দামােদর উপত্যকা পরিকল্পনা থেকে কী কী সুবিধা পাওয়া যায় আলােচনা করাে। Class 10 | Geography | 3 Marks‘
উত্তর:-
দামােদর উপত্যকা পরিকল্পনা থেকে প্রাপ্ত সুবিধা: দামােদর উপত্যকা পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন সুবিধা পাওয়া যায়, যেমন—
1. বন্যা নিয়ন্ত্রণ: দামােদর পরিকল্পনায় বাঁধ এবং জলাধারগুলি নির্মাণের মাধ্যমে এই নদের উপত্যকায় বন্যা নিয়ন্ত্রণ করা অনেকটাই সম্ভব হয়েছে।
2. কৃষিকাজের সুবিধা: নিম্ন অববাহিকায় জলসেচের মাধ্যমে কৃষিকাজ করা সম্ভব হয়েছে।
3. জলবিদ্যুৎ কেন্দ্র: তিলাইয়া, মাইথন ও পাঞ্চেৎ বাঁধ নির্মাণ করে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে।
4. শিল্পাঞ্চলের বিকাশ: এ ছাড়াও এই বহুমুখী নদী পরিকল্পনার সাহায্যে শিল্পাঞ্চলের বিকাশ ঘটেছে, যেমন—আসানসােল, চিত্তরঞ্জন প্রভৃতি শিল্পাঞ্চলের বিকাশ ত্বরান্বিত হয়েছে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
So very very thanks 🥰❤️
Thank you✅
Full mark pabo to