কম্পিউটার ব্যবহারের সুবিধা ও অসুবিধা উল্লেখ করাে

কম্পিউটার ব্যবহারের সুবিধা ও অসুবিধা উল্লেখ করাে Class 12 | Education (শিক্ষায় প্রযুক্তির ভূমিকা) | 4 Marks

উত্তর:-

কম্পিউটার ব্যবহারের সুবিধা

কম্পিউটারের বৈশিষ্ট্যগুলির জন্য বর্তমানে সারা বিশ্বে এটি অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। শিক্ষা থেকে শুরু করে ব্যাবসাবাণিজ্য, এমনকি চিত্তবিনােদনের কাজেও কম্পিউটার ব্যবহৃত হচ্ছে।

[1] গতিশীলতা ও নির্ভুলতা: এটি অত্যন্ত দ্রুতগতিতে নির্ভুলভাবে কাজ করতে পারে। 

[2] তথ্য ও পরিসংখ্যান সঞ্চয়: কম্পিউটার তার হার্ডডিস্কে বিপুল তথ্য সংরক্ষণ করতে পারে। এছাড়া প্রয়ােজনমতাে তা অতি দ্রুত সরবরাহও করতে পারে। 

[3] সংযােগ: অনেকগুলি কম্পিউটারকে লােকাল এরিয়া নেটওয়ার্কের (LAN) মাধ্যমে যুক্ত করে একই তথ্যের ভিত্তিতে নানা ধরনের গণনা বিভিন্ন কম্পিউটারে করা যায়৷ 

[4] কর্মক্ষমতা: যান্ত্রিক ত্রুটি না ঘটলে কম্পিউটার অবিরাম নিখুঁতভাবে কাজ করে যেতে পারে।

কম্পিউটার ব্যবহারের অসুবিধা 

বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার বাড়তে থাকলেও এর অনেকগুলি অসুবিধাও রয়েছে। 

[1] যান্ত্রিক অসুবিধা: কম্পিউটার একটি যন্ত্র এবং এটি বিদ্যুতের ওপর নির্ভরশীল। যন্ত্র বিকল হলে বা বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হলে এটি কাজ করতে পারে না। 

[2] বিষয়বস্তু উপস্থাপনের অসুবিধা: সাধারণত কম্পিউটারের মনিটর ছােটো হয়, তাই এতে একসঙ্গে দীর্ঘ বিষয় উপস্থাপন করা যায় না৷ 

[3] সংবেদনশীলতার অভাব: কম্পিউটার যন্ত্র হওয়ায় এর থেকে কোনাে ধরনের সংবেদনশীল প্রতিক্রিয়া পাওয়া যায় না।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “কম্পিউটার ব্যবহারের সুবিধা ও অসুবিধা উল্লেখ করাে”

Leave a Comment