দক্ষিণ ভারতের প্রধান নদনদীর সংক্ষিপ্ত পরিচয় দাও | দক্ষিণ ভারতের পূর্ববাহিনী ও পশ্চিমবাহিনী নদীগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও।

দক্ষিণ ভারতের প্রধান নদনদীর সংক্ষিপ্ত পরিচয় দাও। 
অথবা, দক্ষিণ ভারতের পূর্ববাহিনী ও পশ্চিমবাহিনী নদীগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও।  
 
 
Class 10 | Geography | 5 Marks

উত্তর:-

দক্ষিণ ভারতের প্রধান নদনদী : প্রবাহের দিক অনুসারে দক্ষিণ ভারতের নদনদীকে দুটি ভাগে ভাগ করা যায়, যথা — 

পূর্ববাহিনী নদী : 

1. মহানদী: (851 কিমি)
গতিপথ: ছত্তিশগড় রাজ্যের সিহাওয়ার উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে ছত্তিশগড় ও ওডিশার ওপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। মহানদীর মােহনায় একটি বদ্বীপের সৃষ্টি হয়েছে। 
উপনদী/শাখানদী: বামতীরের উপনদী হল শিওনাথ, ইব, মান্দ, হাসদো এবং ওং, জংক হল ডানতীরের উপনদী। শাখানদীগুলি হল কুশভদ্রা, ভার্গবী প্রভৃতি। 

2. গােদাবরী: (1465 কিমি)
গতিপথ: মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রিম্বকেশ্বর উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে মহারাষ্ট্র, তেলেঙ্গানা ও অপ্রদেশের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গােপসাগরে পড়েছে। এই নদী দক্ষিণ ভারতের দীর্ঘতম বলে এর নাম দক্ষিণ ভারতের গঙ্গা। এই নদীর মােহনায় একটি বদ্বীপ আছে। 
উপনদী/শাখানদী: মঞ্জিরা, ইন্দ্রাবতী, পূর্ণা প্রভৃতি হল গােদাবরীর উপনদী এবং গৌতমী, বশিষ্ঠ, বৈনতেয় প্রভৃতি হল গােদাবরী নদীর শাখানদী। 

3. কৃষ্ণা: (1400 কিমি)
গতিপথ: মহারাষ্ট্রের পশ্চিমঘাট পর্বতমালার মহাবালেশ্বর শৃঙ্গ থেকে উৎপন্ন হয়ে কৃষ্ণা নদী মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা ও অপ্রদেশের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। কৃষ্ণা নদীর মােহানাতে একটি বদ্বীপ আছে। 
উপনদী/শাখানদী: ভীমা, তুঙ্গভদ্রা, ঘাটপ্রভা, মুসি প্রভৃতি হল কৃষ্ণার উপনদী এবং নাগবতী, ভামসাধারা প্রভৃতি হল কৃষ্ণার শাখানদী। 

4. কাবেরী: (800 কিমি)
গতিপথ: কর্ণাটকের পশ্চিমঘাট পর্বতের ব্ৰম্মগিরি পাহাড় থেকে উৎপন্ন কাবেরী নদী কর্ণাটক ও তামিলনাড় রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গােপসাগরে পড়েছে। শিবসমুদ্রম কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাত। এই নদীটির মােহানাতেও একটি বদ্বীপ দেখা যায়। 
উপনদী/শাখানদী: হেমবতী, অর্কবতী প্রভৃতি কাবেরীর বামতীরের উপনদী এবং ভবানী, অমরাবতী প্রভৃতি ডানতীরের উপনদী। কোলেরুন হল কাবেরীর শাখানদী।

পশ্চিমবাহিনী নদী : 

1. নর্মদা: (1312 কিমি)
গতিপথ: মধ্যপ্রদেশে মৈকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপন্ন হয়ে নর্মদা নদী মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাতের ওপর দিয়ে প্রবাহিত হয়ে খাম্বা উপসাগরে এসে মিশেছে। জব্বলপুরের কাছে নর্মদার ওপর নয়নাভিরাম ধুয়াধার জলপ্রপাতের সৃষ্টি হয়েছে। 
উপনদী: বরণা, কোলার, হিরণ প্রভৃতি হল নর্মদার উপনদী।

2. তাপি বা তাপ্তী: (724 কিমি)
গতিপথ: মধ্যপ্রদেশে মহাদেব পাহাড়ের মুলতাই উচ্চভূমি থেকে উৎপন্ন তাপ্তী নদী মধ্যপ্রদেশ মহারাষ্ট্র ও গুজরাত হয়ে সুরাতের কাছে খাম্বাত উপসাগরে পড়েছে। 
উপনদী: পূর্ণা, গিরনা, পাঞ্জারা প্রভৃতি হল তাপ্তীর উপনদী।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment