Dear students, Class 8 History First Unit Test Model Question 2022 will be discussed here. প্রিয় ছাত্রছাত্রীরা এখানে আমরা অষ্টম শ্রেণী প্রথম ইউনিট ইতিহাস নমুনা প্রশ্নপত্র নিয়ে এসেছি। ২০২২ এর গরমের ছুটির পর তোমাদের অনেকেরই স্কুলে প্রথম ইউনিট টেস্ট নেওয়া হবে। তাই তোমাদের সুবিধার্থে আমরা এখানে Class 8 History First Unit Test Model Question 2022 পোস্ট করেছি। তোমরা এই প্রশ্নপত্র দেখে অনেকটাই বুঝতে পারবে তোমাদের First Unit Test Question কেমন হতে চলেছে।
First Unit Test Model Question 2022
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২২
ইতিহাস (History)
Class 8 (অষ্টম শ্রেনী)
পূর্ণমান – ১৫
১। ঠিক উত্তরটি বেছে নাও : ১x ৩ = ৩
(ক) ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদকুলি খান ছিলেন বাংলার—
(i) দেওয়ান
(ii) ফৌজদার
(iii) নবাব
(iv) জমিদার
(খ) অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন —
(i) রজার ড্রেক
(ii) অক্ষয়কুমার মৈত্রেয়
(iii) হলওয়েল
(iv) রবার্ট ক্লাইভ
(গ) বাংলার নদীপথগুলি জরিপকরেছিলেন—
(i) চার্লস উড
(ii) এলিজাইম্পে
(iii) উইলিয়ম জোনস
(iv) জেমস রেনেল
২। নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে : ১x ২ = ২
(ক) বেমানান শব্দটি খুঁজে বের করাে :সাদাৎ খান, সফদর জং, সুজা উদ-দৌলা, আলিবর্দি খান
(খ) ঠিক না ভুল লেখাে :উইলিয়ম কেরি ছিলেন শ্রীরামপুর মিশনারির অন্যতম সদস্য।
৩। নীচের যেকোনাে একটি প্রশ্নের উত্তর লেখাে (দু-তিনটি বাক্যের মধ্যে): ১x২ = ২
(ক) আঠারাে শতকের দ্বিতীয় ভাগে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বােঝাে?
(খ) ভারতে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কীভাবে গড়ে উঠেছিল?
৪। নীচের যেকোনাে একটি প্রশ্নের উত্তর লেখাে (চার-পাঁচটি বাক্যের মধ্যে) : ১x৩ = ৩
(ক) তুমি কী মনে করাে যে, আঠারাে শতকে ভারতে প্রধান আঞ্চলিক শক্তিগুলির উত্থানের পিছনে মুঘল সম্রাটের ব্যক্তিগত অযােগ্যতাই কেবল দায়ী ছিল ?*
(খ) ভারতে কোম্পানি-শাসনের বিস্তার ও সেনাবাহিনীর বৃদ্ধির মধ্যে কী সরাসরি সম্পর্ক ছিল বলে মনে হয়?*
৫। নীচের যেকোনাে একটি প্রশ্নের উত্তর লেখাে (আট-দশটি বাক্যের মধ্যে) : ১x৫
(ক) অধীনতামূলক মিত্রতা নীতি বিষয়ে টিপু সুলতান ও পেশােয়া দ্বিতীয় বাজিরাও-এর মধ্যে একটি কথােপকথন লেখাে।
(খ) আঠারাে শতকের শেষ দিকে ও উনিশ শতকের মধ্যভাগের ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ-অধিকারের ভৌগােলিক বিস্তারের তুলনা করাে (বইয়ের ৫০ ও ৫১ পৃষ্ঠার মানচিত্রদুটির সাহায্য নাও)।*
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।