Class 10 Class 10 Geography দামােদর উপত্যকা পরিকল্পনা থেকে কী কী সুবিধা পাওয়া যায় আলােচনা করাে।

দামােদর উপত্যকা পরিকল্পনা থেকে কী কী সুবিধা পাওয়া যায় আলােচনা করাে।

দামােদর উপত্যকা পরিকল্পনা থেকে কী কী সুবিধা পাওয়া যায় আলােচনা করাে।    Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

দামােদর উপত্যকা পরিকল্পনা থেকে প্রাপ্ত সুবিধা: দামােদর উপত্যকা পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন সুবিধা পাওয়া যায়, যেমন— 

1. বন্যা নিয়ন্ত্রণ: দামােদর পরিকল্পনায় বাঁধ এবং জলাধারগুলি নির্মাণের মাধ্যমে এই নদের উপত্যকায় বন্যা নিয়ন্ত্রণ করা অনেকটাই সম্ভব হয়েছে। 

2. কৃষিকাজের সুবিধা: নিম্ন অববাহিকায় জলসেচের মাধ্যমে কৃষিকাজ করা সম্ভব হয়েছে। 

3. জলবিদ্যুৎ কেন্দ্র: তিলাইয়া, মাইথন ও পাঞ্চেৎ বাঁধ নির্মাণ করে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে। 

4. শিল্পাঞ্চলের বিকাশ: এ ছাড়াও এই বহুমুখী নদী পরিকল্পনার সাহায্যে শিল্পাঞ্চলের বিকাশ ঘটেছে, যেমন—আসানসােল, চিত্তরঞ্জন প্রভৃতি শিল্পাঞ্চলের বিকাশ ত্বরান্বিত হয়েছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

2 thoughts on “দামােদর উপত্যকা পরিকল্পনা থেকে কী কী সুবিধা পাওয়া যায় আলােচনা করাে।”

Leave a Comment