প্রিয় ছাত্রছাত্রীরা, এই আর্টিকেলে আমরা নবম শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৮ (Class 9 Mathematics Model Activity Task Part 8 Combined) এর সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি । ২০২১ এর জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছিল সেখান থেকে বাছাই করা করা কিছু প্রশ্ন নিয়ে এবার তোমাদের কম্বাইন্ড অ্যাক্টিভিটি টাস্ক করতে দেওয়া হয়েছে ।
Class 9 Mathematics Model Activity Task Part 8 Combined
২০২১ এর এটাই সর্বশেষ অ্যাক্টিভিটি টাস্ক । এই অ্যাক্টিভিটি টাস্কে ৫০ নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে । এর উপর ভিত্তি করেই সম্ভাবত তোমরা পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হবে । সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নিচের প্রশ্নোত্তর গুলি পড়বে এবং লিখবে ।
মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8 (Combined), October 2021
গণিত (পূর্ণমান ৫০)
নবম শ্রেণী
Class 9 Mathematics Model Activity Task Part 8 Solution :
নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে :
1. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQs) :
(i) একজন সবজি বিক্রেতা 20 টাকায় 10 টি লেবু কিনে 20 টাকায় ৪টি লেবু বিক্রি করেন, তার শতকরা লাভ হয়
(a) 25
(b) 20
(c) 10
(d) 24
উত্তর: (a) 25
ব্যাখ্যা: 10 টি লেবুর ক্রয়মুল্য 20 টাকা
1 টি লেবুর ক্রয়মুল্য `\frac20{10}` = 2 টাকা
আবার 8 টি লেবুর ক্রয়মুল্য 20 টাকা
∴ 1 টি লেবুর ক্রয়মুল্য `\frac20{8}` = `\frac5{2}` = 2.5 টাকা
∴ লাভ = (2.5-2) = .5 টাকা
∴ শতকরা লাভ = × 100% = `\frac{\cancel\cdot5}{\cancel2}` × `\frac{\overset5{\cancel{10}}\cancel0\%}{1\cancel0}` = 25 টাকা
(ii) P Q R S ট্রাপিজিয়ামের দুটি তির্যক বাহু PS ও QR-এর মধ্যবিন্দু যথাক্রমে X ও Y, তবে XY =
(a) `\frac1{2}` PQ
(b) `\frac1{2}` RS
(c) `\frac1{2}` (PQ+RS)
(d) `\frac1{2}` (PQ-RS)
উত্তর: (c) `\frac1{2}` (PQ+RS)
(iii) 105 – 140 শ্রেণিটির পরিসংখ্যা 14 হলে, শ্রেণিটির পরিসংখ্যা ঘনত্ব হবে
(a) 2.5
(b) 0.4
(c) 0.35
(d) 0.14
উত্তর: (b) 0.4
ব্যাখ্যা: 105 – 140 শ্রেণিটির শ্রেণি দৈর্ঘ্য = 140 – 105 = 35 এবং পরিসংখ্যা = 14
∴ শ্রেণিটির পরিসংখ্যা ঘনত্ব = পরিসংখ্যা/দৈর্ঘ্য = `\frac{\overset2{\cancel{14}}}{\underset5{\cancel{35}}}` = `\frac2{5}` = 0.4
(iv) 3 মিটার লম্বা ও 2 মিটার চওড়া একটি আয়তাকার জায়গা 5 ডেসিমি. বর্গ টালি দিয়ে বাঁধাতে হলে টালি লাগবে
(a) 48 টি
(b) 96 টি
(c) 24 টি
(d) 72 টি
উত্তর: (c) 24 টি
ব্যাখ্যা: আয়তাকার জায়গার ক্ষেত্রফল = 3 মিটার × 2 মিটার = 30 ডেসিমিটার × 20 ডেসিমিটার = 600 বর্গ ডেসিমিটার
∴ টালির ক্ষেত্রফল = 5 × 5 বর্গ ডেসিমিটার = 25 বর্গ ডেসিমিটার
∴ টালির সংখ্যা = `\frac{\overset{\overset{24}{\cancel{120}}}{\cancel{600}}}{\underset{\cancel5}{\cancel{25}}}` = 24 টি
(v) শতকরা লাভ 10 হলে, ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত হবে
(a) 1:10
(b) 10:1
(c) 10:11
(d) 11:10
উত্তর: (c) 10:11
ব্যাখ্যা: শতকরা লাভ = 10
∴ মোট লাভ/ক্রয়মূল্য × 100 = 10
বা, লাভ/ক্রয়মূল্য = `\frac10{100}` = `\frac1{10}` = x (ধরি)
∴ লাভ = x এবং ক্রয়মূল্য = 10x
∴ বিক্রয়মূল্য = ক্রয়মূল্য + লাভ = 10x + x = 11x
∴ ক্রয়মূল্য : বিক্রয়মূল্য = 10x : 11x = 10:11
(vi) Δ ABC-এর AB বাহুর মধ্যবিন্দু D দিয়ে BC-এর সমান্তরাল DE টানা হলাে যা AC বাহুকে E বিন্দুতে ছেদ করলাে,
তাহলে
(a) AE = `\frac1{3}` AC
(b) AE = `\frac1{2}` AC
(c) AE= `\frac1{4}` AC
(d) AE = `\frac2{3}` AC
উত্তর: (b) AE = `\frac1{2}` AC
(vii) যে অর্ধবৃত্তাকার চাকতির ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি. তার পরিসীমা হলাে
(a) 2π x 10.5 সেমি.
(b) (π + 2) x 10.5 সেমি.
(c) 2(π + 1) x 10.5 সেমি.
(d) (π + 1) x 10.5 সেমি.
উত্তর: (b) (π + 2) x 10.5 সেমি.
ব্যাখ্যা: অর্ধবৃত্তাকার চাকতির পরিসীমা
= `\frac{2πr}{2}` + 2r সেমি.
= πr + 2r সেমি.
= (π + 2) × r সেমি.
= (π + 2) × 10.5 সেমি.
(viii) যে বর্গাকার চিত্রে কর্ণের দৈর্ঘ্য সেমি., তার একটি বাহুর দৈর্ঘ্য হবে
(a) `\frac{13\sqrt2}2` সেমি.
(b) 26 সেমি.
(c) `\sqrt338`সেমি.
(d) 13 সেমি.
উত্তর: (d) 13 সেমি.
ব্যাখ্যা: বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য =`\sqrt2` × বাহু একক
অতএব, `\sqrt2` × বাহু = 13`\sqrt2`
বা, বাহু = 13
2. সত্য/মিথ্যা (T/F) লেখাে :
(i) ABC সমকোণী ত্রিভুজের ∠BAC= 90° এবং BC-এর মধ্যবিন্দু D হলে, AD= `\frac1{2}`BC
উত্তর: সত্য
(ii) একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণির মধ্যবিন্দু 10 এবং প্রতিটি শ্রেণির শ্রেণি-দৈর্ঘ্য 6 হলে, শ্রেণিটির নিম্নসীমা হবে 8।
উত্তর: মিথ্যা
ব্যাখ্যা: ধরি, শ্রেনিটির উচ্চসীমা = H এবং নিম্নসীমা = L
∵ শ্রেনিটির মধ্যবিন্দু = 10
∴ `\frac{H+L}{2}` = 10 => H + L = 20 —(i)
আবার শ্রেনিটির শ্রেণি-দৈর্ঘ্য = 6
∴ H – L = 6 —(ii)
∴ (i)-(ii) করে পাই, 2L = 20 – 6
বা, 2L = 14
বা, L = `\frac14{2}`
∴ L = 7
(iii) একটি সামান্তরিক আকারের ক্ষেত্র, একটি আয়তক্ষেত্র এবং একটি ত্রিভুজাকার ক্ষেত্র একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত এবং তাদের ক্ষেত্রফল যথাক্রমে P, R ও T হলে P = R = `\frac{T}{2}` হবে।
উত্তর: মিথ্যা
(iv) একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সাংখ্যমান সমান হলে, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হবে 1 একক।
উত্তর: মিথ্যা
ব্যাখ্যা: সমবাহু ত্রিভূজের ক্ষেত্রফল = `\sqrt{\frac3{4}}` × (বাহু)2 বর্গ একক এবং উচ্চতা = `\sqrt{\frac3{2}}` × বাহু একক
∴ প্রশ্নানুসারে, `\sqrt{\frac3{4}}` × (বাহু)2 = `\sqrt{\frac3{2}}` × বাহু একক
বা, বাহু = `\frac4{2}` = 2
(v) ধার্যমূল্যের উপর ছাড় নির্ভর করে।
উত্তর: সত্য
(vi) পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য প্রথম শ্রেণির ঠিক আগের একটি শ্রেণির পরিসংখ্যা হবে ‘0’
উত্তর: সত্য
(vii) চিত্রে, ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ABEF রসম্ব আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান।
উত্তর: মিথ্যা
(viii) প্রতিটি বৃত্তের পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত একটি নির্দিষ্ট সংখ্যা।
উত্তর: সত্য
ব্যাখ্যা: মনে করি, বৃত্তের ব্যাসার্ধ = r একক
∴ বৃত্তের ব্যাস = 2r একক
এবং বৃত্তের পরিধি = 2πr একক
∴ বৃত্তের পরিধি : ব্যাস = 2πr : 2r = π : 1
অর্থ্যাৎ, বৃত্তের পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত সর্বদা π হবে যা একটি নির্দিষ্ট সংখ্যা।
3. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (S.A.):
(i) g(x) = 2x – 16 বহুপদী সংখ্যামালাটির সমীকরণটি লেখাে এবং বহুপদী সংখ্যামালাটির শূন্য নির্ণয় করাে।
উত্তর: g(x) = 2x – 16 বহুপদী সংখ্যমালার সমীকরণটি হলো, g(x) = 0
অর্থ্যাৎ, 2x – 16 = 0
∴ 2x = 16
বা, x = 8
সুতরাং, x = 8 এর জন্য g(x) এর মান শুন্য হবে।
(ii) (8x3 + 8x – 5) বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক নির্ণয় করাে।
উত্তর: `8x^3+8x-5`
`=8x^3-1+8x-4`
`=(2x)^3-(1)^3+4(2x-1)`
`=(2x-1)(4x^2+2x+1)+4(2x-1)`
`=(2x-1)(4x^2+2x+1+4)`
`=(2x-1)(4x^2+2x+5)`
∴ `8x^3+8x-5` বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক `(2x-1)` অথবা `4x^2+2x+5`
(iii) (-2, -2) এবং (4, 6) বিন্দু দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করাে।
উত্তর: (-2, -2) এবং (4, 6) বিন্দু দুটির মধ্যে দূরত্ব
`=\sqrt{(4+2)^2+(6+2)^2}` একক
`=\sqrt{(6)^2+(8)^2}` একক
`=\sqrt{36+64}` একক
`=\sqrt{100}` একক
= 10 একক
(iv) একটি ঘড়ি পরপর 10% ও 5% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত হবে?
উত্তর: ধরি, ঘড়িটির ধার্য্য মূল্য = 100 টাকা
10% ছাড় দিলে ছাড়ের পরিমাণ হবে = 10 টাকা
∴ প্রথম ছাড়ে ঘড়িটির মূল্য হবে = 100-10 = 90 টাকা
দ্বিতীয় বার ছাড় দেওয়া হবে এই 90 টাকার উপর
∴ 90 টাকার উপর 5% ছাড় দিলে ছাড়ের পরিমাণ হবে
= 90 × 5% = `9\cancel0\times\frac{\cancel5}{\underset2{\cancel{10}}\cancel0}` = `\frac9{2}` = 4.5 টাকা
∴ সর্বমোট ছাড়ের পরিমাণ = (10+4.5) = 14.5 টাকা
∴ সর্বমোট ছাড় = `\frac{14.5}{100}\times100\%` = 14.5%
(v) একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে, তাদের পরিসীমার অনুপাত কত হবে?
উত্তর: মনে করি, বৃত্তের ব্যাসার্ধ = r একক
∴ বৃত্তের ব্যাস = 2r একক
আবার মনে করি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = a একক
∴ বর্গক্ষেত্রের পরিসীমা = 4a একক
প্রশ্নানুসারে, 2r = a
∴ বৃত্তের পরিসীমা : বর্গক্ষেত্রের পরিসীমা
= 2πr : 4a
= 2πr : 4×2r
= π : 4
= `\frac22{7}` : 4
= 22 : 4×7
= 11:14
(vi) 10টি পেনের ক্রয়মূল্য ৪টি পেনের বিক্রয়মূল্যের সমান হলে, শতকরা লাভ নির্ণয় করাে।
উত্তর: মনে করি, প্রতিটি পেনের ক্রয়মূল্য = `x` টাকা
∴ 10 টি পেনের ক্রয়মূল্য = `10x` টাকা
∴ 8 টি পেনের বিক্রয়মূল্য = `10x` টাকা
∴ 1 টি পেনের বিক্রয়মূল্য = `\frac{10x}{8}` টাকা
∴ x টাকার লাভ = `\frac{5x}{4}-x` টাকা =
`\frac{x}{4}` টাকা
∴ শতকরা লাভ = লাভ/ক্রয়মূল্য × 100
= `\frac{\frac x4}x\times100`
= `\frac1{4}\times100`
= 25 টাকা
(vii) চিত্রে, ABC ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গমি. এবং ভূমি BC = 20 মি. হলে, ত্রিভুজটির উচ্চতা h মি. নির্ণয় করাে।
উত্তর: আমরা জানি, ত্রিভুজের ক্ষেত্রফল = `\frac1{2}` × ভুমি × উচ্চতা
বা, 96 = `\frac1{2}` × 20 × h
বা, h = `\frac{96\times\cancel2}{\underset{10}{\cancel{20}}}`
বা, h = 9.6
∴ ত্রিভুজটির উচ্চতা 9.6 মিটার।
4. (i) যুক্তি দিয়ে প্রমাণ করাে, যে-কোনাে চতুর্ভুজের একজোড়া বিপরীতবাহু সমান ও সমান্তরাল হলে, চতুর্ভুজটি সামান্তরিক হবে।
উত্তর:
(ii) যুক্তি দিয়ে প্রমাণ করাে যে, কোনাে ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযােজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক।
উত্তর:
(ii) সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করাে যার সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য ৪ সেমি. এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 30°; ওই ত্রিভুজটির সমান ক্ষেত্রফলবিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করাে (কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে)।
উত্তর:
PQR একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করলাম যার সমান বাহু দুটি হলো PR = QR = 8 সেমি. এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ ∠SRU = 30° | এই PQR সমদ্বিবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফলবিশিষ্ট একটি আয়তক্ষেত্র RSTU অঙ্কনকরা হলো |
(iv) নীচের পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করাে।
শ্রেণি | 0-5 | 5-10 | 10-15 | 15-20 | 20-25 | 25-30 |
পরিসংখ্যা | 4 | 10 | 24 | 12 | 20 | 8 |
উত্তর:
x-অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 1টি বাহু = 1 একক এবং y-অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 1টি বাহু = 1 একক ধরলাম।
এরপর ছক কাগজে (-2.5,0), (2.5,4), (7.5,10), (12.5,24), (17.5,12), (22.5,20), (27.5,4), (32.5,0) বিন্দুগুলি পরপর সরলরেখাংশ দ্বারা যােগ করে ABCDEFGH পরিসংখ্যা বহুভুজটি অঙ্কন করলাম।
Read Also:
Class 9 English 2nd Language Combined Activity Task / মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8
Class 9 Bengali (বাংলা প্রথম ভাষা) Combined Activity Task / মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8
Class 9 History (ইতিহাস) Combined Activity Task / মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8
Class 9 Geography (ভূগোল) Combined Activity Task / মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8
Class 9 Life Science (জীবন বিজ্ঞান) Combined Activity Task / মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8
Class 9 Physical Science (ভৌতবিজ্ঞান) Combined Activity Task / মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8
Class 1-10 Combined Activity Task / মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Pdf kore pathao
Apnar computer er browser theke right click kore print e click korben. Tarpor save as pdf kore download korte parben. Thanks
Thanks
Sir ata help dorkar
বলতে পারো
Thank you Dada
So good
Thanks
Sir জ্যামিতি গুলোর যদি ব্যাখ্যা দিতেন খুব ভালো লাগতো। Thank you.
ভালো
Thank you.
Sir jamiti anka gulo jodi bujhia diten tahola bhalo hoto
Thank you so much
Sir class 10 er pdf ta kobe pabo?
Sorry pdf bortomane available nei kintu tomra chaile laptop othoba computer browser theke print option e giye save korte paro.
Modal activity task class 8 ta diy na
Sir graph tar line ta aktu deep hole valo hoto