Class 10 Class 10 Geography দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ বেশি হয় কেন?

দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ বেশি হয় কেন?

দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ বেশি হয় কেন?  Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ বেশি হওয়ার কারণ : দক্ষিণ ভারতের তামিলনাড়ু, কর্ণাটক, অপ্রদেশ প্রভৃতি রাজ্যে প্রচুর সংখ্যায় জলাশয় আছে, যেগুলি ব্যাপকভাবে সেচকার্যে ব্যবহার করা হয়। এর কারণগুলি হল— 

1. অপ্রবেশ্য শিলাস্তর: এখানে মাটির নীচে অধিকাংশ অপ্রবেশ  শিলাস্তর থাকায় বৃষ্টির জল ভূগর্ভে বিশেষ সঞ্চিত হয় না। 

2. ঢেউ-খেলানাে ভূমি: এখানকার ভূপৃষ্ঠ ঢেউ-খেলানাে বা তরঙ্গায়িত বলে বর্ষার উদ্বৃত্ত জল সহজেই নিম্ন অঞ্চলে ধরে রাখা যায়।

3. খাল খননে অসুবিধা : বেশিরভাগ স্থানে কঠিন শিলাস্তর এবং বন্ধুর ভূমিরূপের জন্য খাল খনন করা কঠিন ও ব্যয়সাধ্য। 

4.নদীর জল পাওয়ার অসুবিধা : এখানকার নদীগুলি বৃষ্টির জলে পুষ্ট, অর্থাৎ চিরপ্রবাহী নয়। তাই সারাবছর সেচের জন্য নদীর জল পাওয়া যায় না। 

এইসব কারণের জন্য দক্ষিণ ভারতে জলাশয়ের দ্বারা জলসেচের গুরুত্ব ও ব্যবহার খুব বেশি।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।