বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন সম্পর্কে আলোচনা করো

উত্তরঃ-

উঃ পরিবেশ সংক্রান্ত মামলার রায়ে ভারতের সুপ্রিম কোর্ট বলেছেন যে, প্রতিটি মানুষের একটি সুস্থ দূষণমুক্ত পরিবেশে বেঁচে থাকার অধিকার আছে। যেহেতু পরিবেশের অন্যতম উপাদান হল বায়ু, তাই নির্মল, দূষণমুক্ত, শ্বাস নেওয়ার যোগ্য বায়ু বা বাতাসের অধিকার প্রতিটি ভারতবাসীর রয়েছে। এই অধিকারকে কায়েম করার জন্যই বায়ুদূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা দরকার। তার জন্য বিজ্ঞান ও প্রযুক্তির যেমন দরকার, তেমনি আইনি সুরক্ষা বন্দোবস্তেরও প্রয়োজন রয়েছে। এই উদ্দেশ্য পূরণে ১৯৮১ সালে বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন তৈরি হয়।

বায়ু (প্রতিরোধ ও দূষণ নিয়ন্ত্রণ) আইন, 1981 অনুসারে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাজঃ

আলোচ্য আইনের (17) (1) ধারা অনুসারে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অন্যতম কাজ হল-

(1) বায়ুদূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সার্বিক পরিকল্পনা গ্রহণ করবে এবং ওই পরিকল্পনা রূপায়ণ করবে। এ বিষয়ে রাজ্য সরকারকে পরামর্শ দেবে।

(2) বায়ুদূষণ নিরোধক অঞ্চলের সীমা নির্দিষ্ট করবে ও প্রয়োজনমতো ওই সীমানার পরিবর্তন করতে পারবে। বায়ুদূষণ সংক্রান্ত সমীক্ষা করবে।

বায়ু (প্রতিরোধ ও দূষণ নিয়ন্ত্রণ) আইন, 1981 অনুসারে কয়েকটি ব্যবস্থাঃ

(1) আলোচা আইনের 21, 22, 24 এবং 50 নং ধারা অনুসারে যে শিল্পসংস্থাগুলিকে বায়ুদূষণ নিয়ন্ত্রণ আইনের আওতায় আনা হয়েছে সেগুলি হল- (a) অ্যাসবেসটস এবং অ্যাসবেসটস জাত সামগ্রী উৎপাদন শিল্প (b) সিমেন্ট এবং সিমেন্টজাত সামগ্রী উৎপাদন শিল্প (c) সেরামিক শিল্প; (d) রাসায়নিক শিল্প; (e) ইঞ্জিনিয়ারিং শিল্প; (f) ধাতু নিষ্কাশন শিল্প: (g) সার শিল্প (h) খাদ্য এবং কৃষিজাত দ্রব্য প্রক্রিয়াকরণ শিল্প; (i) খনি শিল্প; (j) বিদ্যুৎ উৎপাদন শিল্প; পেট্রো-রসায়ন শিল্প ইত্যাদি।

(2) বায়ুদূষণ প্রতিরোধের উদ্দেশ্যে কোনো ব্যক্তি রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্যদের অনুমতি ছাড়া কোনো শিল্প স্থাপন করতে পারবে না।

(3) শিল্প সংস্থাগুলি বায়ুদূষণ করতে পারবে না। বায়ুদূষণ প্রতিরোধের জন্য উন্নত প্রযুক্তি ও যন্ত্রপাতির সাহায্য নেবে। 

(4) যানবাহন থেকে বায়ুদূষণ হলে, তা নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নিতে হবে।

(5) আলোচ্য আইন অনুসারে আইন ভঙ্গকারী ব্যক্তির তিন মাসের জেল বা দশ হাজার টাকা জরিমানা বা প্রয়োজনে এই দু’টিই একসঙ্গে প্রযোজ্য হবে।

Read Also

জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন সম্পর্কে আলোচনা করো

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!