Class 12 Class 12 Education দৃষ্টিহীন শিশুদের শ্রেণিবিভাগ লেখাে।

দৃষ্টিহীন শিশুদের শ্রেণিবিভাগ লেখাে।

দৃষ্টিহীন শিশুদের শ্রেণিবিভাগ লেখাে।     Class 12 | Education (শিক্ষাবিজ্ঞান) | 4 Marks

উত্তর:-

দৃষ্টিহীন শিশুদের শ্রেণিবিভাগ :  দৃষ্টিহীন বা ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশুদের শ্রেণিবিভাগের ক্ষেত্রে দুটি মতভেদ লক্ষ করা যায় — [1] প্রচলিত শ্রেণিবিভাগ এবং [2] মনােবিদ লােয়েনফেল্ড-কৃত শ্রেণিবিভাগ l

[1] প্রচলিত শ্রেণিবিভাগ : দর্শনজনিত ত্রুটিসম্পন্ন শিশুদের প্রধানত দুটি শ্রেণিতে ভাগ করা যায়। যেমন—

(i) সম্পূর্ণ দৃষ্টিহীন : যারা একেবারেই দেখতে পায় না এবং পড়াশােনার জন্য ব্রেইল প্রণালীর সাহায্য নিতে বাধ্য হয়, তাদের সম্পূর্ণ দৃষ্টিহীন বলা হয়। তারা প্রবণ ও স্পর্শশক্তির ওপর নির্ভরশীল হয়। দৃষ্টিশক্তির প্রয়ােজন হয় এমন কোনাে কাজ তারা করতে পারে না।

(ii) আংশিক দৃষ্টিশক্তিসম্পন্ন : যেসব শিশুদের দৃষ্টিশক্তি স্বাভাবিক শিশুদের থেকে দুর্বল এবং যারা বড়াে হরফের ছাপানাে লেখা পড়তে পারে, কিংবা বিশেষ পরিস্থিতিতে কিছু কিছু সাধারণ হরফের লেখাও পড়তে পারে, তাদের বলা হয় আংশিক দৃষ্টিশক্তিসম্পন্ন। 

[2] লােয়েনফেন্ডের শ্রেণিবিভাগ : মনােবিদ লােয়েনফেল্ড (Lowenfeld) দৃষ্টিহীনদের প্রধান চারটি শ্রেণিতে ভাগ করেছেন। এই চারটি শ্রেণি হল— 

(i) জন্মগত দৃষ্টিহীন : যেসব ছেলেমেয়েরা জন্মগতভাবে পাঁচ বছর বয়স হওয়ার আগেই সম্পূর্ণভাবে দৃষ্টিশক্তি হারিয়েছে, তারা এই শ্রেণিভুক্ত।

(ii) পাঁচ বছর বয়সের পর সম্পূর্ণ দৃষ্টিহীন: যেসব ছেলেমেয়েরা পাঁচ বছর বয়সের পর কোনাে কারণে দৃষ্টিশক্তি হারিয়েছে, তাদের এই শ্রেণিভুক্ত করা হয়। এইসব ছেলেমেয়েরা মানসিক বৈশিষ্ট্যের দিক থেকে প্রথম শ্রেণির দৃষ্টিহীনদের থেকে অনেকটা আলাদা।

(iii) জন্মগতভাবে আংশিক দৃষ্টিহীন: এই ছেলেমেয়েরা জন্মগতভাবে আংশিক দৃষ্টিশক্তিসম্পন্ন হয়ে থাকে। এই ধরনের ছেলেমেয়েরা বড়াে হরফের ছাপানাে লেখা ছাড়া পড়তে পারেনা। 

(iv) অর্জিত আংশিক দৃষ্টিহীন :এই ছেলেমেয়েরা জন্মগতভাবে স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হলেও পরবর্তীকালে কোনাে আকস্মিক দুর্ঘটনা বা রোগব্যাধি  কারণে আংশিকভাবে দৃষ্টিশক্তি হারিয়েছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “দৃষ্টিহীন শিশুদের শ্রেণিবিভাগ লেখাে।”

Leave a Comment

error: Content is protected !!