দশম শ্রেনী (মাধ্যমিক) দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির কারণগুলি বিশ্লেষণ করাে। অথবা, দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তির উদ্দেশ্য সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে।

দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির কারণগুলি বিশ্লেষণ করাে। অথবা, দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তির উদ্দেশ্য সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে। 

দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির কারণগুলি বিশ্লেষণ করাে।
অথবা, দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তির উদ্দেশ্য সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে।    4 Marks/Class 10

উত্তর:-

ভূমিকা : দেশীয় রাজ্যগুলি অভ্যন্তরীণ ক্ষেত্রে ছিল স্বশাসনের অধিকারী ; তাই এই রাজ্যগুলিকে ভারতের অন্তর্ভুক্ত করা ছিল জরুরি। 

ভারতভুক্তির কারণ : দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির উল্লেখযােগ্য কারণগুলি হল— 

১. রাজ্যগুলির গুরুত্ব : ভারতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ৫৬২টি দেশীয় রাজ্য ছিল সমগ্র ভারত-ভূখণ্ডের ৪৮ শতাংশ এবং এই রাজ্যগুলির লােকসংখ্যা ছিল ৯ কোটি। 

২. জাতীয়তাবাদী আদর্শ : ভারতের জাতীয় স্তরের নেতারা অখণ্ড ভারতীয় জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী হওয়ায় তাঁরা ভারত ভূখণ্ডের ভেতরে কোনাে বিচ্ছিন্ন স্বাধীন রাষ্ট্রের অস্তিত্ব মেনে নিতে রাজি ছিলেন না।

৩. জনগণের আকাঙ্ক্ষা : দেশীয় রাজ্যগুলি ছিল মধ্যযুগায় ভাবধারা-যুক্ত রাজতান্ত্রিক রাজ্য এবং স্বৈরাচারী শাসন ও কুসংস্কারগ্রস্ত সমাজের কারণে এখানের তথাকথিত প্রজাদের অধিকাংশ এই অবস্থার পরিবর্তন চেয়েছিল।

৪.প্রজা-আন্দোলন : গণতন্ত্র ও স্বাধীনতার দাবিতে ‘প্রজা আন্দোলন গড়ে উঠলে দেশীয় রাজ্যগুলিতে ভারতের জাতীয় নেতৃবর্গ ও কংগ্রেসের পক্ষে এই দাবিকে উপেক্ষা করা সম্ভব ছিল না l এই সমস্যার সমাধান ছিল রাজ্যগুলির ভারতভুক্তি।

উপসংহার : পূর্বোক্ত আলােচনা থেকে দেখা যায় যে, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তিকরণ ভারতের ভৌগােলিক অখণ্ডতা ধরে রাখা এবং জাতীয় ঐক্য ও সংহতির পক্ষে ছিল জরুরি। একারণেই সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি সম্পূর্ণ হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

2 thoughts on “দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির কারণগুলি বিশ্লেষণ করাে। অথবা, দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তির উদ্দেশ্য সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে। ”

  1. কার নেতৃত্বে দেশীয় রাজ্য গুলি ভারত ভুক্ত হয়েছিল

    Reply

Leave a Comment

error: Content is protected !!