দশম শ্রেনী (মাধ্যমিক) Dighat Somikoron Koshe Dekhi 1.1 Madhyamik Mathematics Solution WBBSE দ্বিঘাত সমীকরণ কষে দেখি ১.১

Dighat Somikoron Koshe Dekhi 1.1 Madhyamik Mathematics Solution WBBSE দ্বিঘাত সমীকরণ কষে দেখি ১.১

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক গণিত সমাধান Dighat Somikoron Koshe Dekhi 1.1 নিয়ে এসেছি। মাধ্যমিক গণিতের প্রথম অধ্যায় একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কষে দেখি ১.১ থেকে সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এখানে আলোচনা করা হয়েছে।

একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ

Quadratic Equations With One Variable

কষে দেখি 1.1 

Dighat Somikoron Koshe Dekhi 1.1 Solution

1. নীচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি/কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি।

(i) x2-7x+2

Ans: এই বহুপদী সংখ্যামালায় x এর সর্বোচ্চ  ঘাত = 2

∴ এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা

(ii) 7x5-x(x+2)

Ans: = 7x5-x -2x

এই বহুপদী সংখ্যামালায় x এর সর্বোচ্চ  ঘাত = 5

∴ এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়

(iii) 2x (x+5)+1

Ans: = `2x^{2}+10x+1`

এই বহুপদী সংখ্যামালায় x এর সর্বোচ্চ  ঘাত = 2

∴ এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা

(iv) 2x-1 

Ans: এই বহুপদী সংখ্যামালায় x এর সর্বোচ্চ  ঘাত = 1

∴ এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়

2. নীচের সমীকরণগুলির কোনটি `ax^{2}+bx+c=0`, যেখানে a, b, c বাস্তব সংখ্যা এবং a ≠ 0, আকারে লেখা যায় তা লিখি।

`(i) x-1+\frac{1}{x}=6, (x ≠ 0)`

Ans: বা, `x+\frac{1}{x}=6+1`

বা, `\frac{x^{2}+1}{x}=7`

বা, `x^{2}+1=7x`

বা, `x^{2}-7x+1=0` —(i) নং সমীকরণ

∴ (i) নং সমীকরণকে `ax^{2}+bx+c ` আকারে লেখা যায় যেখানে a=1, b= -7, c=1,

(ii) `x+\frac{3}{x}=x^{2},(x ≠ 0)`

Ans: বা, `\frac{x^{2}+3}{x}=x^{2}`

বা, `x^{2}+3=x^{3}`

বা, `x^{3}=x^{2}+3`

বা, `x^{3}-x^{2}-3=0`  —(ii) নং সমীকরণ

∴ (ii) নং সমীকরণকে `ax^{2}+bx+c=0 ` আকারে প্রকাশ করা যাবে না

`(iii) x^{2}-6\sqrt{x+2=0}`

Ans : বা, `x^{2}+2=6 \sqrt{x}`

বা, `(x^{2}+2) ^{2} =(6 \sqrt{x})^{2}` [ উভয় পাশে বর্গ করে পাই ]

বা, `(x^{2})^{2}+2.x^{2}.2+2^{2}=36x`

বা, `x^{4}+4x^{2}+4=36x`

বা, `x^{4}+4x^{2}-36x+4=0` —— (iii) নং সমীকরণ

∴ (iii) নং সমীকরণকে `ax^{2}+bx+c=0 ` আকারে প্রকাশ করা যাবে না

`(iv) (x-2)^{2}=x^{2}-4x+4`

Ans : বা, `x^{2}-2.x.2+2^{2}=x^{2}-4x+4`

বা, `x^{2}-4x+4=x^{2}-4x+4`

বা, `\cancel {x^{2}}- \cancel {4x}+ \cancel {4}- \cancel {x^{2}}+ \cancel {4x}- \cancel {4}=0`

∴ 0=0

এটি একটি আভেদ সমীকরণ নয়

∴ এটি কে `ax^{2}+bx+c=0 ` আকারে প্রকাশ করা যাবে না

3. `x^{6}-x^{3}-2=0` সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি।

Ans : `x^{6}-x^{3}-2=0`

বা, `(x^{3})^{2}-x^{3}-2=0` [ ধরি `x^{3}` =y ]

বা, `y^{2}-y-2=0`

∴ `y^{2}-y-2=0` সমীকরণটি ` x^{3} ` সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ l

4. (i) (a-2)x2+3x+5= 0 সমীকরণটি a-এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি।

Ans: (a-2)x2+3x+5= 0

এখানে x2 এর সহগ (a-2) =0 হলে এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না

(a-2)x2+3x+5= 0

বা, 2-2x2 +3x+5=0

বা, 0.x2 +3x+5=0

বা, 0+3x+5=0

বা, 3x+5=0

∴ প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত হবে না যখন a=2 হবে l

4.(ii) `\frac{x}{4-x}=\frac{1}{3x}` , (x ≠ 0, x ≠ 4) -কে ax2+bx+c = 0 (a ≠ 0) দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x-এর সহগ কত হবে তা নির্ণয় করি।

Ans: `\frac{x}{4-x}=\frac{1}{3x}` , (x ≠ 0, x ≠ 4)

বা, 3x2 =4-x

বা, 3x2 +x -4=0 —–>(i) নং সমীকরণ

∴ (i) নং সমীকরণকে `ax^{2}+bx+c=0 ` আকারে প্রকাশ করলে x-এর সহগ হবে =1

4.(iii) 3x2+7x+23 = (x+4) (x+3)+2-কে ax2+bx+c=0 (a ≠ 0) দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি।

Ans: 3x2+7x+23 = (x+4) (x+3)+2

বা, 3x2+7x+23 = x2+3x+4x+12+2

বা, 3x2+7x+23 = x2+3x+7x+14

বা, 3x2 -x2+`\cancel{7x }-\cancel{7x}` +23 -14=0

বা, 2x2+9=0

বা, 2x2+0.x+9=0

∴ 2x2+0.x+9=0 এটি ax2+bx+c=0 সমীকরণ আকারে l

4.(iv) (x+2)3= x(x2-1) সমীকরণটিকে ax2+bx+c = 0 (a ≠0) দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি এবং x2, x ও y0 -এর সহগ লিখি।

Ans: (x+2)3= x(x2-1)

বা, x3 +3x22+3×22+23=x3-x

বা, x3 +6x2+12x+8=x3-x

বা, `\cancel{x^{3}}-\cancel{x^{3}}`+6x2+12x+x+8=0

বা, 6x2+13x+8=0

∴ 6x2+13x+8=0 এই সমীকরণটি ax2+bx+c = 0 এর আকারে প্রকাশ করা হল

এবং এখানে x2 -এর সহগ =6, x -এর সহগ =13, `x^{0}` -এর সহগ =8

5. নীচের বিবৃতিগুলি থেকে একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি।

(i) 42-কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। 

Ans:

ধরি একটি অংশ = x

∴ অপর অংশ হবে (42-x)

∴ প্রশ্নানুসারে x2 =42-x

বা, x2+x-42=0

∴ x2+x-42=0 এটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ

(ii) দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 

Ans:

ধরি একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা =x

অপর সংখ্যাটি হবে x+2

∴ প্রশ্নানুসারে x(x+2)=143

বা, x2 +2x-143=0

∴ x2 +2x-143=0 একটি দ্বিঘাত সমীকরণ

(iii) দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313

Ans: ধরি দুটি ক্রমিক সংখ্যা = x , x+1

∴ প্রশ্নানুসারে (x)2 +(x+1)2 = 313

বা, x2 + x2 +2.x.1+12 = 313

বা, 2x2+2x+1-313 = 0

বা, 2x2+2x-312 = 0

বা, 2(x2+x-156 ) = 0

বা, x2+x-156 = 0

∴ নির্ণেয় একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হল = x2+x-156 =0

6. নীচের বিবৃতিগুলি থেকে একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি।

(i) একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি।

Ans: ধরি, আয়তাকার ক্ষেত্রের প্রস্থ = x

∴ দৈর্ঘ্য =x+3

∴ প্রশ্নানুসারে x2 +(x+3)2 = 152

বা, x2+x2 +2.x.3+32 =225

বা, 2x2+6x+9-225 = 0

বা, 2x2+6x-216=0

বা, 2( x2+3x-108 ) = 0

বা, x2+3x-108 = 0

∴ x2+3x-108 = 0 এটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ l

(ii) এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা, চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা, চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা, প্রতি চিনির দাম 1 টাকা কম হতাে।

Ans: ধরি, ঐ ব্যক্তি x কিগ্রা চিনি 80 টাকায় কিনেছেন

∴ x কিগ্রা চিনির ক্রয় মূল্য = 80 টাকা

1 কিগ্রা চিনির ক্রয় মূল্য `\frac{80}{x}` টাকা

আবার, x+4 কিগ্রা চিনির ক্রয় মূল্য = 80 টাকা

1 কিগ্রা চিনির ক্রয় মূল্য `\frac{80}{x+4}` টাকা

∴ প্রশ্নানুসারে `\frac{80}{x}`-`\frac{80}{x+4}`=1

বা, `\frac{ \cancel {80x}+320-\cancel {80x}}{x(x+4)}`=1

বা, `\frac{320}{x^{2}+4x}`=1

বা, x2+4x = 320

বা, x2+4x-320 =0

∴ x2+4x-320 =0 এটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ l

(iii) দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি.। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল।ট্রেনটির গতিবেগ ঘণ্টায় 5 কিমি. বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘণ্টা কম সময় লাগত।

Ans: ধরি, ট্রেনটির গতিবেগ = x কিমি/ঘণ্টা

∴ x কিমি/ঘণ্টা গতিবেগে 300 কিমি যেতে সময় লাগে = `\frac{300}{x}`

এবং x+5 কিমি/ঘণ্টা গতিবেগে 300 কিমি যেতে সময় লাগে = `\frac{300}{x+5}`

∴ প্রশ্নানুসারে `\frac{300}{x}`-`\frac{300}{x+5}`=2

বা, `\frac{ \cancel {300x}+1500-\cancel {300x}}{x(x+5)}`=2

বা, `\frac{1500}{x^{2}+5x}`=2

বা, 2x2+10x = 1500

বা, 2x2+10x-1500=0

বা, 2( x2+5x-750 ) = 0

বা, x2+5x-750 = 0

∴ x2+5x-750 = 0 এটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ l

(iv) একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলাে।

Ans:

Ans: ধরি, ঘড়িটির ক্রয় মূল্য = x টাকা

লাভ হয়েছে = (336-x)

∴ প্রশ্নানুসারে 336 – x = এর x %

বা, 336 – x = `x \times\frac{x}{100}`

বা, 336 – x = `\frac{x^{2}}{100}`

বা, x2=33600-100x

বা, x2+100x-33600=0

∴ x2+100x-33600=0 এটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ l

(v) স্রোতের বেগ ঘণ্টায় 2 কিমি. হলে, রতনমাঝির স্রোতের অনুকূলে 21 কিমি. গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘণ্টা সময় লাগে।

Ans: ধরি, স্থির জলে নৌকার গতিবেগ =x কিমি/ঘণ্টা

এবং স্রোতের বেগ = 2 কিমি/ঘণ্টা

∴ স্রোতের অনুকূলে নৌকার কার্যকারী বেগ = (x+2) কিমি/ঘণ্টা

এবং স্রোতকূলে প্রতিকূলে নৌকার কার্যকারী বেগ = (x-2) কিমি/ঘণ্টা

স্রোতের অনুকূলে 21 যেতে সময় লেগেছে = `\frac{21}{x+2}`

স্রোতকূলে প্রতিকূলে 21 যেতে সময় লেগেছে = `\frac{21}{x-2}`

∴ প্রশ্নানুসারে `\frac{21}{x+2}` + `\frac{21}{x-2}` =10

বা, `\frac{21x-\cancel {42}+21x+ \cancel {42}}{(x+2)(x-2)}` =10

বা, `\frac{42x}{x^{2}-\cancel {2x}+ \cancel {2x} -4}` =10

বা, `\frac{42x}{x^{2}-4}` =10

বা, 10x2-40=42x

বা, 10x2-42x-40=0

বা, 2( 5x2-21x-20 ) = 0

বা, 5x2-21x-20 = 0

∴ 5x2-21x-20 = 0 এটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ l

(vi) আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘণ্টা বেশি সময় লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘণ্টায় শেষ করতে পারে।

Ans: ধরি, মহিম মোট কাজ = 1 অংশ করে x ঘণ্টায়

এবং মজিদ মোট কাজ = 1 অংশ করে x+3 ঘণ্টায়

∴ মহিম x ঘণ্টায় করে 1 অংশ

মহিম 1 ঘণ্টায় করে `\frac{1}{x}` অংশ

মজিদ x+3 ঘণ্টায় করে 1 অংশ

মজিদ 1 ঘণ্টায় করে `\frac{1}{x+3}` অংশ

∴ দুজনে একসঙ্গে 1 ঘণ্টায় করে `\frac{1}{x}` + `\frac{1}{x+3}`

= `\frac{x+3+x}{x(x+3)}`

= `\frac{2x+3}{x^{2}+3x}`

দুজনে একসঙ্গে 2 ঘণ্টায় করে `\frac{2(2x+3)}{x^{2}+3x}`

`\frac{4x+6}{x^{2}+3x}`

∴ প্রশ্নানুসারে `\frac{4x+6}{x^{2}+3x}` =1

বা, x2+3x = 4x+6

বা, x2+3x-4x-6 = 0

বা, x2 -x-6=0

∴ x2 -x-6=0 এটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ l

(vii) দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম।

Ans: ধরি, দশক স্থানীয় অঙ্কটি = x

∴ একক স্থানীয় অঙ্কটি = x+6

∴ সংখ্যাটি 10x+x+6

= 11x+6

∴ প্রশ্নানুসারে, x(x+6) = (11x+6)-12

বা, x2+6x = 11x+6-12

বা, x2+6x-11x+6 = 0

বা, x2-5x+6 = 0

∴ x2-5x+6 = 0

∴ x2-5x+6=0 এটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ l

(viii) 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গ মিটার।

Ans: যেহেতু মাঠটির দৈর্ঘ্য = 45 মি. এবং প্রস্থ = 40 মি.

∴ মাঠটির ক্ষেত্রফল = 45×40 = 1800 বর্গমি.

মনে করি, রাস্তাটি চওড়া = x মি.

∴ রাস্তাসহ মাঠটির দৈর্ঘ্য = 45+2x মি.

এবং রাস্তাসহ মাঠটির প্রস্থ = 40+2x মি.

এবং রাস্তাসহ মাঠটির ক্ষেত্রফল = (45+2x)(40+2x)

∴ প্রশ্নানুসারে, (45+2x)(40+2x)-1800 = 450

বা, `\cancel1800`+90x+80x+4x2-`\cancel1800`-450 = 0

বা, 4x2+170x-450 = 0

বা, 2(2x2+85x-225) = 0

বা, 2x2+85x-225 = 0

∴ 2x2+85x-225 = 0 একটি দ্বিঘাত সমীকরণ l

Read Also:

Dighat Somikoron Koshe Dekhi 1.1 সমাধান

Dighat Somikoron Koshe Dekhi 1.2 সমাধান

Article Written by – Chandra Nath Das

SEO by – Gouranga Das

Post Thumbnail by – Chiranjit Das

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment