দশম শ্রেনী (মাধ্যমিক) কোল বিদ্রোহের কারণ, বিস্তার ও গুরুত্বকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে

কোল বিদ্রোহের কারণ, বিস্তার ও গুরুত্বকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে

প্রশ্ন : কোল বিদ্রোহের কারণ, বিস্তার ও গুরুত্বকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে ? 8 Marks | Class 10

উত্তর:

ভূমিকা : ছােটোনাগপুর, সিংভূম, মানভূম প্রভৃতি অঞ্চলে বসবাসকারী উপজাতি জনগােষ্ঠী কোল নামে পরিচিত। কোলা আবার হাে, মুন্ডা, ওঁরাও প্রভৃতি সম্প্রদায়ে বিভক্ত ছিল। ১৮৩১ খ্রিস্টাব্দে রাঁচি জেলায় ব্রিটিশ শাসন ও শােষণের বিরুদ্ধে কোলরা যে বিদ্রোহ ঘােষণা করেছিল তা কোল বিদ্রোহ নামে পরিচিত।

বিদ্রোহের কারণ : কোল বিদ্রোহের কারণগুলি হল— 

(১) রাজস্ব বৃদ্ধি : কৃষি ও বনজ সম্পদের ওপর নির্ভরশীল কোল উপজাতির মানুষেরা ছিলেন অত্যন্ত সহজ-সরল অরণ্যচারী মানুষ। ইংরেজ কোম্পানির ছােটোনাগপুর অঞল দখলের পর সেখানে নতুন নতুন ভূমিরাজস্ব নীতির ফলে কোলরা ক্ষুব্ধ হয় এবং বিদ্রোহ ঘােষণা করে। 

(২) অরণ্যের অধিকার : আধুনিক সভ্যতা থেকে বহু দূরে অরণ্যভূমি অঞলে স্বাধীনভাবে জীবিকা নির্বাহকারী কোলরা ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর তাদের চিরাচরিত অরণ্যের অধিকার হারালে তাদের জীবিকা সমস্যা দেখা দেয়।। 

(৩) বহিরাগতদের অনুপ্রবেশ ও শােষণ : ইংরেজ সরকার বহিরাগতদের কোল সম্প্রদায়ের জমিদার হিসেবে নিয়ােগ করলে তারা চড়া রাজস্ব আদায়ের সঙ্গে সঙ্গে বিচার ও আইন ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে কোল সমাজের ওপর আঘাত হানে। রাজস্ব আদায়ের নামে জমিদার ও তার কর্মচারীরা শােষণ ও অত্যাচারেরপাশাপাশি কোলদের জমি থেকে উৎখাত করে যা কোল বিদ্রোহের অন্যতম কারণ। 

[৪] মহাজন ও ব্যবসায়ীদের শােষণ : ব্রিটিশ সরকার নগদ অর্থে খাজনা প্রদানের নিয়ম চালু করায় কোলরা তাদের ফসল বিক্রি করতে গিয়ে মহাজন ও ব্যবসায়ীদের দ্বারা নানাভাবে প্রতারিত ও শােষিত হয়। 

(5) অন্যান্য কারণ : এ ছাড়াও বিভিন্ন কর, উপকর, কোলদের ইচ্ছা ও ঐতিহ্যের বিরুদ্ধে আফিম চাষ করাতে বাধ্য করা, দেশি সুদের ওপর উচ্চ হারে কর চাপানাে, কোল রমণী ও পুরুষদের ওপর অত্যাচার প্রভৃতি কারণে কোলরা বিদ্রোহী হয়ে ওঠে।  

কোল বিদ্রোহের সূচনা ও ব্যাপ্তি : ১৮৩২ খ্রিস্টাব্দে রাঁচি জেলায় ব্রিটিশ শাসন ও শােষণের বিরুদ্ধে বুদু ভগৎ, জোয়া ভগৎ, সুই মুন্ডা, ঝিরাই মানকি প্রমুখের নেতৃত্বে কোল বিদ্রোহের সূচনা হয়। রাঁচি, হাজারিবাগ, সিংভূম, পালামৌ প্রভৃতি অঞলে কোল বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করে। বিদ্রোহী কোলদের সঙ্গে চাষি, কামার, কুমাের, গােয়ালা প্রভৃতি নিম্নবর্গের মানুষ যােগ দিলে এই বিদ্রোহ অন্য মাত্রা লাভ করে। কোলদের আক্রমণের মূল লক্ষ্য ছিল মহাজন, শস্য ব্যবসায়ী, লবণের কারবারি মধ্যস্বত্বভােগী, ব্রিটিশ এবং উচ্চবর্ণের হিন্দু ও মুসলিমরা।

কোল বিদ্রোহের গুরুত্ব : ব্রিটিশ সরকার আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত সেনাবাহিনীর সাহায্যে এই বিদ্রোহ দমন করলেও মাতৃভূমি রক্ষায় কোলদের এই অসম লড়াইয়ের গুরুত্ব অপরিসীম। এই বিদ্রোহের ফলেই সরকার— 

(১ পৃথক ভূখণ্ড তৈরি : কোলদের জন্য দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি’ নামক পৃথক এক ভূখণ্ড নির্দিষ্ট করে দেয়।

 (২) স্বতন্ত্র নিয়ম : কোলদের জন্য স্বতন্ত্র কিছু নিয়মকানুন চালু হয়, কোল প্রধানদের কেড়ে নেওয়া জমি ফিরিয়ে দেওয়া হয়, জমি হস্তান্তরে বিধিনিষেধ আরােপিত হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!