কম্পিউটার কী শিক্ষকের বিকল্প হতে পারে ?
অথবা, একজন শিক্ষক কী Computer-এর বিকল্প হতে পারেন ? আলােচনা করাে । Class 12 | Education (শিক্ষায় প্রযুক্তির ভূমিকা) | 4 Marks
উত্তর:-
কম্পিউটার ও শিক্ষক
কম্পিউটার হল একটি যন্ত্র। শিক্ষা একটি পরিসেবামূলক মানবিক কাজ৷ মানবিক কাজ মানুষের দ্বারাই করা সম্ভব। যন্ত্র তার বিকল্প হতে পারে না। কেন কম্পিউটার শিক্ষকের বিকল্প হতে পারে না, তার কয়েকটি কারণ নীচে উল্লেখ করা হল।
[1] মানবিক মিথস্ক্রিয়ার অভাব: নির্ভুল প্রতিক্রিয়ার জন্য শিক্ষার্থী কম্পিউটারের কাছ থেকে উৎসাহ পায়। কিন্তু সঠিক উত্তর দিলে শিক্ষকের কাছ থেকে শিক্ষার্থী যে প্রশংসা পায়, তার মধ্যে যে মানবিক স্পর্শ থাকে, তা কম্পিউটার দিতে পারে না।
[2] যােগাযােগের সীমাবদ্ধতা: কম্পিউটারের মধ্যে যে প্রােগ্রামগুলি করা থাকে, তার বাইরে কম্পিউটারের সঙ্গে কোনাে মিথস্ক্রিয়া করা যায় না৷ শিক্ষকের ক্ষেত্রে এই সীমাবদ্ধতা নেই। তিনি প্রয়ােজনমতাে শ্রেণিকক্ষকে নিয়ন্ত্রণ করে যােগাযােগের পথ রচনা করতে পারেন৷
[3] সংবেদনশীলতার অভাব: শিক্ষক শিক্ষার্থীর মানসিক বা প্রাক্ষোভিক অবস্থা অনুভব করে প্রয়ােজন অনুযায়ী বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে পারেন। কম্পিউটারের পক্ষে তা সম্ভব নয়।
[4] শ্রেণিকক্ষের আবহাওয়া: শ্রেণি শিক্ষণে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে যে আবেগ ও অনুভূতির সঞ্চালন হয় এবং তার ফলে শ্রেণিকক্ষে যে হৃদ্যতাপূর্ণ আবহাওয়া গড়ে ওঠে কম্পিউটারের মাধ্যমে তা সম্ভব নয়।
[5] চরিত্র গঠন: পাঠক্রমের সঞ্চালনের মধ্যেই শিক্ষকের দায়িত্ব শেষ হয় না। শিক্ষার্থীর চরিত্র গঠনের দায়িত্ব তাকে গ্রহণ করতে হয়, যা কম্পিউটারের পক্ষে সম্ভব নয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Mark=4 ???
Yes