Class 8 Science First Unit Test Model Question 2022 | অষ্টম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট পরিবেশ ও বিজ্ঞান নমুনা প্রশ্নপত্র

Dear students, Class 8 Science First Unit Test Model Question 2022 will be discussed here. প্রিয় ছাত্রছাত্রীরা এখানে আমরা অষ্টম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট পরিবেশ ও বিজ্ঞান নমুনা প্রশ্নপত্র নিয়ে এসেছি। ২০২২ এর গরমের ছুটির পর তোমাদের অনেকেরই স্কুলে প্রথম ইউনিট টেস্ট নেওয়া হবে। তাই তোমাদের সুবিধার্থে আমরা এখানে Class 8 Science First Unit Test Model Question 2022 পোস্ট করেছি। তোমরা এই প্রশ্নপত্র দেখে অনেকটাই বুঝতে পারবে তোমাদের First Unit Test Question কেমন হতে চলেছে।

First Unit Test Model Question 2022
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২২

পরিবেশ ও বিজ্ঞান (Science)

Class 8 (অষ্টম শ্রেণী)

পূর্ণমান – ১৫


1. নীচের যে-কোনাে চারটি প্রশ্নের উত্তর দাও  1×4 = 4

* সঠিক উত্তর নির্বাচন করাে : 

(a) একক আয়তনের মান হল —

(i) 1 একক 

(ii) 10 একক

(iii) 100 একক

(b) মানবদেহের প্রতিটি কোশে ক্রোমােজোম সংখ্যা হল– 

(i) 46 জোড়া; 

(ii) 46 টি; 

(iii) 22 জোড়া l

* শূন্যস্থান পূরণ করাে :

(c) পরমাণুর কেন্দ্রে থাকে প্রােটন ও —————— l

(d) তরলের চাপ কমালে তরলের স্ফুটনাঙ্ক —————— l

* ঠিক না ভুল লেখাে : 

(e) অসদবিম্ব পর্দায় ফেলা যায়।

(f) ব্যাকটেরিয়া হল ছত্রাক জাতীয় অণুজীব। 

2. নীচের যে-কোনাে তিনটি প্রশ্নের এককথায় উত্তর লেখাে : 1×3 = 3

(a) পৃথিবীতে কোনাে বস্তুর মধ্যে যে মহাকর্ষ বল ক্রিয়া করে তার নাম কী? 

(b) বরফ তাপ গ্রহণ করে উষ্ণতার পরিবর্তন ছাড়া জলে পরিণত হয় একে কী বলে? .

(c) প্রতিবিম্ব সৃষ্টির মূল কারণ কী? 

(d) অ্যামিবার গমন অঙ্গের নাম কী? 

(e) মটর গাছের অবুদে কোন্ ব্যাকটেরিয়া থাকে?

3. নীচের যে-কোনাে চারটি প্রশ্নের উত্তর দাও : 2×4 = 8

(a) নিউটনের দ্বিতীয় সূত্রটি উল্লেখ করাে। 

(b) শীতকালে শুকনাে চুলে প্লাস্টিকের চিরুনি দিয়ে আঁচড়ানাের পর নিস্তড়িৎ কাগজকে আকর্ষণের কারণ কী? 

(c) সন্ধেবেলায় শিশির না পড়ে গভীর রাতে বা ভােরে শিশির পড়ে কেন? 

(d) প্রতিবিম্ব কাকে বলে? 

(e) মেসােজোম কী? 

(f) ছত্রাকঘটিত দুটি রােগের নাম ও ব্যাকটেরিয়া ঘটিত দুটি রােগের নাম লেখাে।

Read Also:

Class 8 English 1st Unit Test Question 2022

Class 8 Science (পরিবেশ ও বিজ্ঞান) 1st Unit Test Question 2022

Class 8 Geography (ভূগোল) 1st Unit Test Question 2022

Class 8 History (ইতিহাস) 1st Unit Test Question 2022

Class 8 Mathematics (গণিত) 1st Unit Test Question 2022

Class 8 Bengali (বাংলা) 1st Unit Test Question 2022

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!