Class 8 Class 8 History অষ্টম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর | ইতিহাসের ধারণা | Class 8 History Chapter 1 Question Answer | WBBSE

অষ্টম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর | ইতিহাসের ধারণা | Class 8 History Chapter 1 Question Answer | WBBSE

প্রিয় ছাত্রছাত্রীরা, এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। তোমাদের অষ্টম শ্রেনীর ইতিহাস বইয়ের প্রথম অধ্যায় – ইতিহাসের ধারণা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি এখানে দিয়ে দেওয়া হল। আশা করি সবার ভালো লাগবে।

অষ্টম শ্রেনী ইতিহাস

প্রথম অধ্যায় – ইতিহাসের ধারণা


1. “সব দেশের ইতিহাস এক নয়”—একথা বলেছিলেন—
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) যদুনাথ সরকার
উত্তর: (ক) রবীন্দ্রনাথ ঠাকুর

2. ইস্ট ইন্ডিয়া কোম্পানি আফিম রপ্তানি করত—
(ক) আফ্রিকায়
(খ) চিনে
(গ) পারস্যে
(ঘ) ইংল্যান্ডে
উত্তর: (খ) চিনে

3. ভারতে ব্রিটিশ শাসনের ভিত্তি-র সূচনা হয়েছিল—
(ক) পলাশির যুদ্ধের পর
(খ) বক্সারের যুদ্ধের পর
(গ) বিদারার যুদ্ধের পর
(ঘ) ঘর্ঘরার যুদ্ধের পর
উত্তর: (ক) পলাশির যুদ্ধের পর

4. পলাশির যুদ্ধ হয়েছিল—
(ক) 1526 খ্রিস্টাব্দে
(খ) 1757 খ্রিস্টাব্দে
(গ) 1857 খ্রিস্টাব্দে
(ঘ) 1905 খ্রিস্টাব্দে
উত্তর: (খ) 1757 খ্রিস্টাব্দে

5. ঔরঙ্গজেব মারা যান—
(ক) 1707 খ্রিস্টাব্দে
(খ) 1739 খ্রিস্টাব্দে
(গ) 1756 খ্রিস্টাব্দে
(ঘ) 1785 খ্রিস্টাব্দে
উত্তর: (ক) 1707 খ্রিস্টাব্দে

6. দিল্লির প্রথম মহিলা সুলতান ছিলেন—
(ক) নূরজাহান
(খ) রাজিয়া
(গ) হজরত বেগম
(ঘ) গুলবদন বেগম
উত্তর: (খ) রাজিয়া

7. ‘রাজাবলি’ নামে ইতিহাস বইটি লেখেন—
(ক) কালীকৃষ্ণ ন্যায়রত্ন
(খ) ধনঞ্জয় তর্কবাগীশ
(গ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
(ঘ) জেমস মিল
উত্তর: (গ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

8. ‘History of British India’ বইটি লেখেন—
(ক) জেমস মিল
(খ) উইলিয়াম হান্টার
(গ) জন মার্শাল
(ঘ) উইলিয়াম ওয়েডারবার্ন
উত্তর: (ক) জেমস মিল

9. জেমস মিলের দৃষ্টিতে ‘অন্ধকারময় যুগ’ হল—
(ক) হিন্দু যুগ
(খ) মুসলিম যুগ
(গ) ব্রিটিশ যুগ
(ঘ) প্রাচীন যুগ
উত্তর: (খ) মুসলিম যুগ

10. অ্যালান অক্টোভিয়ান হিউমের জীবনীকার ছিলেন—
(ক) উইলিয়াম ওয়েডারবার্ন
(খ) জুডিথ ব্রাউন
(গ) হেনরি ডিরোজিও
(ঘ) জন মার্শাল
উত্তর: (ক) উইলিয়াম ওয়েডারবার্ন

11. সাম্রাজ্যবাদের সঙ্গে যোগাযোগ স্পষ্ট—
(ক) গণতন্ত্রবাদের
(খ) সমাজতন্ত্রবাদের
(গ) উপনিবেশবাদের
(ঘ) রাজতন্ত্রবাদের
উত্তর: (গ) উপনিবেশবাদের

1. প্রাচীন ভারতের কোন্ সম্রাট কলিঙ্গ যুদ্ধে অবতীর্ণ হন?
উত্তর: প্রাচীন ভারতের মৌর্য সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধে অবতীর্ণ হন।

2. কোন্ দেশের কাপড়ের কলের জন্য বাংলায় নীল চাষ করা হত?
উত্তর: ইংল্যান্ডের কাপড়ের কলের জন্য বাংলায় নীল চাষ করা হত।

3. কোন্ শব্দ থেকে আধুনিক শব্দটি এসেছে?
উত্তর: ‘অধুনা’ শব্দ থেকে আধুনিক শব্দটি এসেছে।

4. অধুনা শব্দটির অর্থ কী?
উত্তর: ‘অধুনা’ শব্দটির অর্থ হল বর্তমানকাল, সম্প্রতি বা নতুন।

5. পলাশির যুদ্ধ কবে হয়েছিল?
উত্তর: 1757 খ্রিস্টাব্দের 23 জুন পলাশির যুদ্ধ হয়েছিল।

6. পলাশির যুদ্ধকে কোন্ যুগের অন্তর্ভুক্ত করা হয়?
উত্তর: পলাশির যুদ্ধকে আধুনিক যুগের অন্তর্ভুক্ত করা হয়।

7. ইলতুতমিস কাকে দিল্লির শাসনভারের জন্য নির্বাচন করেন?
উত্তর:
ইলতুতমিস নিজ কন্যা রাজিয়াকে দিল্লির শাসনভারের জন্য নির্বাচন করেন।

8. ভারত বিভাজন হয় কত সালে?
উত্তর:
ভারত বিভাজন হয় 1947 সালে।

9. কবে ‘রাজাবলি’ নামক ইতিহাস বইটি লেখা হয়েছিল?
উত্তর:
1808 খ্রিস্টাব্দে রাজাবলি নামক ইতিহাস বইটি লেখা হয়েছিল।

10. ‘রাজাবলি’ নামক ইতিহাস বইটি কার লেখা?
উত্তর:
‘রাজাবলি’ নামক ইতিহাস বইটি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা।

11. ‘History of British India’ বইটি কার লেখা?
উত্তর:
‘History of British India’ বইটি জেমস মিলের লেখা।

12. ‘History of British India’ বইটি কবে রচিত হয়?
উত্তর:
1817 খ্রিস্টাব্দে ‘History of British India’ বইটি রচিত হয়।

13. ‘History of British India’ বইটি কী উদ্দেশ্যে লেখা হয়?
উত্তর:
ব্রিটিশ প্রশাসনে যুক্ত বিদেশিরা যাতে ভারতবর্ষ বিষয়ে সাধারণ ধারণা পেতে পারে সেই উদ্দেশ্যে বইটি লেখা।

14. ব্রিটিশদের মতে ভারতীয়রা কেমন ছিল?
উত্তর:
ব্রিটিশদের মতে ভারতীয়রা ছিল অসভ্য।

15. জেমস মিল কোন্ যুগকে ‘অন্ধকারময় যুগ’ বলেছেন?
উত্তর:
জেমস মিল মধ্যযুগকে ‘অন্ধকারময় যুগ’ বলেছেন।

16. চন্দ্রগুপ্ত মৌর্য কোন্ ধর্মাবলম্বী ছিলেন?
উত্তর:
চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্মাবলম্বী ছিলেন।

17. বিম্বিসার কোন্ ধর্মাবলম্বী ছিলেন?
উত্তর:
বিম্বিসার বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন।

18. জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে?
উত্তর:
জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হলেন অ্যালান অক্টোডিয়ান হিউম।

19. অ্যালান অক্টোভিয়ান হিউমের জীবনী কে লেখেন?
উত্তর:
উইলিয়াম ওয়েডারবার্ন হিউমের জীবনী লেখেন।

20. ব্রিটিশ সরকারের কাছে ভারতের কৃষক ও উপজাতি বিদ্রোহগুলি কী ছিল?
উত্তর:
ব্রিটিশ সরকারের কাছে ভারতের কৃষক ও উপজাতি বিদ্রোহগুলি ছিল হাঙ্গামা বা উৎপাত।

21. সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কোন্ আদর্শের বিশ্লেষণের দ্বন্দ্ব শুরু হয়?
উত্তর:
সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জাতীয়তাবাদের আদর্শের বিশ্লেষণের দ্বন্দ্ব শুরু হয়।

22. সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো।
উত্তর:
সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম হল সিধু ও কানহু।

23. ‘যুগ’ বলতে কী বোঝায়?
উত্তর:
‘যুগ’ বলতে একটা বড় সময়কে বোঝায়।

1. রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে ইতিহাস কেন ‘নিশীথকালের দুঃস্বপ্নকাহিনীমাত্র’ ছিল?
উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুরের মতে, ভারতবর্ষের ইতিহাসে রাজা, সম্রাট, যুদ্ধ অর্থাৎ, রাজনীতিসর্বস্ব কথা পড়ে একঘেঁয়ে লাগত। তিনি বলেছেন, এগুলি পড়ে আমরা মুখস্থ করে পরীক্ষা দিই। সেইজন্য তাঁর কাছে ভারতবর্ষের ইতিহাস ছিল ‘নিশীথকালের দুঃস্বপ্নকাহিনীমাত্র’।

2. কেন আমাদের ইতিহাস জানা দরকার?
উত্তর:
অতীতের সঙ্গে বর্তমানের সেতুবন্ধন রচনা করে ইতিহাস। ইতিহাস শুধুমাত্র রাজা-সম্রাটদের কাহিনী, সাল-তারিখ বা যুদ্ধের বিশ্লেষণ নয়। এর মধ্যে নানা যুক্তিতর্কের খতিয়ান মিশে আছে, যা সাক্ষ্য প্রমাণাদি দ্বারা প্রমাণিত হয়। এছাড়াও ইতিহাস পাঠের দ্বারা মানবসভ্যতার সমাজ, অর্থনীতি, সংস্কৃতি, ধর্মীয় জীবনযাত্রার কথা জানা যায়। সেইজন্য ইতিহাস জানা দরকার।

3. ভারতের ইতিহাসকে সাধারণভাবে কয়টি যুগে ভাগ করা যায় ও কী কী?
উত্তর:
ভারতের ইতিহাসকে সাধারণভাবে তিনটি যুগে ভাগ করা যায়। যথা —
(i) প্রাচীন যুগ
(ii) মধ্য যুগ
(iii) আধুনিক যুগ

4. বর্তমান যুগকে কেন ‘বিজ্ঞানের যুগ’ বলা হয়?
উত্তর:
বর্তমানে মানুষের প্রতিদিনের জীবনযাপনের প্রায় প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞানের প্রয়োজন। এমনকি আমাদের কথাবার্তার মধ্যেও নানাধরনের বিজ্ঞানের ছোঁয়া থাকে। বর্তমানে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্র বিজ্ঞানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেইজন্য বর্তমান যুগকে ‘বিজ্ঞানের যুগ’ বলা হয়।

5. ভারতের আধুনিক যুগের যে-কোনো দুটি গুরুত্বপূর্ণ ঘটনা উল্লেখ করো।
উত্তর:
ভারতের আধুনিক যুগের দুটি গুরুত্বপূর্ণ ঘটনা হল — (i) 1757 খ্রিস্টাব্দের পলাশির যুদ্ধ ও (ii) 1947 খ্রিস্টাব্দে ভারতবর্ষের বিভাজন।

6. রাজাবলি নামক ইতিহাস বইতে কোন্ সময়ের কথা রয়েছে?
উত্তর: 1808 খ্রিস্টাব্দে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রাজাবলি নামক গ্রন্থটি রচনা করেন। রাজাবলিতে মহাভারতের রাজা যুধিষ্ঠিরের কাল থেকে ‘কলিযুগ’ পর্যন্ত সময়ের কথা রয়েছে।

7. কে, কবে History of British India গ্রন্থটি লিখেছেন?
উত্তর:
1817 খ্রিস্টাব্দে ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল History of British India গ্রন্থটি লিখেছেন।

8. জেমস মিল তার বইয়ে ভারতের ইতিহাসকে কয়টি ভাগে ভাগ করেছেন ও কী কী?
উত্তর:
জেমস মিল তার বইয়ে ভারতের ইতিহাসকে তিনটি ভাগে ভাগ করেছেন। যথা —
(i) হিন্দু যুগ
(ii) মুসলিম যুগ
(iii) ব্রিটিশ যুগ

9. কয়েকটি ইতিহাস রচনার উপাদানের নাম লেখো।
উত্তর:
বই, আঁকা ছবি, প্রশাসনিক কাগজপত্র, ডায়েরি, চিঠি, জমি বিক্রির দলিল, রোজকার বাজারের ফর্দ, মুদ্রা, ডাকটিকিট, ফটোগ্রাফ প্রভৃতি।

10. কে, কবে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন?
উত্তর:
1885 খ্রিস্টাব্দে বোম্বাইতে অ্যালান অক্টোভিয়ান হিউম ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন।

11. ব্রিটিশ সরকারের চোখে যে-কোনো দুটি হাঙ্গামার নাম লেখো।
উত্তর:
ব্রিটিশ সরকারের চোখে দুটি হাঙ্গামা হল— (i) তিতুমিরের বারাসাত বিদ্রোহ, (ii) সিধু-কানহুর সাঁওতাল বিদ্রোহ।

12. কোন্ দুটি অধিবেশনে সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন?
উত্তর:
1938 খ্রিস্টাব্দের হরিপুরা এবং 1939 খ্রিস্টাব্দের ত্রিপুরি অধিবেশনে সুভাষচন্দ্র বসু ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন।

13. সাম্রাজ্যবাদ কী?
উত্তর: যে প্রক্রিয়ায় একটি শক্তিশালী দেশ বা রাষ্ট্র আরেকটি দুর্বল দেশ বা রাষ্ট্রের ওপর প্রভুত্ব কায়েম করে তাকে নিজের দখলে আনে, সেই প্রক্রিয়াকেই সাম্রাজ্যবাদ বলে।

14. উপনিবেশবাদের মূলকথা কী?
উত্তর:
একটি অঞ্চলের জনগণ ও সম্পদকে অন্য একটি অঞ্চলের স্বার্থে ব্যবহার করাই হলো উপনিবেশবাদের মূল কথা।

15. জাতীয়তাবাদী ইতিহাস বলতে কী বোঝায়?
উত্তর:
দেশের মানুষ যখন দেশের ইতিহাস লেখেন তখন বিভিন্ন ঘটনার ব্যাখ্যা ও বিশ্লেষণ সাম্রাজ্যবাদী ভাবধারার বিপরীতে উপস্থাপিত হয়। একেই জাতীয়তাবাদী ইতিহাস বলা হয়।

1. ভারত ইতিহাসের যুগবিভাগ বলতে কী বোঝায়?

উত্তর:

ভারত ইতিহাসের যুগবিভাগ: সভ্যতার সূচনাকাল থেকে ভারতবর্ষে নানা পরিবর্তনের ঘটনা দেখা যায়। এই পরিবর্তন খুবই ধীরগতিতে ঘটে থাকে। পূর্বের মানুষের কাজকর্ম, বেঁচে থাকার তাগিদ, সামাজিক-রাজনৈতিক-অর্থনৈতিক জীবন, শাসননীতি, যুদ্ধ, সাহিত্য, সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে ক্রম পরিবর্তন ও ক্রম উন্নতি ঘটে। এই এক অবস্থা থেকে আর এক অবস্থার মধ্যে প্রাচীর না-তুলে কতগুলি বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে ভারতের দীর্ঘ সময়কালকে ঐতিহাসিকগণ এক-একটি যুগে ভাগ করেছেন।

তাঁদের হিসেব অনুযায়ী ভারতের ইতিহাসের সময়কাল তিনটি ভাগে বিভক্ত। যথা — প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ।

2. আধুনিক যুগের ইতিহাসের উপাদানরূপে ফটোগ্রাফের ভূমিকা লেখো।

উত্তর:

ফটোগ্রাফের ভূমিকা: আধুনিক যুগের কোনো বিষয়ে প্রত্যক্ষ জানার অন্যতম প্রধান উপাদান হল ক্যামেরায় তোলা ছবি বা ফটোগ্রাফ। এইরকম ছবির সংগ্রহ থেকে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ইতিহাসের নানা কথা জানা যায়। কোনো ঘটনাকে প্রমাণিত করার ক্ষেত্রে ফটোগ্রাফের ভূমিকা অনস্বীকার্য।

তবে ফটোগ্রাফের কিছু সীমাবদ্ধতাও রয়েছে, যেমন —
(i) যিনি ছবি তুলেছেন; তাঁর দেখার ওপরেই ক্যামেরা বা ফটোগ্রাফের দেখা নির্ভর করে।
(ii) একই বিষয়ে দুজনের তোলা দুটি ছবি বা ফটোগ্রাফের দু-রকম অর্থ হতে পারে।

3. আত্মজীবনী ইতিহাসের উপাদানরূপে কতটা গ্রহণযোগ্য?

উত্তর:

আত্মজীবনীর গ্রহণযোগ্যতা: ইতিহাসের উপাদানরূপে আত্মজীবনী একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। ইতিহাস রচনায় সরাসরি আত্মজীবনী ব্যবহার করলে ইতিহাস বিকৃত হতে পারে। কারণ—

(i) যিনি আত্মজীবনী লিখেছেন, তিনি তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি ও বিচারধারা অনুযায়ী ঘটনার ব্যাখ্যা করেছেন।

(ii) ঐতিহাসিকগণ রচয়িতার ব্যাখ্যা বিচার না-করেই যদি তা ইতিহাসে তথ্য হিসেবে ব্যবহার করেন তাহলে বক্তব্য পক্ষপাতমূলক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

সুতরাং, ইতিহাস রচনার অন্যান্য উপাদানকে ঐতিহাসিকগণ যেমন বিচার-বিশ্লেষণ করে থাকেন, তেমন আত্মজীবনীকেও বিভিন্ন দিক থেকে বিচার-বিশ্লেষণ করে ব্যাখ্যা করে থাকেন। যেমন – মধ্যযুগে মোঘল সম্রাট বাবরের তুজুক-ই-বাবরী এবং জাহাঙ্গিরের তুজুক-ই-জাহাঙ্গিরী ইতিহাসের উপাদানরূপে গ্রহণযোগ্য।

আরো পড়ুন

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment