প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে আমরা অষ্টম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৯ (Class 8 History Model Activity Task Part 9) এর সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি । ২০২২ এর জানুয়ারী মাস থেকে তোমাদের আবার নতুন করে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে।
Class 8 History Model Activity Task Part 9 Answer January 2022
২০২২ এর এটাই প্রথম অ্যাক্টিভিটি টাস্ক। Class 8 History Model Activity Task Part 9 এ মোট ২০ নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে। তোমাদের সুবিধার্থে আমরা এখানে সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নীচের প্রশ্নোত্তর গুলি লিখবে এবং পড়বে।
Model Activity Task January 2022
ইতিহাস (History)
Class – VIII (অষ্টম শ্রেণী)
পূর্ণমান – ২০
Class 8 History Model Activity Task Part 9 Solution
১. শূনস্থান পূরণ করাে : ১ x ৩ = ৩
(ক) ঔরঙ্গজেবের মৃত্যু হয় _________ খ্রিস্টাব্দে।
উত্তর: ঔরঙ্গজেবের মৃত্যু হয় 1707 খ্রিস্টাব্দে।
(খ) পলাশির যুদ্ধ হয় _________ খ্রিস্টাব্দে।
উত্তর: পলাশির যুদ্ধ হয় 1757 খ্রিস্টাব্দে।
(গ) রাজাবলি বইটি লিখেছিলেন _________ ।
উত্তর: রাজাবলি বইটি লিখেছিলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।
২. ঠিক বা ভুল নির্ণয় করা : ১ x ৩ = ৩
(ক) উইলিয়ম ওয়েডারবার্ন-এর জীবনী লিখেছেন অ্যালান অক্টোভিয়ান হিউম।
উত্তর: ভুল
(খ) ১৯৩৮ খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু কংগ্রেস-সভাপতির পদ ত্যাগ করেছিলেন।
উত্তর: ঠিক
(গ) আধুনিক ইতিহাসের অন্যতম উপাদান ফোটোগ্রাফ।
উত্তর: ঠিক
৩. স্তম্ভ মেলাও : ১ x ৩ = ৩
ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
বাংলার নবাব | রাজিয়া |
দিল্লি সুলতান | আকবর |
মুঘল সম্রাট | সিরাজ উদ-দৌলা |
উত্তর:
ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
বাংলার নবাব | সিরাজ উদ-দৌলা |
দিল্লি সুলতান | রাজিয়া |
মুঘল সম্রাট | আকবর |
৪. অতি সংক্ষেপে উত্তর দাও (একটি-দুটি বাক্য) : ২ x ৩ = ৬
(ক) সাম্রাজ্যবাদ কাকে বলে?
উত্তর: উনবিংশ শতকের মাঝামাঝি সময় থেকে ইউরােপের বৃহৎ এবং শিল্পোন্নত দেশগুলি এশিয়া এবং আফ্রিকায় উপনিবেশ স্থাপনের জন্য এক তীব্র প্রতিযােগিতায় অবতীর্ণ হয়েছিল। এই ঘটনাই সাম্রাজ্যবাদ নামে পরিচিত ছিল।
(খ) সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম লেখাে।
উত্তর: সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম হলো সিধু ও কানহু।
(গ) জেমস মিল ভারতের ইতিহাসকে কোন তিনটি ভাগে ভাগ করেছেন?
উত্তর: জেমস মিল ভারতের ইতিহাস কে যে তিনটি ভাগে ভাগ করেছেন সেগুলি হল- হিন্দু যুগ, মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ।
৫. নিজের ভাষায় লেখাে (তিন-চারটি বাক্য) : ৫ x ১ = ৫
‘History of British India’ কে, কবে লিখেছিলেন? বইটি লেখার উদ্দেশ্য কী ছিল?
উত্তর: ১৮১৭ খ্রিস্টাব্দে ‘History Of British India’ নামে ভারতের ইতিহাস লেখেন জেমস মিল। বইটা লেখার মূল উদ্দেশ্য ছিল ভারতের অতীত কথাকে এক জায়গায় জড়াে করা। যাতে সেটা পড়ে ভারতবর্ষ বিষয়ে সাধারণ ধারণা পেতে পারে ব্রিটিশ প্রশাসনে যুক্ত বিদেশীরা। কারণ, যে দেশ ও দেশের মানুষকে শাসন করতে হবে, সেই দেশের ইতিহাসটাও তো জানতে হবে।
Read Also:
Class 8 English Model Activity Task January 2022
Class 8 Bengali (বাংলা) Model Activity Task January 2022
Class 8 Science (পরিবেশ ও বিজ্ঞান) Model Activity Task January 2022
Class 8 History (ইতিহাস) Model Activity Task January 2022
Class 8 Geography (পরিবেশ ও ভূগোল) Model Activity Task January 2022
Class 8 স্বাস্থ্য ও শারীরশিক্ষা Model Activity Task January 2022
Class 8 Mathematics (গণিত) Model Activity Task January 2022
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Thank you
Thanks. So helpfully for me and other students.
By Afrin Khatun
Thank you
Thank you so much 😍😍😍
Thanks for your questions answer
Good
It’s really helpful
I Love for your kindness
Nice process it’s Well keep it up