DEFINITION OF A REAL MAN
Points: A disciple asked his guru about the real man-guru told him a story—a man was wounded by some miscreantspeople overlooked—one poor farmer helped-disciple got his answer.
One day a disciple asked his guru who the real man was. The guru did not give him a direct answer. Instead he told his disciple a story. It was the story of a businessman. Once he was going to a distant land. On the way a band of miscreants attacked him. They took away all his money and left him wounded. The man was lying on the roadside. Passers-by crossing the place noticed him. But none of them cared for him. However, a poor farmer took pity on the wounded man. He nursed him, fed him, gave him money and arranged for his journey. After telling the gospel, the guru stopped. By that time, his disciple had well understood the true traits of a real man.
Moral: A helpful man is a real man.
প্রকৃত মানুষের সংজ্ঞা
একদিন এক শিষ্য তার গুরুকে জিজ্ঞেস করল প্রকৃত মানুষ কে। গুরু তাকে সরাসরি কোনাে উত্তর দিলেন না। পরিবর্তে তিনি তার শিষ্যকে একটা গল্প বললেন। এটা ছিল একজন ব্যবসায়ীর গল্প। একদা সে একটি দূর দেশে যাচ্ছিল। পথে একদল দুষ্কৃতী তাকে আক্রমণ করে। তারা তার সব টাকাকড়ি নিয়ে নেয় এবং আহত অবস্থায় তাকে ফেলে রেখে যায়। লােকটা রাস্তার ধারে পড়েছিল। ওই জায়গাটা দিয়ে যেসব পথচারীরা যাচ্ছিল তারা তাকে লক্ষ করে। কিন্তু কেউ তার জন্য উদবিগ্ন হয় না। এক গরিব চাষি অবশ্য আহত লােকটার প্রতি করুণা দেখায়। সে তার শুশ্রুষা করে, তাকে খাওয়ায়, তাকে অর্থ দেয় এবং তার যাত্রার ব্যবস্থা করে। এই উপদেশমূলক কাহিনিটি বলে গুরু থামলেন। ততক্ষণে তার শিষ্য ভালাে মতােই বুঝে গিয়েছে প্রকৃত মানুষের সত্যিকার চরিত্র বৈশিষ্ট্যগুলাে কী কী।
নীতিকথা: উপকারী ব্যক্তিই প্রকৃত মানুষ।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।