Dear students, Class 8 Bengali First Unit Test Model Question 2022 will be discussed here. প্রিয় ছাত্রছাত্রীরা এখানে আমরা অষ্টম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট বাংলা নমুনা প্রশ্নপত্র নিয়ে এসেছি। ২০২২ এর গরমের ছুটির পর তোমাদের অনেকেরই স্কুলে প্রথম ইউনিট টেস্ট নেওয়া হবে। তাই তোমাদের সুবিধার্থে আমরা এখানে Class 8 Bengali First Unit Test Model Question 2022 পোস্ট করেছি। তোমরা এই প্রশ্নপত্র দেখে অনেকটাই বুঝতে পারবে তোমাদের First Unit Test Question কেমন হতে চলেছে।
First Unit Test Model Question 2022
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২২
বাংলা (Bengali)
Class 8 (অষ্টম শ্রেণী) পূর্ণমান – ১৫
১. নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও :
(ক) সবুজ আমা’ কবিতায় সবুজ জমা আসলে কি?
(খ) চন্দ্রগুপ্তকে নির্বাসিত কবেছেন – (ধননন্দ/মহাপদ্ম/মহানন্দ) (সঠিক উত্তরটি নির্বাচন করাে)
(গ) বােঝাপড়া কবিতাটি রচনা করেছেন – যতীন্দ্রনাথ/ রবীন্দ্রনাথ/ রথীন্দ্রনাথ) (সঠিক উত্তর নির্বাচন করাে)।
(ঘ) অদ্ভুত আতিথেয়তা’ নামক গদ্যাংশে কোন কোন জাতির বৈরিতার কথা বলা হয়েছে?
(ঙ) ‘পথের পাঁচালী’ উপন্যাসের শুরুতে বালক কার সঙ্গে নীলকণ্ঠ পাখি দেখতে যাচ্ছিল ?
(চ) পথের পাঁচালী উপন্যাসে দুর্গার ব্যস-(সতেরাে-আঠাবাে/ একুশ-বাইশ। দশ- এগাবাে/ বাবাে-তেরাে) বছর। (সঠিক উত্তরটি নির্বাচন কবাে)
২. যেকোনাে একটি প্রশ্নের উত্তর দাও : ৩x১= ৩
(ক) “দাদু যেন কেমন, চশমা ছাড়া চোখে দেখে না” – এই পঙক্তির মধ্যে যেন।
(খ) “ভালােভালাে মন্দ যাহাই আসুক/ সত্যেরে লও সহজে “-তুমি কি কবির সঙ্গে একমত যুক্তি দিয়ে বােঝাও।
৩. যে কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : ৩x১= ৩
(ক) বনভােজনের প্রথম তালিকায় কি কি খাদ্যের উল্লেখ ছিল ? তা বাতিল হল কেন
(খ) “কি বিচিত্র এই দেশ- বক্তার চোখে এইদেশের বৈচিত্র কিভাবে ধরা পড়েছে ?
৪. নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও (যে কোন তিনটি)। ১x৩= ৩
(ক) সন্ধি বিচ্ছেদ কবাে : স্বস্তি
(খ) ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখাে: বিজযবার্তা
(গ) প্রদত্ত বাক্যটির ক্রিয়ার কাল নির্ণয় কবাে : ইচ্ছে হলে আজই যেতে পারি।
(ঘ) মন’ শব্দটির দুটি সমার্থক শব্দ লেখাে
Read Also:
Class 8 English 1st Unit Test Question 2022
Class 8 Science (পরিবেশ ও বিজ্ঞান) 1st Unit Test Question 2022
Class 8 Geography (ভূগোল) 1st Unit Test Question 2022
Class 8 History (ইতিহাস) 1st Unit Test Question 2022
Class 8 Mathematics (গণিত) 1st Unit Test Question 2022
Class 8 Bengali (বাংলা) 1st Unit Test Question 2022
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।