দশম শ্রেনী (মাধ্যমিক) দ্বিতীয় চুয়াড় বিদ্রোহের কারণগুলি সংক্ষেপে আলােচনা করাে।

দ্বিতীয় চুয়াড় বিদ্রোহের কারণগুলি সংক্ষেপে আলােচনা করাে। 

দ্বিতীয় চুয়াড় বিদ্রোহের কারণগুলি সংক্ষেপে আলােচনা করাে।   4 Marks/Class 10

উত্তর:

ভূমিকা : মেদিনীপুর, ঘাটশিলা ও বাঁকুড়ার চুয়াড় উপজাতির কৃষকরা ১৭৯৮-১৭৯৯ খ্রিস্টাব্দে যে বিদ্রোহ করে তা দ্বিতীয় পর্বের চুয়াড় বিদ্রোহ নামে পরিচিত।

বিদ্রোহের কারণ : দ্বিতীয় পর্বের চুয়াড় বিদ্রোহের কারণগুলি হল— 

১) জমি দখল : কৃষিকাজ ও পশুপালন ছিল চুয়াড়দের প্রধান জীবিকা। বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠার পর কোম্পানি কর্তৃপক্ষ এই অঞলের জমিদারদের ওপর অত্যন্ত চড়া হারে ভূমিরাজস্ব ধার্য করলে জমিদাররা এবং তাদের পাইক চুয়াড়রা এর বিরুদ্ধে সমগ্র জঙ্গলমহল জুড়ে বিদ্রোহ করে।

২) জীবিকা সমস্যা : সরকার কর্তৃক নিষ্কর জমি দখল চুয়াড় বিদ্রোহের অন্যতম কারণ ছিল। চুয়াড়দের পাইকান জমি কোম্পানি দখল করে নিলে তারা জীবিকাহীন হয়ে পড়ে। 

৩) অত্যাচার : চুয়াড়দের অধীনে থাকা জমিতে সরকারের নিযুক্ত রাজস্ব আদায়কারী কর্মচারীদের সীমাহীন অত্যাচার এই বিদ্রোহের অন্যতম কারণ। 

৪) দুর্জন সিংহের ভূমিকা : মেদিনীপুর জেলার রায়পুর পরগনার জমিদার দুর্জন সিংহ নির্দিষ্ট সময়ে ইংরেজ কোম্পানির রাজস্ব দিতে ব্যর্থ হলে কোম্পানি তার জমিদারি কেড়ে নেয়। এর প্রতিশােধ নিতে দুর্জন সিংহ চুয়াড় ও পাইক বিদ্রোহীদের সঙ্গে যােগ দেন।

উপসংহার : উপরােক্ত প্রেক্ষাপটে ১৭৯৮-৯৯ খ্রিস্টাব্দে দুর্জন সিংহ ও অচল সিংহের নেতৃত্বে এই বিদ্রোহ বড়াে আকার ধারণ করে। বিদ্রোহের ব্যাপকতার পরিপ্রেক্ষিতে সরকার সেনাবাহিনীর সাহায্যে এই বিদ্রোহ দমন করে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!