 7 Mathematics First Unit Test Model Question 2022 পোস্ট করেছি। তোমরা এই প্রশ্নপত্র দেখে অনেকটাই বুঝতে পারবে তোমাদের First Unit Test Question কেমন হতে চলেছে।

First Unit Test Model Question 2022
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২২

গণিত (Mathematics)

Class 7 (সপ্তম শ্রেণী) পূর্ণমান – ১৫

সময় : ৩০ মিনিট


1. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (যে-কোনাে পাঁচটি) 1 x 5 = 5

(i) 9-এর বর্গের বর্গমূল কত? 

(ii) 2, 6, 12 কি ক্রমিক সমানুপাতী? 

(iii) যদি পূর্বপদ < উত্তরপদ হয়, তখন সেই অনুপাতকে কী বলে? 

(iv) (-6) + {(+ 1) + (2)}-এর মান কত?

(v) x0 × y0 ÷ z0 -এর মান কত? 

(vi) 55 গ্রাম, 5 কিলােগ্রামের শতকরা কত? 

2. যে-কোনাে দুটি প্রশ্নের উত্তর দাও : 2 x 2 = 4 

(i) দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 2.5 এবং 6:10। কোন শরবতটি বেশি মিষ্টি? 

(ii) মান নির্ণয় করাে :

(i) আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 8x2 বর্গএকক। দৈর্ঘ্য 4x একক হলে, প্রস্থ কত হবে? 

3. যে-কোনাে দুটি প্রশ্নের উত্তর দাও : 3 x 2 = 6 

(i) স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে 22½° কোণ অঙ্কন করাে। 

(ii) সরল করাে : (a + b)(a – b) + (b + c)(b – c) + (c – a)(c + a)। 

(iii) 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন। তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন? (iv) রামবাবু তার মাসিক আয়ের % খরচ করেন। তিনি যদি মাসে 3250 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হবে?

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “Class 7 Mathematics First Unit Test Question 2022 | সপ্তম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট গণিত নমুনা প্রশ্নপত্র”

  1. Anyway thanks for this. Today is my math exam I am to nervous 😓but now after reading that I am filing better. So thanks for the article it is prepared me for my exam .

    Reply

Leave a Comment