দক্ষিণ গােলার্ধের পশ্চিমা বায়ু উত্তর গােলার্ধের পশ্চিমা বায়ু অপেক্ষা অধিকতর বেগে প্রবাহিত হয় কেন? Class 10 | Geography | 3 Marks
উত্তর: দক্ষিণ গােলার্ধের পশ্চিমা বায়ু উত্তর গােলার্ধের পশ্চিমা বায়ু অপেক্ষা অধিকতর বেগে প্রবাহিত হওয়ার কারণ : একটি উল্লেখযােগ্য নিয়ত বায়ু হল পশ্চিমা বায়ু। এই বায়ুর গতিবেগ উত্তর গােলার্ধের। তুলনায় দক্ষিণ গােলার্ধে বেশি হওয়ার কারণগুলি হল—
1) উত্তর গােলার্ধে স্থলভাগ বেশি : এই বায়ু উভয় গােলার্ধে 35° থেকে 60° অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয়। উত্তর গােলার্ধে 35° থেকে 60° অক্ষাংশের মধ্যে জলভাগের তুলনায় স্থলভাগ বেশি। থাকায় পশ্চিমা বায়ুপ্রবাহের গতির ওপর ঘর্ষণজনিত বল বা বাধার প্রভাব খুব বেশি পড়ে। ফলে বায়ুপ্রবাহের গতিবেগ বাধাপ্রাপ্ত হয়।
2) দক্ষিণ গােলার্ধে জলভাগ বেশি: দক্ষিণ গােলার্ধে 35° থেকে 60° অক্ষাংশের মধ্যে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি থাকায় ঘর্ষণজনিত বাধা কম পড়ে। ফলে বিস্তৃত জলরাশির ওপর দিয়ে পশ্চিমা বায়ু প্রবল বেগে সশব্দে প্রবাহিত হতে পারে। তাই দক্ষিণ গােলার্ধে পশ্চিমা বায়ুকে প্রবল পশ্চিমা বায়ু বলা হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।