দামােদর উপত্যকা পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখাে ৷ 

দামােদর উপত্যকা পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখাে ৷    Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

দামােদর উপত্যকা পরিকল্পনার উদ্দেশ্য: দামােদর উপত্যকা পরিকল্পনার বহুমুখী উদ্দেশ্যগুলি হল— 

1. নিম্ন উপত্যকায় বন্যা নিয়ন্ত্রণ: এই পরিকল্পনার মাধ্যমে নিম্ন উপত্যকা অঞ্চলে বন্যা নিয়ন্ত্রণ করা। 

2. খনিজ দ্রব্য উত্তোলন ও ধাতব শিল্পের উন্নতিসাধন: খনিজ সম্পদে সমৃদ্ধ দামােদর উপত্যকায় বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে নানাবিধ খনিজ দ্রব্যের উত্তোলন বৃদ্ধি এবং ধাতব শিল্পের উন্নতি সাধন করা।

3.  কৃষির উন্নতিসাধন: জলাধারের জল জলসেচের কাজে ব্যবহার করে কৃষিব্যবস্থার উন্নতিসাধন ও পতিত জমি পুনরুদ্ধার করা। 

4. পরিবেশদূষণ রােধ ও মৃত্তিকা সংরক্ষণ: দামােদর উপত্যকা অঞ্চলের পরিবেশদূষণ রােধ ও মৃত্তিকা সংরক্ষণ করা। 

5.পর্যটন কেন্দ্রের বিকাশ ঘটানাে: পর্যটন কেন্দ্রের বিকাশ ঘটানাে প্রভৃতি এই পরিকল্পনার উদ্দেশ্য।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment