ধনুকাকৃতি, তীক্ষ্ণাগ্র এবং পাখির পায়ের মতাে বদ্বীপ কাকে বলে ? Class 10 | Geography | 3 Marks
উত্তর:-
ধনুকাকৃতি বদ্বীপ: যখন নদীমােহানায় জমা হওয়া পলিরাশিকে দুর্বল সমুদ্রস্রোত অপসারণ করতে পারে না, তখন নদীবাহিত ওই পলিরাশি সমুদ্রের দিকে পাখার মতাে ছড়িয়ে সঞ্চিত হয়। এর ফলে যে বদ্বীপটি গড়ে ওঠে তা সমুদ্রের দিকে ধনুকের মতাে বেঁকে যায়। একেই বলে ধনুকাকৃতি বদ্বীপ। এই ধরনের বদ্বীপ অনেকটা জিভের মতাে দেখতে হয় বলে একে ‘জিহ্বাগ্র বদ্বীপ’-ও বলে।
উদাহরণ: নীল নদের বদ্বীপ।
তীক্ষ্ণাগ্র বদ্বীপ : মােহানায় তরঙ্গের প্রভাব বেশি থাকলে নদীবাহিত পলিরাশি নদীর সম্মুখে সঞ্চিত না হয়ে দু-পাশে ছড়িয়ে পড়ে। এর ফলে যে বদ্বীপ গড়ে ওঠে তার সমুদ্রের দিকের অগ্রভাগ তীক্ষ্ণ হয়। এজন্য একে তীক্ষ্ণাগ্র বদ্বীপ বলে।
উদাহরণ: ইটালির টাইবার নদীর বদ্বীপ।
পাখির পায়ের মতাে বা পক্ষীপাদ বদ্বীপ : মােহানায় নদীর জলের ঘনত্ব কম কিন্তু গতিবেগ বেশি হলে নদীবাহিত পলিরাশি মূল নদী ও তার শাখানদী সমূহের দুই পাশে জমা হতে হতে সমুদ্রে বেশ দূর পর্যন্ত পৌঁছে অধঃক্ষিপ্ত হয়। এর ফলে যে বদ্বীপটি গড়ে ওঠে তা দেখতে পাখির পায়ের মতাে হয় বলে একে পক্ষীপাদ বদ্বীপ বলে।
উদাহরণ : আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসিসিপি-মিসৌরি নদীর বদ্বীপ।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।