Class 8 Mathematics MCQ Adaptation Package (বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন) Is The New Task Given by Banglar Shiksha Portal for NAS (National Achievement Survey). In This Article We Will Solve All Questions and Answers for Class 8 Math MCQ Adaptation Package.
বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন (MCQ Adaptation Package) হল বাংলার শিক্ষা পোর্টাল এর নতুন টাস্ক যেগুলো ছাত্রছাত্রীদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে । এই আর্টিকেল এ অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন উত্তরসহ আলোচনা করা হয়েছে ।
বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি
গণিত
অষ্টম শ্রেণি
Class 8 Mathematics MCQ Adaptation Package Answer Key
1. 3/2 × (7/8 + 11/12) =
(a) 43/16
(b) 107/48
(c) 77/64
(d) 9/4
উত্তর: (a) 43/16
2.
x এর মান কত?
(a) 20
(b) 25
(c) 40
(d) 100
উত্তর: (b) 25
3. পেয়াজের দাম 20% বৃদ্ধি পেয়েছে। রমেনবাবু ঠিক করেছেন যে, তার পরিবারের পেয়াজের মাসিক খরচ অপরিবর্তিত রাখবেন। তাই তিনি প্রতিমাসে পেয়াজের ব্যবহার শতকরা কত কমাবেন?
(a) 20%
(b) 25%
(c)
(d)
উত্তর: (a) 20%
4. তুমি লাল ফিতের 1/4 অংশ নিয়েছে। তােমার ভাই তােমার থেকে তােমার ফিতের 2/7 অংশ ফিতে নিয়ে নিল। তােমার আর কত অংশ ফিতে রইল?
(a) 1/8
(b) 1/14
(c) 7/8
(d) 13/14
উত্তর: প্রশ্নে দেওয়া নেই । উত্তরটি হবে 5/28
5.
∠ABC এর মান কত ?
(a) 66º
(b) 114º
(c) 38º
(d) 76º
উত্তর: (c) 38º
6.
উত্তর:
7. একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ 135°, বহুভুজের বাহুসংখ্যা কত
(a) 10
(b) 4
(c) 8
(d) 5
উত্তর: (c) 8
8. একটি গাড়ি 2 ঘন্টায় 36 কিমি যায়, গাড়িটির গতিবেগ কত?
(a) 5 মিটার প্রতি সেকেন্ডে
(b) 36 মিটার প্রতি সেকেন্ডে
(c) 18 মিটার প্রতি সেকেন্ডে
(d) 10 মিটার প্রতি সেকেন্ডে
উত্তর: (a) 5 মিটার প্রতি সেকেন্ডে
9.
উপরের দেওয়া স্তম্ভচিত্রে কোন দুটি ফলের 1 কিলােগ্রামের দামের পার্থক্য 60 টাকা?
(a) পেয়ারা এবং আপেল
(b) আম এবং আঙুর
(c) আপেল এবং আম
(d) আপেল এবং আঙুর
উত্তর: (c) আপেল এবং আম
10. দুই অংকের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9। যদি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক x হয়, তবে সংখ্যাটি কত?
(a) 9x + 9
(b) 11x + 9
(c) 90 – 9x
(d) 9 – x
উত্তর: (c) 90 – 9x
Read Also:
Class 8 Science (পরিবেশ ও বিজ্ঞান) MCQ Adaptation Package 2021
Class 8 History (পরিবেশ ও ইতিহাস) বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ)
Class 8 Bengali (বাংলা) বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ)
Class 8 Geography (পরিবেশ ও ভূগোল) বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ)
Class 3 MCQ Adaptation Package (বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন) 2021
Class 5 MCQ Adaptation Package (বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন) 2021
Class 10 MCQ Adaptation Package (বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন) 2021
11. 40 সেমি দৈর্ঘ্যের একটি তারকে বর্গাকার আকৃতি দেওয়া হল। বর্গাকার আকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল কত?
(a) 1600 বর্গসেমি
(b) 100 বর্গসেমি
(c) 16 বর্গসেমি
(d) 160 বর্গসেমি
উত্তর: (b) 100 বর্গসেমি
12.
লােকসংগীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ?
(a) 1/5
(b) 1/2
(c) 1/3
(d) 1/6
উত্তর: (a) 1/5
13. একটি আয়তক্ষেত্র এবং একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ 12 সেমি ও 6 সেমি হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত?
(b) 18 সেমি
(a) 36 সেমি
(c) 9 সেমি
(d) 6 সেমি
উত্তর: (c) 9 সেমি
14.
AB= AC, ∠ACE = 115° হলে ∠BAC= কত?
(a) 65°
(b) 115º
(c) 130º
(d) 50°
উত্তর: (d) 50°
15. 100¹⁰⁰ এর সমান হল
(a) 2¹⁰⁰ × 50¹⁰⁰
(b) 2¹⁰⁰ + 50¹⁰⁰
(c) 2² × 50⁵⁰
(d) 2² + 50⁵⁰
উত্তর: (a) 2¹⁰⁰ × 50¹⁰⁰
16. 36 লিটার ডেটল- জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5 : 1 হলে, জলের পরিমাণ কত?
(a) 6 লিটার
(b) 30 লিটার
(c) 7.2 লিটার
(d) 7 লিটার
উত্তর: (b) 30 লিটার
17. 3ab, 9a²c, 12a²c² এর ল.সা.গু. কত?
(a) 36 a²b²c²
(b) 36 abc
(c) 36 a²bc²
(d) 9 abc
উত্তর: (c) 36 a²bc²
18. গ্রিল তৈরির কারখানায় 15 দিনে 3টি লােহার গ্রিল তৈরি হয়। ৪টি একইরকম লােহার গ্রিল তৈরি করতে কতদিন সময় লাগবে?
(a) 40 দিন
(b) 1.6 দিন
(c) 24 দিন
(d) 120 দিন
উত্তর: (a) 40 দিন
19.
AB||CD হলে ∠PQR এর পরিমাপ কত?
(a) 110°
(b) 70°
(c) 10°
(d) 20°
উত্তর: (b) 70°
20. কর্ড লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব 85 কিমি, কিন্তু মেইন লাইনে সেই দূরত্ব 5% বেশি। মেইন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব কত?
(a) 102 কিমি
(b) 42.5 কিমি
(c) 85 কিমি
(d) 89.25 কিমি
উত্তর: (d) 89.25 কিমি
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।