ধান উৎপাদনের অনুকুল ভৌগােলিক পরিবেশের বিবরণ দাও।
অথবা, ধান উৎপাদনের উপযােগী ভৌগােলিক অবস্থা বর্ণনা করাে। Class 10 | Geography (ভারতের অর্থনৈতিক পরিবেশ) | 5 Marks
ধান উৎপাদনের অনুকুল ভৌগােলিক পরিবেশ
ভারতের প্রধান কৃষিজ ফসল হল ধান। ধান উৎপাদনের জন্য অনুকুল ভৌগােলিক পরিবেশগুলি হল—
A) প্রাকৃতিক পরিবেশ
1) জলবায়ু: ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর উষ্ণ-আর্দ্র পরিবেশে ধানের চাষ হয়।
[i] উষ্ণতা: ধান চাষের জন্য গড়ে 20°সে-30°সে উষ্ণতা প্রয়ােজন।
[ii] বৃষ্টিপাত: ধান চাষের জন্য বার্ষিক 100200 সেন্টিমিটার বৃষ্টিপাত বাঞ্ছনীয়। ধানের চারা বড়াে হওয়ার সময় প্রতি মাসে 12.5 সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টি হলে ধানের ফলন ভালাে হয়। পাশাপাশি ধান পাকা ও কাটার সময় শুষ্ক ও রােদ ঝলমলে আবহাওয়া প্রয়ােজন।
2) মৃত্তিকা:
[i] দোআঁশ মাটি ও পলিমাটি: উর্বর দোআঁশ মাটি এবং নদী উপত্যকার পলিমাটি ধান চাষের পক্ষে আদর্শ।
[ii] অপ্রবেশ্য কাদামাটি: পলিমাটির নীচে অপ্রবেশ্য কাদামাটির স্তর থাকলে জমিতে জল জমে থাকে, যা ধান চাষের পক্ষে সহায়ক হয়।
3) ভূমির প্রকৃতি: জমিতে জল জমে থাকলে ধান সবচেয়ে ভালাে জন্মায়। তাই নদী উপত্যকা ও বদ্বীপ সমভূমি ধান চাষের জন্য বিশেষ উপযােগী।
4) ভূমির উচ্চতা: সাধারণত সমুদ্রপৃষ্ঠে বা সমুদ্রপৃষ্ঠের থেকে সামান্য উঁচুতেই ধানের চাষ হয়। তবে, কেরলের আলাপ্পুঝা জেলাতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতার চেয়ে নীচু অঞ্চলেও ধানের চাষ হয়। আবার, দেরাদুন (435 মি), কাশ্মীর উপত্যকা (1850 মি) এবং মুসৌরি (2006 মি)-তেও ধানের চাষ করা হয়।
B) অর্থনৈতিক পরিবেশ
1) শ্রমিক: জমি কর্ষণ করা, আগাছা পরিষ্কার করা, চারা লাগানাে, শস্য ঝাড়াই করা প্রভৃতি কাজের জন্য প্রচুর সুলভ ও দক্ষ শ্রমিকের প্রয়ােজন হয়।
2) অন্যান্য: উচ্চফলনশীল বীজ, সার (জৈব ও রাসায়নিক), কীটনাশক, জলসেচ, আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রভৃতি ব্যবহারের সুবিধা পাওয়া গেলে ধানের উৎপাদন বাড়ে। এসবের জন্য প্রচুর মূলধনেরও প্রয়ােজন হয়। সর্বোপরি চাহিদা বা বাজারও ধান চাষকে প্রভাবিত করে। এ ছাড়া, বর্তমানে ধান ভারতের অনেক স্থানে বাণিজ্যিক ফসল হিসেবে পরিগণিত হচ্ছে। তাই উন্নত পরিবহণ ব্যবস্থা ধান চাষকে আরও লাভজনক চাষে পরিণত করতে পারে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Thanks to all of you 😊
It’s good
It’s is too good
👍👍👍👍❤️💖😈
Nice 👍👍👍
Osam
It is good 👍👍