প্রিয় ছাত্রছাত্রীরা, এই আর্টিকেলে আমরা Class 9 Mathematics Model Activity Task Part 9 (নবম শ্রেণি গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৯) এর সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি । ২০২২ এর জানুয়ারী মাস থেকে তোমাদের আবার নতুন করে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে।
Class 9 Mathematics Model Activity Task Part 9 Answer January 2022
২০২২ এর এটাই প্রথম অ্যাক্টিভিটি টাস্ক। Class 9 Mathematics Model Activity Task Part 9 এ মোট ২০ নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে। তোমাদের সুবিধার্থে আমরা এখানে সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নীচের প্রশ্নোত্তর গুলি লিখবে এবং পড়বে।
মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 9, January 2022
গণিত (পূর্ণমান – ২০)
নবম শ্রেণি
Class 9 Mathematics Model Activity Task Part 9 Solution
নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে –
1. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে : 1 x 3 = 3
(ক) `-\frac2{3}` সংখ্যাটি
(a) একটি ঋণাত্মক পূর্ণসংখ্যা
(b) একটি অখণ্ড সংখ্যা
(c) একটি স্বাভাবিক সংখ্যা।
(d) একটি মূলদ সংখ্যা
উত্তর: `-\frac2{3}` সংখ্যাটি – (d) একটি মূলদ সংখ্যা
ব্যাখ্যা: যে সকল সংখ্যাকে `-\frac2{3}` আকারে প্রকাশ করা যায় যেখানে p এবং q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, তাদের মুলদ সংখ্যা বলে।
এখানে, p = -2 এবং q = 3 (q ≠ 0)
∴ `-\frac2{3}` একটি মুলদ সংখ্যা।
(খ) 0.4504500450045……..সংখ্যাটি একটি
(a) আবৃত্ত দশমিক সংখ্যা
(b) অসীম ও আবৃত্ত দশমিক সংখ্যা
(c) মূলদ সংখ্যা
(d) অসীম ও অনাবৃত্ত দশমিক সংখ্যা
উত্তর: 0.4504500450045……..সংখ্যাটি একটি – (d) অসীম ও অনাবৃত্ত দশমিক সংখ্যা ।
(গ) π ও e হলাে
(a) মূলদ সংখ্যা
(b) পূর্ণসংখ্যা
(c) স্বাভাবিক সংখ্যা
(d) তুরীয় অমূলদ সংখ্যা
উত্তর: π ও e হলাে – (d) তুরীয় অমূলদ সংখ্যা
2. সত্য/মিথ্যা লেখাে : 1 x 3 = 3
(ক) `-0.\overset\cdot3\overset\cdot6` সংখ্যাটি একটি শুদ্ধ আবৃত্ত দশমিক ভগ্নাংশ।
উত্তর: প্রদত্ত বিবৃতিটি সত্য।
ব্যাখ্যা: `-0.\overset\cdot3\overset\cdot6`
= `\frac{-36}{99}`
= `0.36363636….`
সুতরাং, `-0.\overset\cdot3\overset\cdot6` সংখ্যাটি একটি শুদ্ধ আবৃত্ত দশমিক ভগ্নাংশ।
(খ) ‘0’-কে p/q আকারে প্রকাশ করা যায় যেখানে p এবং q পূর্ণসংখ্যা এবং q ≠ 0 ।
উত্তর: প্রদত্ত বিবৃতিটি সত্য।
ব্যাখ্যা: 0 = `\frac0{5}`
এখানে, p = 0 এবং q = 5 যেখানে q ≠ 0
∴ ‘0’-কে p/q আকারে প্রকাশ করা যায় যেখানে p এবং q পূর্ণসংখ্যা এবং q ≠ 0
(গ) সব পূর্ণসংখ্যাই অখণ্ড সংখ্যার অন্তর্ভুক্ত।
উত্তর: প্রদত্ত বিবৃতিটি মিথ্যা।
3. সংক্ষিপ্ত উত্তর দাও : 2 x 3 = 6
(ক) দুটি উদাহরণের সাহায্যে দেখাও যে দুটি পূর্ণসংখ্যার ভাগফল পূর্ণসংখ্যা হতেও পারে আবার নাও হতে পারে।
উত্তর: ধরি, দুটি সংখ্যা = 4, 10
∴ সংখ্যা দুটির ভাগফল = `\frac{\overset2{\cancel4}}{\underset5{\cancel{10}}}` = `\frac2{5}`
আবার, ধরি, দুটি সংখ্যা = 4, 2
∴ সংখ্যা দুটির ভাগফল = `\frac{\overset2{\cancel4}}{\cancel2}` = 2
সুতরাং, দুটি পূর্ণসংখ্যার ভাগফল পূর্ণসংখ্যা হতেও পারে আবার নাও হতে পারে। (প্রমানিত)
(খ) `(-4)^{2}` = কত? `\sqrt{16}` = কতাে?
উত্তর: `(-4)^{2}`
= (-4) × (-4)
= 16
`\sqrt{16}` = `\sqrt{(+4)×(+4)}` = + 4
আবার, `\sqrt{16}` = `\sqrt{(-4)×(-4)}` = – 4
∴ `\sqrt{16}` = ± 4
(গ) একটি উদাহরণ দিয়ে দেখাও যে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা অমূলদ সংখ্যা হবে না।
উত্তর: যখন, দুটি অমূলদ সংখ্যা = `\sqrt5`, `2\sqrt5`
∴ সংখ্যা দুটির গুনফল = `\sqrt5` × `2\sqrt5` = 2×5 = 10
এখানে, 10 একটি মুলদ সংখ্যা।
∴ দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা অমূলদ সংখ্যা হবে না। (প্রমানিত)
4.
(ক) স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সংখ্যা রেখার উপর `\sqrt{3}` সংখ্যাটিকে স্থাপন করে দেখাও।
উত্তর:
এখানে, OA = AB = 1 একক এবং AB 丄 OA
∴ অতিভুজ OB = `\sqrt{1^{2}+1^{2}}` একক = `\sqrt{2}` একক
আবার, BD = 1 একক এবং BD 丄 OB
∴ অতিভুজ OD = `\sqrt{(\sqrt{2})^{2}+1^{2}}` একক
= `\sqrt{2+1}` একক
= `\sqrt{3}` একক
এখন, O বিন্দুকে কেন্দ্র করে OD এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তাংশ অঙ্কন করলাম যা সংখ্যারেখাকে Q বিন্দুতে ছেদ করেছে।
∴ OQ = `\sqrt{3}` একক
∴ `\sqrt{3}` কে সংখ্যারেখায় স্থাপন করে Q বিন্দু পেলাম।
(খ) সংখ্যারেখা অঙ্কন করে `\frac13{6}`, `\frac14{6}`, `\frac15{6}` মূলদ সংখ্যাগুলি স্থাপন করাে।
উত্তর: নীচে সংখ্যারেখার মাধ্যমে মূলদ সংখ্যাগুলি স্থাপন করে দেখানো হলো –
Read Also:
Class 9 English 2nd Language Model Activity Task January 2022
Class 9 Bengali 1st Language (বাংলা – প্রথম ভাষা) Model Activity Task January 2022
Class 9 Geography (ভূগোল) Model Activity Task January 2022
Class 9 History (ইতিহাস) Model Activity Task January 2022
Class 9 Physical Science (ভৌত বিজ্ঞান) Model Activity Task January 2022
Class 9 Life Science (জীবন বিজ্ঞান) Model Activity Task January 2022
Class 9 Mathematics (গণিত) Model Activity Task January 2022
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Thanks sir
Tank you sir
Bhuchi
Thanks sir
Thank you so much for this , sir.
Thanks for your support
Tuke moja pelam.khub sikhachi