প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে আমরা Class 8 Mathematics Model Activity Task January 2022 (অষ্টম শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২) এর সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। ২০২২ সালে তোমরা যারা নতুন Class 8 (অষ্টম শ্রেণী) -এ উঠেছো তাদের জন্য এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক।
Class 8 Mathematics Model Activity Task January 2022 Answer
২০২২ এর এটাই প্রথম অ্যাক্টিভিটি টাস্ক। Class 8 Mathematics Model Activity Task January 2022 এ মোট ২০ নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে। তোমাদের সুবিধার্থে আমরা এখানে সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নীচের প্রশ্নোত্তর গুলি লিখবে এবং পড়বে।
Model Activity Task January 2022
Mathematics (গণিত)
Class – VIII (অষ্টম শ্রেণী)
পূর্ণমান – ২০
Class 8 Mathematics Model Activity Task January 2022 Solution
নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে –
1. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে : 1 x 3 = 3
(ক) একটি আয়তাকার খেলার মাঠের ভিতরের চারদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাসহ খেলার মাঠের দৈর্ঘ্য 40 মিটার হলে, রাস্তা বাদে মাঠটির দৈর্ঘ্য হবে—
(a) 43 মিটার
(b) 34 মিটার
(c) 37 মিটার
(d) 6 মিটার
Ans: একটি আয়তাকার খেলার মাঠের ভিতরের চারদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাসহ খেলার মাঠের দৈর্ঘ্য 40 মিটার হলে, রাস্তা বাদে মাঠটির দৈর্ঘ্য হবে— (b) 34 মিটার
ব্যাখ্যা: রাস্তাসহ মাঠের দৈর্ঘ্য = 40 মিটার
∴ রাস্তাবাদে মাঠের দৈর্ঘ্য = {40-(3+3)} মিটার
= 40-6
= 34 মিটার l
(খ) একটি কার্ডের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ (x –5) মিটার হলে, ক্ষেত্রফল হবে—
(a) {x + (x –5)} বর্গমিটার
(b) 2{x + (x –5)} বর্গমিটার
(c) x(x-5) বর্গমিটার
(d) x ÷ (x –5) বর্গমিটার
Ans: একটি কার্ডের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ (x –5) মিটার হলে, ক্ষেত্রফল হবে— (c) x(x-5) বর্গমিটার l
ব্যাখ্যা:-
কার্ডটির দৈর্ঘ্য = x মিটার
এবং কার্ডটির প্রস্থ = (x-5) মিটার
∴ কার্ডটির ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
= `x \times (x-5)` বর্গমিটার
= x (x-5) বর্গমিটার l
(গ) x4 – 4x3 + 6x2 এবং x2 বীজগাণিতিক সংখ্যামালা দুটির গুণফলে x5-এর সহগ হলাে—
(a) 1
(b) 4
(c) –4
(d) 6
Ans: x4 – 4x3+ 6x2 এবং x2 বীজগাণিতিক সংখ্যামালা দুটির গুণফলে x5-এর সহগ হলাে— (c) – 4
ব্যাখ্যা: (x4-4x3+6x2)× x2
= x6-4x5+6x4
∴ x5-এর সহগ হলাে – 4
2. সত্য/মিথ্যা লেখাে : 1 x 3 = 3
(ক) a2 + 2ab + b2 সংখ্যামালাটিকে পূর্ণবর্গাকারে প্রকাশ করলে পাবাে (a + b)2।
Ans: প্রদত্ত বিবৃতিটি সত্য।
ব্যাখ্যা: a2 + 2ab + b2
= (a+b)2
(খ) বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
Ans: প্রদত্ত বিবৃতিটি সত্য।
(গ) সামান্তরিক একটি ট্রাপিজিয়াম।
Ans: প্রদত্ত বিবৃতিটি সত্য।
3. সংক্ষিপ্ত উত্তর দাও : 2 x 3 = 6
(ক) x + `\frac1{x}` = 5 হলে, x2 + 1/x2 -এর মান নির্ণয় করাে।
Ans: x + `\frac1{x}` = 5
বা, `(x+\frac1{x})^{2} = 5^{2}` [উভয়পক্ষে বর্গ করে পাই]
বা, `x^{2}+2.\cancel{x}.\frac{1}{\cancel{x}}+(\frac1{x})^{2} = 25`
বা, x2+2+`\frac1{x^{2}}` = 25
বা, x2+`\frac1{x^{2}}` = 25-2
বা, x2+`\frac1{x^{2}}` = 23
∴ নির্ণেয় x2+`\frac1{x^{2}}` এর মান = 23
(খ) একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য (3x -2) সেমি. হলে ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করাে।
Ans: সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য = (3x-2) সেমি.
∴ সমবাহু ত্রিভুজটির পরিসীমা = 3× বাহুর দৈর্ঘ্য
= 3×(3x-2) সেমি.
= 9x-6 সেমি.
∴ সমবাহু ত্রিভুজটির পরিসীমা = (9x-6) সেমি.
(গ) যােগফল নির্ণয় করাে : 6a2 + 2, -3a2 + 3a
Ans: (6a2 + 2) + (-3a2 + 3a)
= 6a2 + 2 – 3a2 + 3a
= 3a2 + 2 + 3a
= 3a2 + 3a + 2
∴ নির্ণেয় যোগফল = 3a2 + 3a + 2
4. (ক) উৎপাদকে বিশ্লেষণ করাে : x4+x2y2+ y4
Ans: x4+x2y2+y4
= `(x^{2})^{2}+x^{2}y^{2}+(y^{2})^{2}`
= (a)2+a.b+(b)2 [ধরি, x2 = a এবং y2 = b]
= (a)2+2ab+(b)2-ab
= (a+b)2-ab
= `(x^{2}+y^{2})^{2}-x^{2}y^{2}` [a = x2 ও b = y2 মান বসিয়ে পাই]
= `(x^{2}+y^{2})^{2}-(xy)^{2}`
= `(x^{2}+y^{2}+xy)(x^{2}+y^{2}-xy)`
= `(x^{2}+xy+y^{2})(x^{2}-xy+y^{2})`
∴ উৎপাদকে বিশ্লেষণ করে পাই = `(x^{2}+xy+y^{2})(x^{2}-xy+y^{2})`
(খ) 4 সেমি. দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করাে।
Ans:
ABCD একটি বর্গক্ষেত্র আঁকলাম যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি.
Read Also:
Class 8 English Model Activity Task January 2022
Class 8 Bengali (বাংলা) Model Activity Task January 2022
Class 8 Science (পরিবেশ ও বিজ্ঞান) Model Activity Task January 2022
Class 8 History (ইতিহাস) Model Activity Task January 2022
Class 8 Geography (পরিবেশ ও ভূগোল) Model Activity Task January 2022
Class 8 স্বাস্থ্য ও শারীরশিক্ষা Model Activity Task January 2022
Class 8 Mathematics (গণিত) Model Activity Task January 2022
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Thank you so much ❤️🥰
Thank you sir/madam
Nice
THANKS
You are great (for model activity task)
Did you play free fire
Jadi khelo tabe ai number a (8509648142) tomar I’d send kare debe khelbo
Thanks
Thanks
You are great (for model activity task)
Did you play free fire
Jadi khelo tabe ai number a (8509648142) tomar I’d send kare debe khelbo
Thanks 🤗🤗🤗
Nice